ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) দ্বিতীয় টেস্টের (2nd Test) ঠিক আগে চেতেশ্বর পূজারা (Cheteswar Pujara) ও তাঁর স্ত্রী পূজা নিজেদের মেয়ে অদিতি পূজারার (Aditi Pujara) একাধিক ছবি পোস্ট করেছেন৷ চেতেশ্বরের মেয়ে খুবই মিষ্টি তবে এবার সে যে কাজ করেছে তার ছবি পোস্ট করেছেন তাঁর বাবা-মা ৷ আর দ্বিতীয় টেস্টের আগে ভাইরাল সেই ছবি৷ (Cheteshwar Pujara/Instagram)
চেতেশ্বর পূজারা নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে মেয়ে অদিতি-র সঙ্গে ছবি শেয়ার করেছেন৷ যেখানে সে বাবার হেলমেট আর বাবার জার্সি পড়েছে৷ তার হাতে ক্রিকেট ব্যাটও রয়েছে৷ আজ থেকে শুরু ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ)দ্বিতীয় টেস্ট, (2nd Test) তার আগে পূজারার মেয়ের (Cheteshwar Pujara daughter)এই ছবি একেবারে সকলের মন ছুঁয়ে যাচ্ছে৷ প্রবাদ আছে ‘‘বাপ কি বেটা ,সিপাহি কা ঘোড়া, কুছ নেহি তো থো়ড়া, থোড়া’’- এখানে তার বদলে শুধু ‘‘বাপ কি বেটি’’ বলা হচ্ছে৷ এই ছবির পোস্টে হ্যাশট্যাগ দিয়ে স্কুল অ্যাকটিভিটি রয়েছে৷ অর্থাৎ স্কুলের কিছুর জন্যে হয়ত চেতেশ্বর পূজারার মেয়ে অদিতি এইরকম সেজেছে৷ (Cheteshwar Pujara/Instagram)
চেতেশ্বর পূজারা শেষ টেস্ট শতরান ২০১৯-র জানু়ারিতে করেছিলেন৷ এই ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচেও বড় ইনিংস আসেনি চেতেশ্বর পূজারার ব্যাট থেকে৷ দুটি ইনিংস মিলিে তিনি মাত্র ৪৮ রান করেন৷ ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে তাঁর ব্যাট থেকে বড় রানের আশায় ক্রিকেটপ্রেমীরা৷ (Cheteshwar Pujara/Instaram)