Mithali Raj, Women World Cup : বুধবার সামনে ইংল্যান্ড! লড়াই অনেক কঠিন হবে মানছেন মিতালি, ঝুলনরা

Last Updated:

Mithali Raj believes next match against England will be tough for India in ICC Women World Cup. ইংল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধের লক্ষ্যে স্মৃতি, ঝুলনরা। কঠিন পরীক্ষা ভারতীয় মেয়েদের

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধের লক্ষ্যে স্মৃতি, ঝুলনরা
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধের লক্ষ্যে স্মৃতি, ঝুলনরা
#হ্যামিলটন: ভারতের মহিলা ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলেও, উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ অধিনায়ক মিতালি রাজ। হাতে দুটো দিন সময়। তারপর বুধবার লড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে। এই ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৭ বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছিল ভারতের মেয়েদের। এবারের বিশ্বকাপে অবশ্য অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে হেরেছে ইংল্যান্ড।
কিন্তু তামসিন বেমন্ট, ন্যাট শিভার, হিদার নাইটদের মত ক্রিকেটার রয়েছে ইংল্যান্ড দলে। তাই তাদের হালকা করে দেখার জায়গায় নেই ভারত। নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় পেয়েছিল ভারত। পরের ম্যাচে আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬২ রানে হারের জেরে বেশ চাপে পড়ে গিয়েছিলেন মিতালি রাজরা।
advertisement
advertisement
তৃতীয় ম্যাচে শনিবার তাঁরা মুখোমুখি হন ওয়েস্ট ইন্ডিজ। যারা তাদের প্রথম দুটি ম্যাচে জয়ের পরে ভারতের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে হার মানে ভারতের জন্য কার্যত বিশ্বকাপের অভিযান শেষ হয়ে যেত। তবে ম্যাচে স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কৌরের অসাধারণ শতরানে ভর করে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে দল। ম্যাচ শেষে অধিনায়িক মিতালি রাজ জানিয়ে দিলেন এর থেকে আর বেশি তিনি কী বা চাইতে পারেন!
advertisement
সতীর্থাদের 'স্পেশাল' পারফরম্যান্সকে কুর্নিশ জানান তিনি। মিতালি বলেন যে পারফরম্যান্স আমরা করেছি তার থেকে আর ভাল কী আমি চাইতে পারি! ম্যাচে মেয়েদের মধ্যে আমি নার্ভাস এনার্জি কাজ করতে দেখেছি। আজকের ম্যাচ জিততে স্পেশাল এফর্ট দরকার ছিল। দু'টি ম্যাচে জিতে এই ম্যাচে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। আমরা বড় ব্যবধানের আগের ম্যাচ হারের পরে নেমেছিলাম।
advertisement
মিতালি আরও যোগ করেন আমাদের ধারাবাহিক হতে হবে। কারণ পরের ম্যাচের ভেন্যু এবং বিপক্ষ দুই আলাদা। আমাদের পরিকল্পনা ও ম্যাচ অনুযায়ী বদলাবে। নবীন ক্রিকেটারদের দলে উপস্থিতি সবসময় খুব ভাল। ম্যাচে আমরা যেভাবে বলটা করতে চেয়েছি তা করতে পারিনি। অনেক বেশি শর্ট বল করেছি। হরমন এবং স্মৃতি দুজনেই অসাধারণ ব্যাট করেছে। আমাদের হয়ে যে শুরুটা ওরা করেছিল তা অসাধারণ।
advertisement
অবশ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই অনেক বেশি কঠিন হবে মনে করেন মিতালি। লম্বা ইনিংস খেলতে না পারলেও ওপেনিংয়ে যস্তিকা ভাটিয়া বেশ আক্রমনাত্মক মনে করেন মিতালি। এছাড়া ঝুলন গোস্বামী দুর্দান্ত রেকর্ড স্পর্শ করায় দলের আত্মবিশ্বাস আরো বেড়েছে।
বাংলা খবর/ খবর/খেলা/
Mithali Raj, Women World Cup : বুধবার সামনে ইংল্যান্ড! লড়াই অনেক কঠিন হবে মানছেন মিতালি, ঝুলনরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement