ICC T20 World Cup: Ind vs Pak: নতুন ছাঁদে Mauka Mauka, দুরন্ত গতিতে Viral Video
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে (ICC T20 World Cup) দুই বছর বাদে বিরাট কোহলি (Virat Kohli) এন্ড কোং খেলবে বাবর আজমের (Babar Azam) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে৷
#কলকাতা: খেলার মাঠে স্লোগান বিষয়টা নিঃসন্দেহে বাড়তি জোশ দেয়৷ যে কোনও ধরণের খেলাতেই ফ্যানরা যখন নিজেদের পছন্দের স্লোগান দেন তা নিঃসন্দেহেই অ্যাড্রিনালিন পাম্প আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়৷ আজ টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup ) মেগা ম্যাচ৷ মুখোমুখি টক্করে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ৷ দুবাইতে এই মেগা ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় জোর ভাইরাল মওকা মওকা (Mauka Mauka) বিজ্ঞাপন৷ আর এই ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে ভারত ও পাকিস্তান দুই দলের ফ্যানদের মধ্যেই কথা কাটাকাটি তুঙ্গে৷
টি টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল নিজেদের হট ফেভারিট মওকা মওকা ট্যাগলাইনকেই এবারের ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের জন্য ব্যবহার করেছে৷ যদিও এবারের ভিডিওতে নতুন ট্যুইস্টও আছে৷ একটি বাচ্চা ছেলে ও মেয়ে স্কুলে রয়েছে৷ সেখানে তাদের শূন্যের ধারণা দেওয়া হচ্ছে৷ আর সেখানেই মেয়েটি ছেলেটিকে বোঝাচ্ছে তাঁর বাবাই শূন্যের ধারণা দিয়েছে৷ ছেলেটির বাবা আসলে আসলে পাকিস্তানি ফ্যান৷ এখনও অবধি ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) লড়াইতে এখনও অবধি ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান৷ তাই এইক্ষেত্রে তাদের স্কোর শূন্য৷
advertisement
আরও পড়ুন - ICC T20 World Cup: Ind vs Pak: স্বামী দলে নেই, তবুও হঠাৎ তুমুল নাচ কেন, ক্রিকেটার পত্নীর Viral Video
advertisement
এই মওকা মওকা ভিডিওতকে ভিত্তি করে ফ্যানরাও নিজেদের মতো করে ভিডিও বানাচ্ছেন৷ এই মওকা মওকা (Mauka Mauka) ভিডিও সিরিজ স্টার স্পোর্টস লঞ্চ করেছিল ২০১৫ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের ( ICC T20 World Cup ) সময় থেকে৷ তখন থেকেই ভাইরাল ভিডিও (Viral Video) এই বিজ্ঞাপনের ক্যাম্পেন৷
advertisement
Zero ko India ne invent zaroor kiya hai, magar har #MaukaMauka par use karne wale toh... 😉
Find out if a #MaukePeChhakka is on the cards with #INDvPAK: ICC #T20WorldCup, Oct 24 | Broadcast: 7PM, Match starts: 7:30 PM | Star Sports & Disney+Hotstar#LiveTheGame pic.twitter.com/VgYuejL6ME — Star Sports (@StarSportsIndia) October 23, 2021
advertisement
দুটি দলই নিজেদের সুপার ১২ অভিযান শুরু করছে একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে৷ টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2021 ) ক্রিকেট ফ্যানদের জন্য সবচেয়ে পছন্দের ম্যাচ খেলেছে৷
advertisement
দুই বছর বাদে বিরাট কোহলি (Virat Kohli) এন্ড কোং খেলবে বাবর আজমের (Babar Azam) পাকিস্তানের বিরুদ্ধে৷ বিশ্বকাপে আরও একবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড অক্ষুন্ন রাখতে পারে কিনা সেটাই দেখার৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2021 12:50 PM IST