IND vs ENG: ফের গম্ভীরের চমক! প্রথম টেস্টে ভারতের একাদশে কারা? জেনে নিন বিস্তারিত

Last Updated:

IND vs ENG 1st Test: ভারতীয় ক্রিকেট দল শুক্রবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করতে চলেছে। সিরিজের প্রথম টেস্টে লিডসের হেডিংলিতে মুখোমুখি হবে দুই দল।

News18
News18
ভারতীয় ক্রিকেট দল শুক্রবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করতে চলেছে। সিরিজের প্রথম টেস্টে লিডসের হেডিংলিতে মুখোমুখি হবে দুই দল। ইংল্যান্ড ম্যাচের ২ দিন আগেই তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। যদিও ভারতীয় দল এখনও তাদের একাদশ প্রকাশ করেনি। শেষ মুহূর্তে উইকেট ও কন্ডিশন দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অধিনায়ক শুভমান গিল।
তবে সূত্রের খবর অনুযায়ী, ভারতের হয়ে এই ম্যাচে সাই সুদর্শনের টেস্ট অভিষেক হতে চলেছে। একইসঙ্গে দীর্ঘ ৮ বছর পর দলে ফিরছেন করুণ নায়ার। হেডিংলি টেস্টে ভারতীয় দলের প্লেয়িং ইলেভেনে ৩ জন প্রধান ফাস্ট বোলার থাকবেন এবং শার্দুল ঠাকুরকে চতুর্থ পেসার হিসেবে খেলানো হতে পারে। সাই সুদর্শনের দলে অন্তর্ভুক্তির মানে হলে অভিমন্যু ঈশ্বরণকে এখনও তার অভিষেকের জন্য অপেক্ষা করতে হবে।
advertisement
২৩ বছর বয়সী সাই সুদর্শন দুর্দান্ত ফর্মে রয়েছেন। সম্প্রতি তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্মেন্সের পর আইপিএলের একটি মরশুমে ৭০০ রান করে এই কৃতিত্ব অর্জনকারী সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি ওডিআই ফর্ম্যাটে অভিষেক করেন এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৪৩ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে নিজেকে প্রমাণ করেন।
advertisement
advertisement
এছাড়া ভারতীয় দলের ব্যাটিং লাইনে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল। তিন নম্বরে খেলতে পারেন সাঁই সুদর্শন, চারে শুভমান গিল, পাঁচে ঋষভ পন্থ ও ছয়ে করুন নায়ার। দলে দুই অলরাউন্ডার হিসেবে থাকতে পারেন রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর। এছাড়া তিন প্রধান পেসার হিসেবে খেলতে পারেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।
advertisement
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
advertisement
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রাইডন কারস, জশ টাং, শোয়েব বশির।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ফের গম্ভীরের চমক! প্রথম টেস্টে ভারতের একাদশে কারা? জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement