IND vs ENG: বৈভব সূর্যবংশীর থেকেও ভয়ঙ্কর ব্যাটার পেয়ে গেল ভারত! ১৩৪ বলে খেললেন ৩২৭ রানের ইনিংস

Last Updated:

India got a batter more devastating than Vaibhav Suryavanshi: মাত্র ১৪ বছর বয়লে আইপিএলে বিধ্বংসী সেঞ্চুরি গড়ে সকলের নজর কেড়ে নিয়েছেন বৈভব সূর্যবংশী। এবার তার থেকেও ভয়ঙ্কর ব্যাটার পেয়ে গেল ভারত।

News18
News18
মাত্র ১৪ বছর বয়লে আইপিএলে বিধ্বংসী সেঞ্চুরি গড়ে সকলের নজর কেড়ে নিয়েছেন বৈভব সূর্যবংশী। বর্তমানে তিনি ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এবার শিরোনামে উঠে বৈভব সূর্যবংশীর থেকেও এক ভয়ঙ্কর ব্যাটার। ১৩৪ বলে ৩২৭ রানের মারকাটারি ইনিংস খেলে সকলকে অবাক করে দিয়েছেম মাত্র ১৩ বছরের ভারতীয় ব্যাটার।
ভারতীয় ক্রিকেটে আরও এক উঠতি প্রতিভার আগমন ঘটেছে। বয়স মাত্র ১৩, কিন্তু ব্যাট হাতে মাঠে নেমে যেন অভিজ্ঞতার ছাপ রেখে যাচ্ছেন মুজাফফরপুরের নিম চকের বাসিন্দা আয়ন রাজ। সম্প্রতি মুজাফফরপুর জেলা ক্রিকেট লিগের অনূর্ধ্ব-১৪ বিভাগে এক অভূতপূর্ব ইনিংস খেলে সবাইকে চমকে দিয়েছেন এই কিশোর প্রতিভা।
বৃহস্পতিবার, শুভঙ্করপুর পাটাহি মাঠে অনুষ্ঠিত জেলা ক্রিকেট লিগের একটি ৩০ ওভারের ম্যাচে, সংস্কৃতি ক্রিকেট অ্যাকাডেমির হয়ে খেলতে নেমে আয়ন রাজ ১৩৪ বলে অপরাজিত ৩২৭ রান করেন। এই বিধ্বংসী ইনিংসে ৪১টি চার ও ২২টি ছক্কা মারে সে। স্ট্রাইক রেট ছিল ২০০-রও বেশি। এমন ইনিংস ভারতীয় যুব ক্রিকেটের ইতিহাসে বিরল এবং বিস্ময়কর।
advertisement
advertisement
আয়ন ক্রিকেট খেলছে মাত্র ৫ বছর বয়স থেকে। তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও অনুপ্রেরণা বৈভব সূর্যবংশী। যিনি ইতিমধ্যেই ১৪ বছর বয়সে ক্রিকেট জগতে খ্যাতি অর্জন করেছেন। বৈভব ও আয়ন ছোটবেলা থেকেই একসঙ্গে অনুশীলন করতেন। আয়নের ভাষায়, “বৈভব ভাইয়ার সাথে প্রতিবার কথা বললেই আমি অনুপ্রাণিত হই। আমরা ছোটবেলায় একসঙ্গে খেলতাম, আজ সে বড় হয়েছে, আমিও তার পথ অনুসরণ করছি।”
advertisement
আয়নের লক্ষ্য একদিন ভারতের জাতীয় দলে খেলা। তার বাবাও একসময় ক্রিকেট খেলতেন এবং তার স্বপ্ন ছিল দেশের হয়ে প্রতিনিধিত্ব করা. যা শেষ পর্যন্ত পূরণ হয়নি। আয়ন আজ সেই স্বপ্ন বাস্তব করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। পরিবার সবসময় তার পাশে থেকেছে এবং তার প্রতিভা বিকাশে উৎসাহ দিয়েছে।
advertisement
আয়নের সাফল্যের পিছনে রয়েছে অদম্য পরিশ্রম ও অধ্যবসায়। বৃষ্টি হোক বা উৎসব, ক্লাব বন্ধ থাকলেও আয়ন থেমে থাকেন না। বাড়ির ছাদে বানানো ইনডোর প্র্যাকটিস রুমেই চলে তার নিয়মিত অনুশীলন। পড়াশোনার চেয়ে ক্রিকেটেই তার মনোযোগ বেশি। দিনে-রাতে একটাই লক্ষ্য—ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা।
advertisement
আয়ন রাজের এই অনন্য কীর্তি শুধু মুজাফফরপুর বা বিহার নয়, গোটা দেশের ক্রিকেট অনুরাগীদের মনে আশা জাগিয়েছে। ১৩ বছর বয়সে এই ধরনের ইনিংস শুধু প্রতিভার প্রমাণ নয়, বরং ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটের সম্ভাবনার পরিচয়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: বৈভব সূর্যবংশীর থেকেও ভয়ঙ্কর ব্যাটার পেয়ে গেল ভারত! ১৩৪ বলে খেললেন ৩২৭ রানের ইনিংস
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement