IND vs NZ: ভারতের ১৬তম ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি, কানপুরে নজির শ্রেয়সের !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Shreyas Iyer's century on debut: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ১৬তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করার নজির গড়লেন শ্রেয়স আইয়ার ৷
কানপুর: অভিষেক টেস্টেই নজির গড়লেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer Century) ৷ সাক্ষী কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম ৷ টেস্টের দ্বিতীয় দিনেই শ্রেয়সের ব্যাট থেকে এল চমৎকার শতরান ৷ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ১৬তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করার নজির গড়লেন শ্রেয়স (Shreyas Iyer great innings 16th Indian To Score Century On Test Debut ) ৷
কানপুরে টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই শতরান করতে সফল শ্রেয়স আইয়ার ৷ গতকাল, বৃহস্পতিবার ১৩৬ বল খেলে ৭৫ রানে নট আউট থাকেন শ্রেয়স ৷ আজ যে সেঞ্চুরির দিকেই এগোচ্ছেন তিনি, তা বোঝা গিয়েছিল টেস্টের প্রথম দিনেই ৷ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হতাশ করেননি মুম্বইয়ের ব্যাটসম্যান ৷ ১৭১ বলে ১০৫ রান করার পর সাউদির বলে আউট হন শ্রেয়স ৷
advertisement
advertisement
The latest addition into the Centuries on debut for India club - @ShreyasIyer15 👌#TeamIndia #INDvNZ @Paytm pic.twitter.com/r9yl1kFjQa
— BCCI (@BCCI) November 26, 2021
advertisement
শতরান করতে শ্রেয়স মেরেছেন ১৩টি চার এবং ২টি বিশাল ছক্কা ৷ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অভিষেক টেস্টে সেঞ্চুরির রেকর্ড এর আগে রয়েছে ১৫ জনের ৷ তাঁরা হলেন, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, গুন্ডাপ্পা বিশ্বনাথ, পৃথ্বি শ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুরিন্দর অমরনাথ, সুরেশ রায়না, লালা অমরনাথ, আব্বাস আলি বেগ, মহম্মদ আজহারউদ্দিন, দীপক শোধন, হনুমন্ত সিং, বীরেন্দ্র সেহওয়াগ, প্রবীণ আমরে এবং এজি কৃপাল সিং-এর। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার নজির গড়েছিলেন লালা অমরনাথ ৷ ১৯৩৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকে শতরান করেছিলেন তিনি ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2021 11:12 AM IST