Ind vs NZ: Virat Kohli Record: লা জবাব ক্যাপ্টেন কোহলি, তিন ফর্ম্যাটেই ৫০ টি করে জয়, পিছনে ফেললেন ধোনি-পন্টিংকে

Last Updated:

Ind vs NZ: Virat Kohli Record: বিরাট কোহলি (Virat Kohli) এক দারুণ রেকর্ড (Virat Kohli Record) তৈরি করলেন৷

 ind vs nz : virat kohli becomes the first player to be a part of 50 test wins 50 odi win 50 t20i wins- Photo-AP
ind vs nz : virat kohli becomes the first player to be a part of 50 test wins 50 odi win 50 t20i wins- Photo-AP
#কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) এক দারুণ রেকর্ড  (Virat Kohli Record) তৈরি করলেন৷ একাধিক নজিরের মালিক কোহলির মুকুটে এক নতুন পালক লাগল৷ টিম ইন্ডিয়া দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়া  (Team India)  দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে দেয়৷ এর ফলে ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) টেস্ট সিরিজে ১-০ জিতে নিল ভারতীয় ক্রিকেট দল৷ ম্যাচে ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand)  ৫৪০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেছিল৷ কিন্তু নিউজিল্যান্ড মাত্র ১৬৭ রানেই প্যাকআপ হয়ে যায়৷ এটা বিরাট কোহলির ক্রিকেটার হিসেবে ৫০ তম জয় পেলেন৷ এরই সঙ্গে বিরাট কোহলি তিন ফর্ম্যাটেই ৫০ টি করে জয় পেলেন৷ ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচেও ৫০ টি করে জয় পেয়েছে৷ দুনিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি (Virat Kohli Record) ৷ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং  (Ricky Ponting) এই নজির গড়তে পারেননি৷
টেস্টের কথা ধরে রিকি পন্টিং ক্রিকেটার হিসেবে ১০৮ টি ম্যাচ জিতেছিল৷ ওয়ান ডে -তে তার নামে ২৬২ টি জয় রয়েছে৷ কিন্তু টি টোয়েন্টি ম্যাচে তিনি মাত্র ৭ টি জয় পেয়েছেন৷ বিরাট কোহলি ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০ টি ম্যাচ, ওয়ানডে তে ১৫৩ টি জয়, এবং টি টোয়েন্টি ৫৯ টি জয় পেয়েছেন৷ বিরাট কোহলি ক্রিকেটার হিসেবে এটা রেকর্ড (Virat Kohli Record)৷
advertisement
advertisement
সচিনের নামে ৭২ টি টেস্ট জয়ের রেকর্ড
সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ভারতের পক্ষ থেকে সবচেয়ে বেশি টেস্ট জয় করা ক্রিকেটার৷ তিনি ৭২ টি টেস্ট ম্যাচে জিতেছেন৷ ২৩৪ টি ওয়ানডে জয় পেয়েছেন তবে টি টোয়েন্টিতে তিনি মাত্র ১ টি ম্যাচ জিতেছেন৷ মহেন্দ্র সিং ধোনি -র কথা বললে টেস্টে ৩৬ টি ম্যাচ, ওয়ানডে -তে ২০৫ টি ম্যাচ, টি টোয়েন্টিতে ৫৭ টি ম্যাচ জিতেছেন৷
advertisement
শোয়েব মালিক সবচেয়ে বেশি ৮৬ ম্যাচ জিতেছে
টি টোয়েন্টি আন্তর্জাতিকের কথা অনুযায়ি পাকিস্তানের শোয়েব মালিক () সবচেয়ে বেশি ৮৬ টি জয়ের রেকর্ড রয়েছে৷ ওয়ানডে তে তিনি ১৫৬ টি জয় করেছেন কিন্তু টেস্টে মাত্র ১৩ ম্যাচই জিতেছেন৷ রোহিত শর্মার কথা বললে টি টোয়েন্টি -তে ৭৮ টি ম্যাচে জয়, ১৩৮ টি টেস্ট এবং ২৪ টি ম্যাচে জিতেছেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs NZ: Virat Kohli Record: লা জবাব ক্যাপ্টেন কোহলি, তিন ফর্ম্যাটেই ৫০ টি করে জয়, পিছনে ফেললেন ধোনি-পন্টিংকে
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement