Ind vs Eng: মাঠেই লেগে গেল যশস্বী-বেন স্টোকসের! ইংরেজ ক্যাপ্টেনের ফাঁদেই শেষে পা দিলেন জয়সওয়াল!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Yashasvi Jaiswal Century Miss Ind vs Eng- এদিন ১৩ রানের জন্য সেঞ্চুরি ফস্কালেন যশস্বী। মুম্বইয়ের এই বাঁ-হাতি ব্যাটার প্রথম সেশনে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। করুণ নাইয়ার (৩১ রান)-এর সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮০ রানের পার্টনারশিপ গড়েন।
এজবাস্টন: প্রথম টেস্টে হার। দ্বিতীয় টেস্টে জেতার জন্য মরিয়া ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের ওপেনার হিসেবে খেলছেন। বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কারণ একটাই, এই ম্য়াচে কি টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে পারবে?
এদিন ১৩ রানের জন্য সেঞ্চুরি ফস্কালেন যশস্বী। মুম্বইয়ের এই বাঁ-হাতি ব্যাটার প্রথম সেশনে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। করুণ নাইয়ার (৩১ রান)-এর সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮০ রানের পার্টনারশিপ গড়েন।
এদিন ম্যাচ চলাকালীন তিনি বেন স্টোকসের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। প্রথম দিনের প্রথম সেশনে নায়ারের সঙ্গে ব্যাটিংয়ের সময় জয়সওয়ালকে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ও তারকা অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে উত্তপ্ত আলোচনায় দেখা যায়।
advertisement
advertisement
আরও পড়ুন- হাইকোর্টে বিরাট ধাক্কা শামির!স্ত্রী-মেয়েকে দিতে হবে মাসিক ৪ লক্ষ আর্থিক সাহায্যের নির্দেশ
ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বেন স্টোকস পিচের মাঝে জয়সওয়ালকে কিছু বলছেন। এদিন জয়সওয়াল ইংল্যান্ডের স্টোকসের বলে একটি সিঙ্গলস নেন। সেই সময় স্টোকস তাঁকে কিছু একটা বলেন, সেটি স্টাম্প মাইকে রেকর্ড হয়ে যায়।
advertisement
জয়সওয়াল হেডিংলেতে (লিডস) ২০ থেকে ২৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের হয়ে সেঞ্চুরি করেছিলেন (১০৯ বলে ১০১ রান)। বুধবার তিনি ভাল শুরু করেও সেঞ্চুরি ফস্কান। আপাতত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপেই আছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত তিন উইকেটে ১৮২ রান।
এদিন জয়সওয়াল প্রথম ইনিংসে যদি অন্তত ৯৭ রান করতেন, তা হলে তিনি সুনীল গাভাসকরের ৪৯ বছর পুরনো রেকর্ড ভেঙে ফেলতে পারতেন। তিনি টেস্ট ক্রিকেটে দ্রুততম ২০০০ রান করা ভারতীয় ব্যাটার হতে পারতেন। তবে যশস্বী এদিন থামলেন ৮৭ রানে।
advertisement
উল্লেখ্য, সুনীল গাভাসকর ১৯৭১ সালের মার্চ মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হয়ে টেস্ট অভিষেক করেন। তিনি এপ্রিল, ১৯৭৬ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই তাঁর ২৩তম টেস্ট ম্যাচে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2025 8:43 PM IST