IND vs ENG: বাড়ল চিন্তা! বুমরাহকে নিয়ে বড় আপডেট দিলেন গিল, কী জানালেন ভারত অধিনায়ক?

Last Updated:

IND vs ENG: ভারত ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে চিফ সিলেক্টর অজিত আগারকার জানিয়েছিলেন, শারীরিক ফিটনেস নিয়ে উদ্বেগ থাকায় বুমরাহ পাঁচটি টেস্টে খেলতে পারবেন না।

News18
News18
২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপের নতুন চক্র শুরু করবে ভারতীয় দল। শুভমান গিলের নেতৃত্বে এক নতুন যুগের শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটে। তবে এই সিরিজে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে গিলের জন্য। বিদেশের উইকেটে ভারতের প্রধান পেসার জসপ্রীত বুমরাহকে যে সব ম্যাচে পাওয়া যাবে না, তা আগেই জানা গিয়েছিল। এবার কোন কোন ম্যাচে পাওয়া যাবে বুমরাহকে তা নিয়ে মুখ খুললেন শুভমান গিল।
ভারত ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে চিফ সিলেক্টর অজিত আগারকার জানিয়েছিলেন, শারীরিক ফিটনেস নিয়ে উদ্বেগ থাকায় বুমরাহ পাঁচটি টেস্টে খেলতে পারবেন না, আর এই কারণেই শুভমান গিলকে বুমরাহর চেয়ে এগিয়ে রেখে টেস্ট অধিনায়ক করা হয়েছে। ভারতের দলে অনেক পেসার থাকলেও—যেমন মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ ও অর্শদীপ সিং—তাদের কেউই এখনও বুমরাহর মতো পরীক্ষিত নয়। তাই বুমরাহকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ধারক হতে চলেছে।
advertisement
“আমরা প্রতিটি ম্যাচ অনুযায়ী সিদ্ধান্ত নিতে চাই,”আসন্ন টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফিতে ইংল্যান্ডে পাঁচটি টেস্ট ম্যাচের কোনগুলোতে জসপ্রিত বুমরাহ খেলবেন, তা আগেভাগে নির্ধারণ করতে চায় না দল। গিল বলেন স্কাই স্পোর্টসের দিনেশ কার্তিককে এক সাক্ষাৎকারে। “কোনও ম্যাচে বৃষ্টি হলে সেটাও একটা ফ্যাক্টর হতে পারে। তাই ম্যাচ ধরে ধরে ওয়ার্কলোড দেখে আমরা সিদ্ধান্ত নেব। আমরা আগেই ঠিক করতে চাই না যে, ‘এই ম্যাচগুলোতে ও খেলবে’। কারণ এমন অনেক বিষয় আছে যা আমাদের অনুকূলে বা প্রতিকূলে যেতে পারে, এবং সেগুলোর ওপর ভিত্তি করেই ঠিক হবে সে পরের ম্যাচ খেলবে কি না।”
advertisement
advertisement
বর্ডার-গাভাস্কার ট্রফির শেষে বুমরাহ পিঠে চোট পেয়েছিলেন। যদি তিনি ইংল্যান্ডে কিছু ম্যাচ না খেলেন, তবে আক্রমণের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এসে পড়বে সিরাজের উপর। গিল ব্যাখ্যা করেন, সিরাজের সঙ্গে তার সম্পর্ক অনেক ঘনিষ্ঠ, যেহেতু গুজরাট টাইটান্স-এ সিরাজও তাঁর অধীনে খেলে থাকেন, এবং এই সম্পর্ক নতুন অধিনায়কের দায়িত্বে তাকে সহায়তা করবে।
advertisement
“সিরাজের সঙ্গে আমরা একসাথে টেস্ট অভিষেক করেছি,” গিল বলেন। “আমরা প্রায় একসাথে ওয়ানডে অভিষেকও করেছি। ও আমার আগের ম্যাচে খেলেছে। আমরা একসাথে ভারতের হয়ে অনেক ম্যাচ খেলেছি। তাই ওর সঙ্গে একটা ভালো বন্ধন তৈরি হয়েছে। একজন খেলোয়াড়ের সামর্থ্যে বিশ্বাস রেখে, তাকে নিরাপদ পরিবেশ দেওয়া এবং নিজের সামর্থ্যে আত্মবিশ্বাসী রাখাটাই একজন অধিনায়কের অন্যতম দায়িত্ব। আর এরকম সম্পর্ক থাকলে সেটা খুব সাহায্য করে,” গিল আরও বলেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: বাড়ল চিন্তা! বুমরাহকে নিয়ে বড় আপডেট দিলেন গিল, কী জানালেন ভারত অধিনায়ক?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement