Mohammed Shami: আদালতে বিরাট ধাক্কা শামির! স্ত্রী-মেয়েকে দিতে হবে মাসিক ৪ লক্ষ আর্থিক সাহায্য, নির্দেশ হাইকোর্টের

Last Updated:

হাইকোর্ট জানিয়েছে, ক্রিকেটার মহম্মদ শামির যা উপার্জন, তাতে প্রতি মাসে এই পরিমাণ আর্থিক সাহায্য প্রাপ্য হাসিনের স্ত্রী এবং মেয়ের৷

হাইকোর্টে বড় ধাক্কা মহম্মদ  শামির৷
হাইকোর্টে বড় ধাক্কা মহম্মদ শামির৷
কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলে ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি৷ নিম্ন আদালতের রায় বাতিল করে দিয়ে কলকাতা হাইকোর্টে শামিকে স্ত্রী হাসিন জাহান এবং তাঁদের একমাত্র মেয়ের ভরণপোষণের জন্য মাসিক চার লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিল৷ এর মধ্যে ২ লক্ষ ৫০ হাজার টাকা মেয়ের জন্য দিতে হবে শামিকে৷ বাকি দেড় লক্ষ টাকা পাবেন শামির স্ত্রী হাসিন৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় মুখোপাধ্যায় মঙ্গলবার এই নির্দেশ দেন৷
হাইকোর্ট জানিয়েছে, ক্রিকেটার মহম্মদ শামির যা উপার্জন, তাতে প্রতি মাসে এই পরিমাণ আর্থিক সাহায্য প্রাপ্য হাসিনের স্ত্রী এবং মেয়ের৷ শুধু তাই নয়, ২০১৮ সালে ভরণপোষণের দাবি জানিয়ে হাসিন যে দিন থেকে নিম্ন আদালতে মামলা করেছিলেন, সেই দিন থেকেই মাসিক ৪ লক্ষ টাকা হিসেবে যে অঙ্ক হয়, তা মেটাতে হবে শামিকে৷ এর বাইরেও মেয়ের যথাযথ পড়াশোনার জন্য যে অর্থ প্রয়োজন, স্বেচ্ছায় শামিকে সেই সাহায্য করতে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট৷
advertisement
২০১৮ সালে দায়ের করা মামলায় শামির থেকে নিজের জন্য মাসিক ৭ লক্ষ এবং মেয়ের জন্য মাসিক ৩ লক্ষ টাকা সাহায্যের দাবি জানিয়েছিলেন হাসিন জাহান৷ কিন্তু নিম্ন আদালত হাসিনকে মাসিক ৫০ হাজার এবং মেয়ের জন্য মাসিক ৮০ হাজার টাকা দেওয়ার জন্য শামিকে নির্দেশ দিয়েছিল৷
advertisement
এই রায়কে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাসিন জাহান৷ হাইকোর্টে জমা দেওয়া নথিতে হাসিন জানান, ২০২০-২১ অর্থ বর্ষে ৭ কোটি ১৯ লক্ষ টাকা আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন মহম্মদ শামি৷ এ দিন নির্দেশ দিতে গিয়ে নিম্ন আদালতের রায়ে বিস্ময় প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় মুখোপাধ্যায়৷ বিচারপতি জানান, ক্রিকেটার শামির যে পরিমাণ আয়, তাতে মাসিক অন্তত চার লক্ষ টাকা ভরণপোষণ বাবদ তাঁর স্ত্রী এবং মেয়ের প্রাপ্য৷ পাশাপাশি ৬০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করার জন্যও নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷
advertisement
হাইকোর্ট জানিয়েছে, এই মুহূর্তে শামির স্ত্রী হাসিনের একমাত্র উপার্জনের পথ ব্যাঙ্কে গচ্ছিত টাকা থেকে মাসে ১৬ হাজার টাকা সুদ৷ শামির সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে বিয়ে করেননি তিনি৷ ফলে মেয়ে এবং তাঁর নিজের ভবিষ্যতের জন্য এই পরিমাণ অর্থ হাসিনের প্রাপ্য৷
বাংলা খবর/ খবর/খেলা/
Mohammed Shami: আদালতে বিরাট ধাক্কা শামির! স্ত্রী-মেয়েকে দিতে হবে মাসিক ৪ লক্ষ আর্থিক সাহায্য, নির্দেশ হাইকোর্টের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement