ICC T20 World Cup: Ind vs Pak: নতুন ছাঁদে Mauka Mauka, দুরন্ত গতিতে Viral Video

Last Updated:

টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে (ICC T20 World Cup) দুই বছর বাদে বিরাট কোহলি (Virat Kohli) এন্ড কোং খেলবে বাবর আজমের (Babar Azam) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে৷

ICC T20 World Cup: watch new mauka mauka viral video gets hilarious new twist before Ind vs Pak match- Photo Courtesy- Star Sports / Twitter Video Grab
ICC T20 World Cup: watch new mauka mauka viral video gets hilarious new twist before Ind vs Pak match- Photo Courtesy- Star Sports / Twitter Video Grab
#কলকাতা: খেলার মাঠে স্লোগান বিষয়টা নিঃসন্দেহে বাড়তি জোশ দেয়৷ যে কোনও ধরণের খেলাতেই ফ্যানরা যখন নিজেদের পছন্দের স্লোগান দেন তা নিঃসন্দেহেই অ্যাড্রিনালিন পাম্প আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়৷ আজ টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup  ) মেগা ম্যাচ৷ মুখোমুখি টক্করে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ৷ দুবাইতে এই মেগা ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় জোর ভাইরাল মওকা মওকা (Mauka Mauka) বিজ্ঞাপন৷ আর এই ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে ভারত ও পাকিস্তান দুই দলের ফ্যানদের মধ্যেই কথা কাটাকাটি তুঙ্গে৷
টি টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল নিজেদের হট ফেভারিট মওকা মওকা ট্যাগলাইনকেই এবারের ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের জন্য ব্যবহার করেছে৷ যদিও এবারের ভিডিওতে নতুন ট্যুইস্টও আছে৷ একটি বাচ্চা ছেলে ও মেয়ে স্কুলে রয়েছে৷ সেখানে তাদের শূন্যের ধারণা দেওয়া হচ্ছে৷ আর সেখানেই মেয়েটি ছেলেটিকে বোঝাচ্ছে তাঁর বাবাই শূন্যের ধারণা দিয়েছে৷ ছেলেটির বাবা আসলে আসলে পাকিস্তানি ফ্যান৷ এখনও অবধি ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) লড়াইতে এখনও অবধি ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান৷ তাই এইক্ষেত্রে তাদের স্কোর শূন্য৷
advertisement
advertisement
এই মওকা মওকা ভিডিওতকে ভিত্তি করে ফ্যানরাও নিজেদের মতো করে ভিডিও বানাচ্ছেন৷ এই মওকা মওকা (Mauka Mauka) ভিডিও সিরিজ স্টার স্পোর্টস লঞ্চ করেছিল ২০১৫ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের ( ICC T20 World Cup ) সময় থেকে৷ তখন থেকেই ভাইরাল ভিডিও (Viral Video) এই বিজ্ঞাপনের ক্যাম্পেন৷
advertisement
advertisement
দুটি দলই নিজেদের সুপার ১২ অভিযান শুরু করছে একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে৷ টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2021 ) ক্রিকেট ফ্যানদের জন্য সবচেয়ে পছন্দের ম্যাচ খেলেছে৷
advertisement
দুই বছর বাদে বিরাট কোহলি (Virat Kohli) এন্ড কোং খেলবে বাবর আজমের  (Babar Azam) পাকিস্তানের বিরুদ্ধে৷  বিশ্বকাপে আরও একবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড অক্ষুন্ন রাখতে পারে কিনা সেটাই দেখার৷
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup: Ind vs Pak: নতুন ছাঁদে Mauka Mauka, দুরন্ত গতিতে Viral Video
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement