ICC T20 World Cup: Ind vs NZ: যেন তেন প্রকারে জিততেই হবে ম্যাচ, প্রথম একাদশে বড় চমক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) আজ মেগা ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) কার্যত এদিনের ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ডের জন্য কোয়ার্টার ফাইনাল
#দুবাই: টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) আজ মেগা ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) কার্যত এদিনের ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ডের জন্য কোয়ার্টার ফাইনাল ৷ মেগা ম্যাচে টসের পাশাপাশি গুরুত্বপূর্ণ ছিল প্রথম একাদশ নির্বাচন৷ এদিনের ম্যাচে নিজের ম্যাচ উইনার হার্দিক পান্ডিয়ার ওপর বাজি ছাড়েননি অধিনায়ক বিরাট কোহলি৷ এদিন ওয়ার্মআপের সময় হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) রান আপ নিতেও দেখা যায়৷ ভারতীয় দলে দুটি পরিবর্তন৷
দেখে নিন ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ
🚨 Team News 🚨
2⃣ changes for #TeamIndia as Ishan Kishan & Shardul Thakur are named in the team. #T20WorldCup #INDvNZ Follow the match ▶️ https://t.co/ZXELFVZhDp Here's our Playing XI 🔽 pic.twitter.com/6xDKILf9lr — BCCI (@BCCI) October 31, 2021
advertisement
advertisement
দেখে নিন নিউজিল্যান্ডের দলের প্রথম একাদশ
Match 28. New Zealand XI: M Guptill, D Mitchell, K Williamson, J Neesham, D Conway, G Phillips, M Santner, I Sodhi, T Southee, A Milne, T Boult https://t.co/KzmYmA0dFP #INDvNZ #T20WorldCup
— BCCI (@BCCI) October 31, 2021
advertisement
রবিবার দুবাইতে যে ম্যাচ হচ্ছে তার টস অসম্ভব গুরুত্বপূর্ণ৷ এই ম্যাচে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন টস করেন দুই দলের অধিনায়ক হিসেবে৷ এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন৷
Scenes from the middle ahead of play in Dubai. Getting ready to bowl first against India. #T20WorldCup pic.twitter.com/MUtUI6jJUm
— BLACKCAPS (@BLACKCAPS) October 31, 2021
advertisement
কিন্তু আইসিসি টুর্নামেন্টে টি টোয়েন্টি ম্যাচে ভারতের নিউজিল্যান্ডের (India vs Pakistan) বিরুদ্ধে পারফরম্যান্স খুব একটা ভালো নয়৷ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে একেবারে হতশ্রী পারফরম্যান্স দিয়েছে টিম ইন্ডিয়া৷ ১০ উইকেটে হারের পর সকলেই বুঝতে চেষ্টা করছেন কোথায় ভুল ছিল৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ সেমিফাইনালের টিকিটের জন্য কার্যত নকআউট৷
advertisement
আরও পড়ুন - Time Table Change : ভারতীয় রেলওয়ের বড় খবর কাল থেকে বদলে যাচ্ছে অনেক ট্রেনের টাইম টেবল
একটা ছোট্ট ভুল ভারতীয় ক্রিকেট ফ্যানদের মনোবল ভাঙতে কোনও সময় লাগবে না৷ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও ভুবনেশ্বর কুমারকে নিয়ে জোর চিন্তা চলছে৷ এরইমধ্যে নিউজিল্যান্ড (India vs New Zealand) থেকে এক বড় খবর এসেছে৷ যা ভারতীয় দলের আরও মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে৷
advertisement
আরও পড়ুন - Diwali Horoscope: এই Diwali-তে কার ভাগ্যে আলোর রোশনাই আর কার ভাগ্যে অমাবস্যা, বলবে Zodiac Sign
টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচে চোট পেয়েছিলেন মার্টিন গাপ্তিল (martin guptill), ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য তাঁকে ফিট ঘোষণা করা হয়েছে৷ অর্থাৎ ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ সাজানোর সময় তাঁদের এই তারকা খেলোয়াড়কে দলে রাখতেই পারে কিউয়ি টিম ম্যানেজমেন্ট৷ নিউজিল্যান্ডকেও নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হার হয়েছে৷
advertisement
নিউজিল্যান্ডের কোচ গৈরি স্টিডের বয়ান অনুযায়ি গাপ্তিল ট্রেনিং করছেন যা দেখে ভালোই লেগেছে৷ তাঁকে দলে নির্বাচন করার মতো ফিটনেস তাঁর রয়েছে৷ স্টিড জানিয়েছেন অ্যাডাম মিত্নে ভারতের বিরুদ্ধে প্লেয়িং ইলেভেনে থাকতে পারেন৷ লকি ফার্গুসন চোট পাওয়ার পর মিত্নেকে তাঁর জায়গায় পেসার হিসেবে দলে চায়ছিল নিউজিল্যান্ড৷ মিত্নেকে ফার্গুসনের বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2021 7:39 PM IST