Ind vs NZ: Virat Kohli Record: লা জবাব ক্যাপ্টেন কোহলি, তিন ফর্ম্যাটেই ৫০ টি করে জয়, পিছনে ফেললেন ধোনি-পন্টিংকে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs NZ: Virat Kohli Record: বিরাট কোহলি (Virat Kohli) এক দারুণ রেকর্ড (Virat Kohli Record) তৈরি করলেন৷
#কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) এক দারুণ রেকর্ড (Virat Kohli Record) তৈরি করলেন৷ একাধিক নজিরের মালিক কোহলির মুকুটে এক নতুন পালক লাগল৷ টিম ইন্ডিয়া দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়া (Team India) দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে দেয়৷ এর ফলে ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) টেস্ট সিরিজে ১-০ জিতে নিল ভারতীয় ক্রিকেট দল৷ ম্যাচে ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) ৫৪০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেছিল৷ কিন্তু নিউজিল্যান্ড মাত্র ১৬৭ রানেই প্যাকআপ হয়ে যায়৷ এটা বিরাট কোহলির ক্রিকেটার হিসেবে ৫০ তম জয় পেলেন৷ এরই সঙ্গে বিরাট কোহলি তিন ফর্ম্যাটেই ৫০ টি করে জয় পেলেন৷ ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচেও ৫০ টি করে জয় পেয়েছে৷ দুনিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি (Virat Kohli Record) ৷ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (Ricky Ponting) এই নজির গড়তে পারেননি৷
টেস্টের কথা ধরে রিকি পন্টিং ক্রিকেটার হিসেবে ১০৮ টি ম্যাচ জিতেছিল৷ ওয়ান ডে -তে তার নামে ২৬২ টি জয় রয়েছে৷ কিন্তু টি টোয়েন্টি ম্যাচে তিনি মাত্র ৭ টি জয় পেয়েছেন৷ বিরাট কোহলি ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০ টি ম্যাচ, ওয়ানডে তে ১৫৩ টি জয়, এবং টি টোয়েন্টি ৫৯ টি জয় পেয়েছেন৷ বিরাট কোহলি ক্রিকেটার হিসেবে এটা রেকর্ড (Virat Kohli Record)৷
advertisement
আরও পড়ুন - Virat and Anushka: আঁটোসাঁটো পোশাক, শরীরে যৌবনের জোয়ার, অনুষ্কা শর্মার ভাইরাল ছবিতে বিরাট যা লিখলেন
advertisement
সচিনের নামে ৭২ টি টেস্ট জয়ের রেকর্ড
সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ভারতের পক্ষ থেকে সবচেয়ে বেশি টেস্ট জয় করা ক্রিকেটার৷ তিনি ৭২ টি টেস্ট ম্যাচে জিতেছেন৷ ২৩৪ টি ওয়ানডে জয় পেয়েছেন তবে টি টোয়েন্টিতে তিনি মাত্র ১ টি ম্যাচ জিতেছেন৷ মহেন্দ্র সিং ধোনি -র কথা বললে টেস্টে ৩৬ টি ম্যাচ, ওয়ানডে -তে ২০৫ টি ম্যাচ, টি টোয়েন্টিতে ৫৭ টি ম্যাচ জিতেছেন৷
advertisement
শোয়েব মালিক সবচেয়ে বেশি ৮৬ ম্যাচ জিতেছে
টি টোয়েন্টি আন্তর্জাতিকের কথা অনুযায়ি পাকিস্তানের শোয়েব মালিক () সবচেয়ে বেশি ৮৬ টি জয়ের রেকর্ড রয়েছে৷ ওয়ানডে তে তিনি ১৫৬ টি জয় করেছেন কিন্তু টেস্টে মাত্র ১৩ ম্যাচই জিতেছেন৷ রোহিত শর্মার কথা বললে টি টোয়েন্টি -তে ৭৮ টি ম্যাচে জয়, ১৩৮ টি টেস্ট এবং ২৪ টি ম্যাচে জিতেছেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2021 1:00 PM IST