Pro Kabaddi time table and schedule: জানেন তো প্রো কাবাডি লিগের পুরো সূচি এবং খেলার সময় ? দেখে নিন

Last Updated:

Pro Kabaddi League season 8 schedule and match timing. প্রো কাবাডি লিগ সিজন -৮ কোন দল কবে কার মুখোমুখি এক ঝলকে দেখে নিন।

এবারও জমজমাট হতে চলেছে দেশের সেরা কবাডি লিগ
এবারও জমজমাট হতে চলেছে দেশের সেরা কবাডি লিগ
#বেঙ্গালুরু: ভিভো প্রো কাবাডি লিগ সিজন -৮ (Pro Kabbadi season 8 full schedule) আগামী ২২ শে ডিসেম্বর থেকে উদ্যান নগরী বেঙ্গালুরুতে শুরু হচ্ছে। সরকারের জারি করা কোভিড বিধি মেনে একটি ভেনুতেই দর্শকশূন্য স্টেডিয়ামে সিজন ৮ এর কাবাডি লিগ আয়োজিত হচ্ছে। খেলোয়াড়রা যাতে পুরোপুরি সুরক্ষিত থাকেন সেজন্য জৈব সুরক্ষা বলয়ের পাশাপাশি কোভিড পরীক্ষার (Covid safety measures) উপরও এবার জোর দেওয়া হবে বলে লিগ আয়োজকদের তরফে জানানো হয়েছে। করোনার কারণেই গতবছর প্রো কাবাডি লিগ আয়োজন করা হয়নি।সপ্তম সিজনে অংশগ্রহণকারী ১২ টি (12 teams) দলই এবারেও অংশগ্রহণ করছে।
গত সিজনের বিজয়ী বেঙ্গল ওয়ারিয়ার্সের (Bengal Warriors) উপর বাংলার কাবাডিপ্রেমীদের প্রত্যাশা বেড়ে গেছে। সিজন ৮ এও তারা সেরার দৌড়ে থাকবে তা বলাই বাহুল্য। গত সিজনের বিজয়ী দলের প্রধান সদস্যদের তারা ধরে রেখেই এবার মাঠে নামছে ওয়ারিয়ার্স। গতবারের অধিনায়ক ও মুখ্য রেডার মনিন্দার সিং, গতবারের ফাইনালের সর্বোচ্চ স্কোরার ইরানের অলরাউন্ডার ইসমাইল নবিবক্স, রক্ষণে রিঙ্কু নারওয়াল, রেডার রবীন্দ্র রমেশ কুমায়েতকে এবারও দলে রয়েছেন।
advertisement
advertisement
তিনবারের বিজয়ী দল পাটনা পাইরেটস (Patna Pirates) এবার অনেক নতুন মুখদের নিয়ে দল সাজিয়েছে। রেডার অংশ শক্তিশালী হলেও, রক্ষনে নতুন যুবকদের উপর ভরসা করছে দল। সচিন তানওয়ার, প্রশান্ত কুমার রায়কে রেডার হিসেবে এবছর নিলামে তারা বহু অর্থ খরচ করে কিনেছে। চারজন বিশ্বমানের রেডার এই দলে রয়েছে। অলরাউন্ড দক্ষতার জন্য ইরানের খেলোয়াড় চিয়ানেকে এবারের নিলামে সর্বোচ্চ অর্থ দিয়ে কিনেছে পাইরেটস।
advertisement
ষষ্ঠ সিজনের চ্যাম্পিয়ন ব্যাঙ্গালোর বুলস (Bengaluru Bulls) এর আক্রমণভাগ রক্ষণের তুলনায় ভারী। পবন শেরাওয়াত, চন্দ্রণ রঞ্জিত ও দীপক নারওয়াল তাদের রেডার হিসেবে থাকছে, রক্ষণ তরুণ খেলোয়াড়দের হাতে।
প্রো কাবাডি লিগ সূচি
  • ২২ ডিসেম্বর -
  • ১. বেঙ্গালুরু বুলস বনাম ইউ মুম্বা (সন্ধ্যা ৭:৩০)
    advertisement
    ২. তেলেগু টাইটানস বনাম তামিল থালাইভাস ( রাত ৮:৩০)
    ৩. বেঙ্গল ওয়ারিয়রস বনাম ইউ পি যোদ্ধা ( রাত ৯:৩০)
    • ২৩ ডিসেম্বর
    • ১. গুজরাত জায়েন্টস বনাম জয়পুর পিঙ্ক প্যান্থার ( সন্ধ্যা ৭:৩০)
      ২. দাবাং দিল্লি বনাম পুনেরি পাল্টান ( রাত ৮:৩০)
      advertisement
      ৩ . হরিয়ানা স্টিলার বনাম পাটনা পাইরেটস ( রাত ৯:৩০)
      • ২৪ ডিসেম্বর
      • ১. ইউ মুম্বা বনাম দাবাং দিল্লি ( সন্ধ্যা ৭:৩০)
        ২. তামিল থালাইভাস বনাম বেঙ্গালুরু বুলস ( রাত ৮:৩০)
         ৩. বেঙ্গল ওয়ারিয়রস বনাম গুজরাত জায়ান্টস ( রাত ৯:৩০)
        advertisement
        • ২৫ ডিসেম্বর
        • ১. পাটনা পাইরেটস বনাম ইউ পি যোদ্ধা ( সন্ধ্যা ৭:৩০)
          ২. পুণেরি পাল্টান বনাম তেলেগু টাইটানস ( রাত ৮:৩০)
          ৩. জয়পুর পিঙ্ক প্যান্থার বনাম হরিয়ানা স্টিলার ( রাত ৯:৩০)
          advertisement
          • ২৬ ডিসেম্বর
          • ১. গুজরাত জায়ান্টস বনাম দাবাং দিল্লি ( সন্ধ্যা ৭:৩০)
            ২.  বেঙ্গালুরু বুলস বনাম বেঙ্গল ওয়ারিয়রস ( রাত ৮:৩০)
            • ২৭ ডিসেম্বর
            • ১. তামিল থালাইভাস বনাম ইউ মুম্বা ( সন্ধ্যা ৭:৩০)
              ২.  ইউ পি যোদ্ধা বনাম জয়পুর পিঙ্ক প্যান্থার ( রাত ৮:৩০)
              • ২৮ ডিসেম্বর
              • ১. পুনেরি পাল্টান বনাম পটনা পাইরেটস (সন্ধ্যা ৭:৩০)
                ২. তেলেগু টাইটান্স বনাম হরিয়ানা স্টিলার ( রাত ৮:৩০)
                • ২৯ ডিসেম্বর
                • ১. দাবাং দিল্লি বনাম বেঙ্গল ওয়ারিয়রস ( সন্ধ্যা ৭:৩০)
                  ২. ইউ পি যোদ্ধা বনাম গুজরাত জায়ান্ট ( রাত ৮:৩০)
                  • ৩০ ডিসেম্বর
                  • ১. জয়পুর পিঙ্ক প্যান্থার বনাম ইউ মুম্বা ( সন্ধ্যা ৭:৩০)
                    ২. হরিয়ানা স্টিলার বনাম বেঙ্গালুরু বুলস ( রাত ৮:৩০)
                    • ৩১ ডিসেম্বর
                    • ১. তামিল থালাইভাস বনাম পুনেরি পাল্টান ( সন্ধ্যা ৭:৩০)
                       ২. পাটনা পাইরেটস বনাম বেঙ্গল ওয়ারিয়রস ( রাত ৮:৩০)
                      প্রো কবাডি লিগের শীর্ষ পাঁচ দামি ভারতীয় খেলোয়াড়
                      প্রদীপ নারওয়াল (১ কোটি, ৬৫ লাখ), সিদ্ধার্থ দেশাই ( ১ কোটি ৩০ লাখ), অর্জুন দেশওয়াল (৯৬ লাখ), মনজিত (৯৬ লাখ), সচিন (৯২ লাখ)
                      সেরা পাঁচ বিদেশি তারকা
                      আবোজার মোহাজের (৩১ লাখ), জ্যাং কুন লি (২০ লাখ), মহম্মদরেজ শিয়ানে (৩০ লাখ), মহসিন জাফরি (১২ লাখ ৮০ হাজার), হাদি অশতোরাক ( ২০ লাখ)
                      বাংলা খবর/ খবর/খেলা/
                      Pro Kabaddi time table and schedule: জানেন তো প্রো কাবাডি লিগের পুরো সূচি এবং খেলার সময় ? দেখে নিন
                      Next Article
                      advertisement
                      পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
                      পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
                      VIEW MORE
                      advertisement
                      advertisement