#কলকাতা: মুখে কুলুপ শুভমান গিল ও সারা তেন্ডুলকরের প্রেমটা তাহলে গসিপ নয়, মানে এতো আর রাখঢাক রইল না৷ নইলে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) দ্বিতীয় টেস্ট (2nd Test) ম্যাচে শুভমান গিল (Shubman Gill) চার মারছেন আর গোটা গ্যালারি উত্তাল হয়ে চেঁচাচ্ছে সচিন-সচিন... ৷ ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) ম্যাচের তৃতীয় দিনের এই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷ ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন শুভমান গিল৷ টিম সাউদির বলে দারুণ বাউন্ডারি হাঁকান৷ তখন মুম্বই ফ্যানরা সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) নাম ধরে চেঁচাতে শুরু করেন৷
কারোর এই কথা অস্বীকার করার জায়গা নেই যে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) পৃথিবীর সর্বকালীন সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম সচিনের ঘরের মাঠ৷ এই অবস্থায় ক্রিকেটপ্রেমীরা মাঠে এলে নিজেদের প্রিয় তারকার কথা মনে করেন৷ এরকমই দৃশ্য রবিবার দেখতে পাওয়া গেল৷ যখন শুভমান গিল (Subhman Gill) চার মারার পর গ্যালারি সচিন-সচিন বলে চেঁচাচ্ছিল৷ সচিন আগে মাঠে নামলেই এই চিৎকার সব সময়েই শোনা যেত৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
— Addicric (@addicric) December 5, 2021
সোশ্যাল মিডিয়ায় অবশ্য ঝড়ের গতিতে এই ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) ম্যাচে শুভমান গিলের চার মারার পর সচিন চিৎকারের ভিডিও দ্রুত গতিতে ভাইরাল (Viral Video) হয়েছে৷ কারণ নেটিজেনরা এর মধ্যে শুভমান ও সারা-র (Subhma and Sara) প্রেমই দেখছেন৷ কিন্তু এই খবরের কোনও সরকারি প্রমাণ নেই যে সারা তেন্ডুলকর ও শুভমান গিল একে অপরকে ডেট করছেন৷
শুভমান গিল (Subhma Gill) ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) দ্বিতীয় টেস্টের (2nd Test) প্রথম ইনিংসে ৪৪ রান করেন৷ সচিন (Sachin Tendulkar) সম্প্রতি গিলের প্রশংসা করেছেন৷ তিনি গিলকে পরামর্শ দিয়েছেন যে এবার শুভমান গিলের বড় ইনিংস খেলা উচিত৷
আরও পড়ুন -Explained: বৈদ্যুতিক গাড়ি থেকেই একদিন বাড়িতে বিদ্যুৎ পাওয়া যাবে, এটা কী ভাবে সম্ভব?
ভারত এই টেস্টে শুরু থেকেই ভালো খেলেছে৷ ময়ঙ্ক আগরওয়াল ১৫০ রানের দারুণ ইনিংস খেলেন প্রথমেই৷ ভারত প্রথম ইনিংসে ৩২৫ রান করে, জবাবে নিউজিল্যান্ড ৬২ রানে অলআউট হয়ে যায়৷ চেতেশ্বর পূজারা ও ময়ঙ্ক আগরওয়াল দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে ১০৭ রান করেন৷ ২৭৬ রানে ৭ উইকেটে ডিক্লেয়ার দেয় ভারত৷ অন্যদিকে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড মাত্র ১৬৭ রানে আউট হয়ে যায়৷ ভারত এই ম্যাচ ৩৭২ রানে জিতে যায়৷ এই জয়ের ফলে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ ১-০ জিতল ভারতীয় ক্রিকেট দল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs NZ, Sachin Tendulkar, Viral Video