Sachin Tendulkar Congratulate Virat Kohli: 'আশা করি কয়েক দিনের মধ্যেই আমার রেকর্ড ভাঙবে', কোহলিকে সিংহাসনে দেখার অপেক্ষায় সচিন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC World Cup 2023 India vs South Africa sachin tendulkar tweet goes viral after virat kohli equals his 49th odi Century s record in ODI World Cup 2023: জন্মদিনে কলকাতার ইডেন গার্ডেন্সে হল অপেক্ষার অবসান। ৪৯ তম শতরান করে 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের সঙ্গে একই আসনে বিরাজমান হলেন বিরাট 'কিং' কোহলি। বিরাটকে শুভেচ্ছা জানালেন সচিন।
কলকাতা: এক সময় যার ব্যাটিং দেখার জন্য স্কুল পালিয়ে রাস্তায় দাঁড়িয়ে ম্যাচ দেখতেন। কেউ ভাবতেন পেরেছিল সেই সচিন তেন্ডুলকরের সঙ্গেই একদিন একই আসনে বিরাজমান হবেন বিরাট কোহলি। কিন্তু অদম্য ইচ্ছে শক্তি ও কঠোর পরিশ্রম থাকলে যে সবকিছুই সম্ভব তা আরও একবার প্রমাণ করে দিলেন বিরাট কোহলি।
৫ নভেম্বর সেই সচিন তেন্ডুলকরের ওডিআই শতরানের রেকর্ড স্পর্শ করে ফেললেন বিরাট কোহলি। তাও আবার নিজের জন্মদিনে ছোট বেলা থেকে দেখা স্বপ্নপূরণ হল বিরাটের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে এল বিরাট কোহলির বহু প্রতীক্ষিত ৪৯ তম শতরান। বিশেষ দিনে কোহলিকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকরও।
বিরাট কোহলির সেঞ্চুরির পর এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সচিন তেন্ডুলকর লেখেন,”দারুণ খেলেছেন বিরাট। এই বছরের শুরুতে আমার ৪৯ থেকে ৫০ যেতে পুরো ৩৬৫ দিন লেগেছে। আমি আশা করি তুমি ৪৯ থেকে ৫০-এ আগামী কয়েক দিনের মধ্যে যাবে ও আমার রেকর্ড ভেঙে দেবেন। অভিনন্দন!!” সচিনের এই পোস্ট এদিন নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ঝড় তোলে।
advertisement
advertisement
Well played Virat.
It took me 365 days to go from 49 to 50 earlier this year. I hope you go from 49 to 50 and break my record in the next few days.
Congratulations!!#INDvSA pic.twitter.com/PVe4iXfGFk— Sachin Tendulkar (@sachin_rt) November 5, 2023
advertisement
প্রসঙ্গত, এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপের মুহূর্তে ফের একবাপ ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন বিরাট কোহলি। ১১৯ বলে নিজের শতরান পূরণ করেন কোহলি। এদিন শতরান করে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করেননি বিরাট। অনেক বেশি ধীর-স্থির দেখিয়েছে কোহলিকে। আবেগ প্রবণ হয়ে পড়েন তিনি। ১০১ রান করে অপরাজিত থাকেন বিরাট। সচিনের শুভেচ্ছা পেয়ে খুশি কোহলি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2023 9:03 PM IST