ICC World Cup: ঘোষিত হল আইসিসি ২০২৫ বিশ্বকাপের সূচি, কবে-কোথায় খেলা? জানুন বিস্তারিত

Last Updated:

ICC Women World Cup 2025: ২০২৫ সালের মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। ১২ বছর পর ভারত আবারও মহিলা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে।

News18
News18
২০২৫ সালের মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। ১২ বছর পর ভারত আবারও মহিলা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। শুরুতে শুধুমাত্র ভারত আয়োজক থাকলেও, পরবর্তীতে শ্রীলঙ্কার কলম্বো শহরকেও ভেন্যু হিসেবে যুক্ত করা হয়েছে।
পাকিস্তান ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় আইসিসি টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেল প্রয়োগ করেছে। এই মডেলের অধীনে কিছু ম্যাচ কলম্বোতে অনুষ্ঠিত হবে, যাতে পাকিস্তান অংশ নিতে পারে। এর আগে, এশিয়া কাপে একই মডেল অনুসরণ করে ভারত দুবাইয়ে তাদের ম্যাচ খেলেছিল। আইসিসি এই ব্যবস্থায় কলম্বোকে অন্তর্ভুক্ত করেছে যাতে সব দল অংশগ্রহণ নিশ্চিত করতে পারে।
advertisement
বিশ্বকাপের ম্যাচগুলো বেঙ্গালুরু, গুয়াহাটি, ইন্দোর, বিশাখাপত্তনম এবং কলম্বোতে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হবে। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর গুয়াহাটি অথবা কলম্বোতে এবং দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি ২ নভেম্বর বেঙ্গালুরু অথবা কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
স্বাগতিক ভারত ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। এপ্রিল মাসে ছয় দলের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শীর্ষ দুইয়ে স্থান করে নিয়ে পাকিস্তান ও বাংলাদেশ মূল পর্বে জায়গা করে নেয়। সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টুর্নামেন্টে ফেবারিট হলেও, ভারত এবার প্রথমবার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। দলে স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌরের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি ভারতের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।
বাংলা খবর/ খবর/খেলা/
ICC World Cup: ঘোষিত হল আইসিসি ২০২৫ বিশ্বকাপের সূচি, কবে-কোথায় খেলা? জানুন বিস্তারিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement