• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ‘‘ আমি ভাল খেললে খবর, না ভাল খেললে আরও বড় খবর ’’: নেহরা

‘‘ আমি ভাল খেললে খবর, না ভাল খেললে আরও বড় খবর ’’: নেহরা

File Photo

File Photo

 • Share this:

  #নয়াদিল্লি: টানা ম্যাচ জিতেই চলেছে টিম ইন্ডিয়া ৷  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১-এ ওয়ান ডে সিরিজ জেতার পর এবার আগামী ৮ তারিখ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি২০ সিরিজ ৷ এই দলে আবার ফিরিয়ে আনা হয়েছে আশিস নেহরাকে ৷ ভারতীয় দলের সব ক্রিকেটাররাই যখন এত ভাল ফর্মে রয়েছেন, তখন হঠাৎ করে নেহরার মত কোনও বর্ষীয়ান ক্রিকেটারকে ফিরিয়ে আনা হল কেন ? এই নিয়েই উঠছে প্রশ্ন ৷ কিন্তু কোনও সমালোচনাই যে গায়ে মাখেন না নেহরা, সেটা নিজেই স্পষ্ট করলেন এই বাঁ-হাতি পেসার  ৷

  ভারতীয় দলে ফের সুযোগ পেয়ে নেহরা বলেন, ‘‘ আমি কখনও সমালোচনা নিয়ে বিশেষ মাথা ঘামাই না। ভারতীয় ড্রেসিংরুম জানে, আমি দলের জন্য কী কী করতে পারি। অধিনায়ক জানে, নির্বাচকেরা জানে। টিমে আবার সুযোগ পেয়েছি, তার মানে আমাকে দলের কাজে লাগবে ৷ ’’

  এবছর জানুয়ারিতে শেষ আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন নেহরা ৷ মাঝের দীর্ঘ সময়টা দলের বাইরে ছিলেন তিনি ৷ কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ পেয়ে খুশি তিনি ৷ এখন প্রতি ম্যাচ অনুযায়ী ভাবতে চান তিনি ৷  নেহরার জবাব,

  ‘‘আমার যা বয়স, তাতে খুব বেশি দূরের কথা ভাবা চলে না। আমাকে তিনটে ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে। আমি একটা একটা করে ম্যাচ ধরে এগোব। তা ছাড়া আশিস নেহরা যদি ভাল কিছু করে তা হলে খবর। আর যদি ভাল খেলতে না পারে, তা হলে আরও বড় খবর হয়।’’

  First published: