ICC T20 World Cup: Ind vs NZ: যেন তেন প্রকারে জিততেই হবে ম্যাচ, প্রথম একাদশে বড় চমক

Last Updated:

টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) আজ মেগা ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) কার্যত এদিনের ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ডের জন্য কোয়ার্টার ফাইনাল

ICC T20 World Cup: Photo Courtesy- Twitter
ICC T20 World Cup: Photo Courtesy- Twitter
#দুবাই: টি টোয়েন্টি বিশ্বকাপে  (T20 World Cup)  আজ মেগা ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) কার্যত  এদিনের ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ডের জন্য কোয়ার্টার ফাইনাল ৷ মেগা ম্যাচে টসের পাশাপাশি গুরুত্বপূর্ণ ছিল প্রথম একাদশ নির্বাচন৷ এদিনের ম্যাচে নিজের ম্যাচ উইনার হার্দিক পান্ডিয়ার ওপর বাজি ছাড়েননি অধিনায়ক বিরাট কোহলি৷ এদিন ওয়ার্মআপের সময় হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) রান আপ নিতেও দেখা যায়৷ ভারতীয় দলে দুটি পরিবর্তন৷
দেখে নিন ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ
advertisement
advertisement
দেখে নিন নিউজিল্যান্ডের দলের প্রথম একাদশ
advertisement
রবিবার দুবাইতে যে ম্যাচ হচ্ছে তার টস অসম্ভব গুরুত্বপূর্ণ৷ এই ম্যাচে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন টস করেন দুই দলের অধিনায়ক হিসেবে৷ এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন৷
advertisement
কিন্তু আইসিসি টুর্নামেন্টে টি টোয়েন্টি ম্যাচে ভারতের নিউজিল্যান্ডের  (India vs Pakistan)  বিরুদ্ধে পারফরম্যান্স খুব একটা ভালো নয়৷ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে একেবারে হতশ্রী পারফরম্যান্স দিয়েছে টিম ইন্ডিয়া৷ ১০ উইকেটে হারের পর সকলেই বুঝতে চেষ্টা করছেন কোথায় ভুল ছিল৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ সেমিফাইনালের টিকিটের জন্য কার্যত নকআউট৷
advertisement
একটা ছোট্ট ভুল ভারতীয় ক্রিকেট ফ্যানদের মনোবল ভাঙতে কোনও সময় লাগবে না৷ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও ভুবনেশ্বর কুমারকে নিয়ে জোর চিন্তা চলছে৷ এরইমধ্যে নিউজিল্যান্ড (India vs New Zealand) থেকে এক বড় খবর এসেছে৷ যা ভারতীয় দলের আরও মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে৷
advertisement
টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচে চোট পেয়েছিলেন মার্টিন গাপ্তিল (martin guptill), ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য তাঁকে ফিট ঘোষণা করা হয়েছে৷ অর্থাৎ ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ সাজানোর সময় তাঁদের এই তারকা খেলোয়াড়কে দলে রাখতেই পারে কিউয়ি টিম ম্যানেজমেন্ট৷ নিউজিল্যান্ডকেও নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হার হয়েছে৷
advertisement
নিউজিল্যান্ডের কোচ গৈরি স্টিডের বয়ান অনুযায়ি গাপ্তিল ট্রেনিং করছেন যা দেখে ভালোই লেগেছে৷ তাঁকে দলে নির্বাচন করার মতো ফিটনেস তাঁর রয়েছে৷ স্টিড জানিয়েছেন অ্যাডাম মিত্নে ভারতের বিরুদ্ধে প্লেয়িং ইলেভেনে থাকতে পারেন৷ লকি ফার্গুসন চোট পাওয়ার পর মিত্নেকে তাঁর জায়গায় পেসার হিসেবে দলে চায়ছিল নিউজিল্যান্ড৷ মিত্নেকে ফার্গুসনের বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup: Ind vs NZ: যেন তেন প্রকারে জিততেই হবে ম্যাচ, প্রথম একাদশে বড় চমক
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement