'ছোট সচিন' বলত লোকে, ৫ বছরে কেরিয়ার শেষ! আইপিএলে কেউ নিল না তাঁকে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Prithwi Shaw- মুম্বই রনজি দল থেকে বাদ পড়েছেন পৃথ্বী। আইপিএলে আনসোল্ড। এবার কি ভারতীয় ক্রিকেট থেকেই মুছে যাবে পৃথ্বী শ-য়ের নাম সোমবার (২৫ নভেম্বর) পৃথ্বীর জীবনের অন্যতম কঠিন দিন ছিল। কারণ জেড্ডায় আইপিএল নিলামে তিনি দল পাননি।
মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। তবু অনেকে বলছেন প্রতিভার অপমৃত্যু! পৃথ্বী শ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর মেগা নিলামে দলই পেলেন না। যে ক্রিকেটারকে একসময় আইসিসি পরবর্তী সচিন তেন্ডুলকর বলেছিল, যাঁকে লোকে ছোট সচিন বলে ডাকত, তার কেরিয়ার ৫ বছরে শেষ!
মুম্বই রনজি দল থেকে বাদ পড়েছেন পৃথ্বী। আইপিএলে আনসোল্ড। এবার কি ভারতীয় ক্রিকেট থেকেই মুছে যাবে পৃথ্বী শ-য়ের নাম সোমবার (২৫ নভেম্বর) পৃথ্বীর জীবনের অন্যতম কঠিন দিন ছিল। কারণ জেড্ডায় আইপিএল নিলামে তিনি দল পাননি। ভারতের ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক পৃথ্বীকে ভারতীয় ক্রিকেটের পরবর্তী তারকা হিসেবে দেখা হত।
advertisement
আরও পড়ুন- দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলে বড় ধাক্কা! খেলবেন না তারকা ব্যাটার! জানুন বিশদে
৬ বছর আগে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার পর তাঁর কাছ থেকে প্রত্যাশা বেড়ে গিয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পৃথ্বী শকে পরবর্তী সচীন তেন্ডুলকর আখ্যা দিয়ে একটি ভিডিও তৈরি করেছিল। আইপিএল মেগা নিলামে তাঁর নাম দুবার উঠেছিল। ৭৫ লাখ টাকা বেস প্রাইজ থাকা সত্ত্বেও তার জন্য বিড হয়নি। এক টেবিলে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অন্য টেবিলে রাহুল দ্রাবিড়। আশিস নেহরা, পার্থিব প্যাটেল, জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং, স্টিফেন ফ্লেমিং এবং ড্যানিয়েল ভেট্টোরিও বিডিংয়ে আগ্রহী ছিলেন পৃথ্বীকে নিয়ে।
advertisement
advertisement
আরও পড়ুন- অধিনায়ক বাছা হয়ে গিয়েছে কেকেআরের! দৌড়ে এগিয়ে কে? জবাব দিল নাইট ম্যানেজমেন্ট
সচিন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলির ভারতীয় ক্রিকেটে আগমন প্রায় একসঙ্গে। ঘরোয়া ক্রিকেটে বিশাল রান করেন দুজনেই। টিম ইন্ডিয়ায় খেলেন। সচিন শৃঙ্খলা এবং অধ্যবসার জোরে এগিয়ে যান। ওদিকে কাম্বলির উজ্জ্বল কেরিয়ারকে ধ্বংস হয়ে যায় কমদিনেই। পৃথ্বী শ-এর অবস্থাও একই রকম। ভারতীয় দলে জায়গা করে নেওয়ার পর শৃঙ্খলার অভাব ও বেহিসাবি জীবন যাপনের জেরে তাঁর কেরিয়ার এখন শেষের দিকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2024 2:39 PM IST