Ind vs NZ: একাধিক নজির সিরিজ সেরা Ravichandran Ashwin-র,তাঁর শেয়ার করা Photo ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ravichandran Ashwin Record: ভারত ও নিউজিল্যান্ডের (Ind vs NZ) একাধিক ক্রিকেটার পাশাপাশি দাঁড়িয়েছেন আর অদ্ভুত ভাবে সেটা ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের নাম হয়ে গেছে ৷
#কলকাতা: রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ক্লাসিক স্পিনার হিসেবে তুলে ধরেছেন৷ দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেট দলের স্তম্ভ হয়ে উঠেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ৷ ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) টেস্ট সিরিজ ভারতীয় ক্রিকেট দল জিতে নিয়েছে৷ আর এই সিরিজে একাধিক মাইলস্টোন পেরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন৷ ৩৭২ রানে ম্যাচ জিতেছে ভারত আর ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন৷
রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) হেনরি নিকোলসকে নিউজিল্যান্ডের শেষ উইকেট পড়ে৷ তিনি দ্বিতীয় ইনিংসে ৩৪ রানে ৪ উইকেটে নেন৷ এরই সঙ্গে তিনি অনিল কুম্বলের ( Anil Kumble) পর দ্বিতীয় ভারতীয় বোলার হলেন যিনি ঘরের মাঠে ৩০০ উইকেট নিলেন৷
ভারতের মাটিতে মোট টেস্ট উইকেট
advertisement
অনিল কুম্বলে (Anil Kumble) - ৩৫০
advertisement
রবিচন্দ্রন অশ্বিন(Ravichandran Ashwin)- ৩০০
হরভজন সিং (Harbhajan Singh) - ২৬৫
কপিল দেব (Kapil Dev) -২১৯
অশ্বিন দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে শ্রীলঙ্কার লেজেন্ড মুথাইয়া মুরলীধরণ (Muttiah Muralitharan) ৩০০ টেস্ট উইকেট নিয়েছিলেন ঘরের মাঠে৷ মুরলীধরণ মাত্র ৪৮ টি টেস্টে ৩০০ উইকেট নিয়েছিলেন ঘরের মাঠে৷ অশ্বিন তা করলেন ৪৯ ম্যাচে৷
advertisement
ঘরের মাঠে দ্রুততম ৩০০ টি টেস্ট উইকেট
৪৮ ম্যাচ- মুথাইয়া মুরলীধরণ
৪৯- রবিচন্দ্রন অশ্বিন
৫২- অনিল কুম্বলে
৬৫- শেন ওয়ার্ন
৭১- জিমি অ্যান্ডারসন
৭৬- স্টুয়ার্ট ব্রড
ভারতের সবচেয়ে বড় টেস্ট ম্যাচ জয় হল এই ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ৷ ২০১৫ দিল্লিতে ৩৩৭ রানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতেছিল ভারত৷ এবারের জয় সেই জয়কেও ছাড়িয়ে গেল৷ এদিকে এটা নিউজিল্যান্ডের সবচেয়ে বড় হার৷ এর আগে তারা দক্ষিণ আফ্রিকার কাছে সবচেয়ে বড় ব্যবধানে ৩৫৮ রানে হেরেছিল জোহনেসবার্গে৷
advertisement
অশ্বিন এদিন ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন৷ তিনি নিজের পারফরম্যান্সে খুশি হওয়ার পাশাপাশি আজাজ প্যাটেলের প্রশংসা করেছেন৷ আজাজ প্যাটেল প্রথম ইনিংসে ১০ উইকেট নেওয়ার পরেই দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন৷ অশ্বিন বলেছেন এটা ভাগ্যেরও দরকার ৷
advertisement
এদিন অবশ্য অশ্বিন তাঁর মনের আনন্দ হিসেবে একটু দারুণ ছবি পোস্ট করেছেন৷ যেখানে মিলে-মিশে একাকার হয়ে গেছে ভারত ও নিউজজিল্যান্ড দল৷ ভারত ও নিউজিল্যান্ডের (Ind vs NZ) একাধিক ক্রিকেটার পাশাপাশি দাঁড়িয়েছেন আর অদ্ভুত ভাবে সেটা ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের নাম হয়ে গেছে ৷
Picture perfect 👌
📸 @ashwinravi99 pic.twitter.com/av8LZdSAcZ — ICC (@ICC) December 6, 2021
advertisement
এদিকে এক ক্যালেন্ডার ইয়ারে ৫০ -টির বেশি টেস্ট উইকেট তালিকায় সেরা ভারতীয় বোলার হয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন৷
রবিচন্দ্রন অশ্বিন - (২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৭*)
অনিল কুম্বলে (১৯৯৯, ২০০৪,২০০৬)
হরভজন সিং (২০০১, ২০০২, ২০০৮)
কপিল দেব (১৯৭৯, ১৯৮৩)
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2021 4:29 PM IST