বিশ্বকাপের পরেই বিয়ে! কলকাতায় এসে ৭ লাখ টাকার শেরওয়ানি কিনলেন বাবর আজম

Last Updated:

ICC World Cup 2023 Babar Azam bought a designer sherwani from Kolkata for 7 lakh rupees for wedding: কলকাতায় খানা-পিনা থেকে শপিং কোনও কিছুতেই খামতি রাখেনি পাক দল। সূত্রের খবর কলকাতায় এসে বিয়ের শপিং সেরে ফেলেছেন বাবর আজম। আর সাত লক্ষ টাকার শেরওয়ানি কিনে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন পাক অধিনায়ক।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলতে মাঝে কয়েক দিন কলকাতায় কাটিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। প্রতিযোগিতায় বাবর আজম-শাহিন আফ্রিদিদের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক না হলেও কলকাতায় খানা-পিনা থেকে শপিং কোনও কিছুতেই খামতি রাখেনি পাক দল। সূত্রের খবর কলকাতায় এসে বিয়ের শপিং সেরে ফেলেছেন বাবর আজম। আর সাত লক্ষ টাকার শেরওয়ানি কিনে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন পাক অধিনায়ক।
কলকাতায় খেলতে এসে এখানকার খাবারে মজেছেন অনেক বিদেশী ক্রিকেটারই। শপিংও কোনও নতুন বিষয় নয়। কিন্তু কলকাতা এতটাই পছন্দ হয়েছে যে এখান থেকে বিয়েক শপিং করেছেন কোনও বিদেশী ক্রিকেটার এমন উদাহরণ খুব একটা নেই। জানা গিয়েছে কলকাতার নামকরা ডিজাইনার সব্যসাচীর একটি ডিজাইনার শেরওয়ানি এতটাই পছন্দ হয়েছে বাবর আজমের যে তিনি তা কিনতে দাম নিয়ে দুবার ভাবেননি। ৭ লক্ষ টাকা দিয়ে সেই শেরওয়ানি কিনিছেন বাবর আজম।
advertisement
তবে শুধু শেরওয়ানি নয়, কয়েক লক্ষ টাকার গয়নাও কিনেছেন পাক অধিনায়ক। এছাড়া করেছেন অন্যান্য শপিংও। কলকাতায় আরও একটি ম্যাচ রয়েছে পাকিস্তানের। ১১ নভেম্বর ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাবররা। ফল সেই সময়ও আবার কয়েক দিন কলকাতায় থাকবে পাক দল। তখন আবার বাবর আজম সেটাই দেখার।
advertisement
advertisement
প্রসঙ্গত, চলতি বছরেঅ জীবনের ২২ নতুন ইনিংস শুরু করতে চলেছেন বাবর আজম। কয়েকদিন বাদেই বাবরের বিয়ে। তাঁর পরিবারের লোকজন তা নিয়ে তোড়জোর শুরু করে দিয়েছে। ফলে বিশ্বকাপের ফাঁকে বিয়ের বাজারটাও সেরে রাখলেন পাক অধিনায়ক।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপের পরেই বিয়ে! কলকাতায় এসে ৭ লাখ টাকার শেরওয়ানি কিনলেন বাবর আজম
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement