Subhman and Sara-র প্রেম কি জমে ক্ষীর, মাঠে বাউন্ডারি মারলেন শুভমান আর গ্যালারি চেঁচাল সচিন-সচিন, ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তাহলে কি শুভমান গিলই সচিন তেন্ডুলকরের ‘হতে পারে’ জামাই নাকি! ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) ম্যাচের তৃতীয় দিনের এই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
#কলকাতা: মুখে কুলুপ শুভমান গিল ও সারা তেন্ডুলকরের প্রেমটা তাহলে গসিপ নয়, মানে এতো আর রাখঢাক রইল না৷ নইলে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) দ্বিতীয় টেস্ট (2nd Test) ম্যাচে শুভমান গিল (Shubman Gill) চার মারছেন আর গোটা গ্যালারি উত্তাল হয়ে চেঁচাচ্ছে সচিন-সচিন... ৷ ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) ম্যাচের তৃতীয় দিনের এই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷ ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন শুভমান গিল৷ টিম সাউদির বলে দারুণ বাউন্ডারি হাঁকান৷ তখন মুম্বই ফ্যানরা সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) নাম ধরে চেঁচাতে শুরু করেন৷
কারোর এই কথা অস্বীকার করার জায়গা নেই যে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) পৃথিবীর সর্বকালীন সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম সচিনের ঘরের মাঠ৷ এই অবস্থায় ক্রিকেটপ্রেমীরা মাঠে এলে নিজেদের প্রিয় তারকার কথা মনে করেন৷ এরকমই দৃশ্য রবিবার দেখতে পাওয়া গেল৷ যখন শুভমান গিল (Subhman Gill) চার মারার পর গ্যালারি সচিন-সচিন বলে চেঁচাচ্ছিল৷ সচিন আগে মাঠে নামলেই এই চিৎকার সব সময়েই শোনা যেত৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
— Addicric (@addicric) December 5, 2021
advertisement
সোশ্যাল মিডিয়ায় অবশ্য ঝড়ের গতিতে এই ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) ম্যাচে শুভমান গিলের চার মারার পর সচিন চিৎকারের ভিডিও দ্রুত গতিতে ভাইরাল (Viral Video) হয়েছে৷ কারণ নেটিজেনরা এর মধ্যে শুভমান ও সারা-র (Subhma and Sara) প্রেমই দেখছেন৷ কিন্তু এই খবরের কোনও সরকারি প্রমাণ নেই যে সারা তেন্ডুলকর ও শুভমান গিল একে অপরকে ডেট করছেন৷
advertisement
শুভমান গিল (Subhma Gill) ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) দ্বিতীয় টেস্টের (2nd Test) প্রথম ইনিংসে ৪৪ রান করেন৷ সচিন (Sachin Tendulkar) সম্প্রতি গিলের প্রশংসা করেছেন৷ তিনি গিলকে পরামর্শ দিয়েছেন যে এবার শুভমান গিলের বড় ইনিংস খেলা উচিত৷
advertisement
ভারত এই টেস্টে শুরু থেকেই ভালো খেলেছে৷ ময়ঙ্ক আগরওয়াল ১৫০ রানের দারুণ ইনিংস খেলেন প্রথমেই৷ ভারত প্রথম ইনিংসে ৩২৫ রান করে, জবাবে নিউজিল্যান্ড ৬২ রানে অলআউট হয়ে যায়৷ চেতেশ্বর পূজারা ও ময়ঙ্ক আগরওয়াল দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে ১০৭ রান করেন৷ ২৭৬ রানে ৭ উইকেটে ডিক্লেয়ার দেয় ভারত৷ অন্যদিকে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড মাত্র ১৬৭ রানে আউট হয়ে যায়৷ ভারত এই ম্যাচ ৩৭২ রানে জিতে যায়৷ এই জয়ের ফলে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ ১-০ জিতল ভারতীয় ক্রিকেট দল৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2021 2:59 PM IST