ভ্রাতৃদ্বিতীয়ায় গাছের কপালে ফোঁটা! হাওড়ায় পালিত হল ২০ বছরেরও বেশি প্রাচীন প্রথা, কেন এমন আয়োজন হয় জানেন?
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Bhai Phota 2025: ভাইফোঁটায় গাছকেই ভাই রূপে ফোঁটা দেওয়া হল। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে পালিত হয়ে আসছে এই প্রথা। জেনে নিন এই অভিনব আয়োজনের কারণ।
হাওড়া, রাকেশ মাইতিঃ সবুজের আহ্বানে হাওড়ার তেলকলঘাটে গাছ-ভাইফোঁটার অভিনব উদ্যোগ! পরিবেশ রক্ষার বার্তা ছড়াতেই জেলায় এই অনন্য আয়োজন। ভাইফোঁটায় এবার গাছকেই ভাই রূপে ফোঁটা দেওয়া হল। সেই সঙ্গেই গাছকে নিজের পরিবারের সদস্যের মতো ভালোবাসা ও রক্ষা করার অঙ্গীকার বোনেদের।
এদিন পরিবেশ সংস্থার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বহু নারী। প্রত্যেকে একটি করে গাছের কাণ্ডে ফোঁটা দেন, রাখি বেঁধে বলেন, ‘তুমি আমাদের প্রাণের ভাই, তোমাকে রক্ষা করাই আমাদের কর্তব্য।’ সবুজ রক্ষার অঙ্গীকার নিয়ে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে পালিত হয়ে আসছে এই প্রথা। স্থানীয় পরিবেশ সংস্থার সদস্যরা জানান, গাছই প্রকৃত রক্ষাকবচ, গাছকে ভালোবাসা মানে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা।
advertisement
আরও পড়ুনঃ পরিত্যক্ত প্রাসাদে ঘুরে বেড়াচ্ছে অশরীরি! হাওড়া কলাবাগানের গাছে দোল খাচ্ছে ভুতের ছানা?
এই কর্মসূচির আয়োজক বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। গাছই আমাদের প্রকৃত রক্ষাকবচ। এই উদ্যোগ শুধু প্রতীক নয়, পরিবেশ বাঁচানোর আন্দোলনের এক জীবন্ত দৃষ্টান্ত বলে জানান তিনি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভাইফোঁটার দিন সবুজায়নের আহ্বানে সকলে মিলে গাছ লাগান এবং তার যত্ন নেওয়ার অঙ্গীকার করেন। আয়োজকদের মতে, ক্রমবর্ধমান দূষণ ও তাপমাত্রা বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করতে প্রত্যেক মানুষেরই উচিত অন্তত একটি গাছ লাগিয়ে বড় করে তোলা। তেলকলঘাটে গাছ-ভাইফোঁটার এই অনন্য দৃশ্য এলাকার সাধারণ মানুষকে আকর্ষণ করেছে। একইসঙ্গে এদিন বোনফোঁটার আয়োজনও করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
October 23, 2025 3:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভ্রাতৃদ্বিতীয়ায় গাছের কপালে ফোঁটা! হাওড়ায় পালিত হল ২০ বছরেরও বেশি প্রাচীন প্রথা, কেন এমন আয়োজন হয় জানেন?