Time Table Change : ভারতীয় রেলওয়ের বড় খবর কাল থেকে বদলে যাচ্ছে অনেক ট্রেনের টাইম টেবল

Last Updated:
ভারতীয় রেলওয়ে (Indian Railways) রাত পোহালেই নতুন টাইম টেবল (Time Table)অনুসারে দৌড়বে এই স্পেশাল ট্রেনগুলি৷
1/4
#নয়াদিল্লি : ভারতীয় রেলওয়ে (Indian Railways) রাত পোহালেই নতুন টাইম টেবল অনুসারে দৌড়বে এই স্পেশাল ট্রেনগুলি৷ খবর অনুযায়ি ১৩ হাজার প্যাসেঞ্জার ট্রেন ও ৭ হাজার মালগাড়ি শামিল রয়েছে এই নতুন টাইম টেবলে৷ পাশাপাশি দেশের ৩০ টি রাজধানী ট্রেনেরও সময় বদলে যাবে৷
#নয়াদিল্লি : ভারতীয় রেলওয়ে (Indian Railways) রাত পোহালেই নতুন টাইম টেবল অনুসারে দৌড়বে এই স্পেশাল ট্রেনগুলি৷ খবর অনুযায়ি ১৩ হাজার প্যাসেঞ্জার ট্রেন ও ৭ হাজার মালগাড়ি শামিল রয়েছে এই নতুন টাইম টেবলে৷ পাশাপাশি দেশের ৩০ টি রাজধানী ট্রেনেরও সময় বদলে যাবে৷
advertisement
2/4
১ নভেম্বর পশ্চিম রেলওয়েতে চালু কিছু বিশেষ ট্রেনের (Special trains) সময়ে বদল করেছে৷ এই বদলগুলি আগে থেকেই ঠিক করে নেওয়া হয়েছে৷ প্রাথমিকভাবে এই সময়সূচি ১ অক্টোবর থেকে বদলানোর কথা থাকলেও তা এখন ১ নভেম্বর থেকে বদলাবে৷
১ নভেম্বর পশ্চিম রেলওয়েতে চালু কিছু বিশেষ ট্রেনের (Special trains) সময়ে বদল করেছে৷ এই বদলগুলি আগে থেকেই ঠিক করে নেওয়া হয়েছে৷ প্রাথমিকভাবে এই সময়সূচি ১ অক্টোবর থেকে বদলানোর কথা থাকলেও তা এখন ১ নভেম্বর থেকে বদলাবে৷
advertisement
3/4
দেখে নিন কয়েকটি ট্রেনের লিস্ট- ১) 09331/09332 কোচুবেলি (সাপ্তাহিক) বিশেষ ২) 09262/09261 পোরবন্দর-কোচুবেলি -পোরবন্দর (সাপ্তাহিক) বিশেষ ৩) 09578/09577 জামনগর -তিরুনেলবেলি-জামনগর (দ্বি সাপ্তাহাকি) এক্সপ্রেস স্পেশাল ৪) 09424/09423 গান্ধীধাম -তিরুনেলবেলি- গান্ধীধাম (সাপ্তাহিক) বিশেষ ৫) 09260/09259 ভাবনগর -কোচুবেলি-ভাবনগর (সাপ্তাহিক) বিশেষ ৬) 02908/02907 হাপা- মডগাঁও -হাপা সাপ্তাহিক বিশেষ ৭) 09487 মহেসাণা- বিরমগাম প্যাসেঞ্জার স্পেশাল
দেখে নিন কয়েকটি ট্রেনের লিস্ট- ১) 09331/09332 কোচুবেলি (সাপ্তাহিক) বিশেষ ২) 09262/09261 পোরবন্দর-কোচুবেলি -পোরবন্দর (সাপ্তাহিক) বিশেষ ৩) 09578/09577 জামনগর -তিরুনেলবেলি-জামনগর (দ্বি সাপ্তাহাকি) এক্সপ্রেস স্পেশাল ৪) 09424/09423 গান্ধীধাম -তিরুনেলবেলি- গান্ধীধাম (সাপ্তাহিক) বিশেষ ৫) 09260/09259 ভাবনগর -কোচুবেলি-ভাবনগর (সাপ্তাহিক) বিশেষ ৬) 02908/02907 হাপা- মডগাঁও -হাপা সাপ্তাহিক বিশেষ ৭) 09487 মহেসাণা- বিরমগাম প্যাসেঞ্জার স্পেশাল
advertisement
4/4
১ নভেম্বর যাত্রীদের দাবি অনুযায়ি মহেসাণা-বীরমগাম প্যাসেঞ্জার স্পেশালের সময়ে বদল হয়েছে৷ বিহারের জন্য চলবে স্পেশাল ট্রেন৷ দিওয়ালি ও উৎসবের মরশুমে চালু হচ্ছে বিশেষ ট্রেন৷ 01684/01683 আনন্দবিহার টার্মিনাল- পটনা- আনন্দবিহার টার্মিনাল গতি শক্তি সুপারফাস্ট স্পেশাল ট্রেন শুরু হবে৷ এতে ২০ টি নতুন ৩ এসি ইকনমি কোচ হবে৷
১ নভেম্বর যাত্রীদের দাবি অনুযায়ি মহেসাণা-বীরমগাম প্যাসেঞ্জার স্পেশালের সময়ে বদল হয়েছে৷ বিহারের জন্য চলবে স্পেশাল ট্রেন৷ দিওয়ালি ও উৎসবের মরশুমে চালু হচ্ছে বিশেষ ট্রেন৷ 01684/01683 আনন্দবিহার টার্মিনাল- পটনা- আনন্দবিহার টার্মিনাল গতি শক্তি সুপারফাস্ট স্পেশাল ট্রেন শুরু হবে৷ এতে ২০ টি নতুন ৩ এসি ইকনমি কোচ হবে৷
advertisement
advertisement
advertisement