#কলকাতা: ২০০৭ সালে- এখনও সকলের মনে দগদগে হয়ে আছে ক্ষতটা৷ বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ডেই মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় ক্রিকেট দল৷ তার ধাক্কা শুধু বাইশ গজে পড়েছিল বা সমর্থকদের মন খারাপ হয়েছিল তা নয়৷ এর মারাত্মক আঘাত ছড়িয়েছিল আরও বড় স্তরে৷ ভারত ছিটকে যাওয়ায় মানুষজন রাগে টিভি বন্ধ করতে শুরু করেছিল৷ রাগের ও বিরক্তির সেই প্রকাশের ধাক্কা সরাসরি হিট করেছিল টুর্নামেন্টের ফিনান্স কমে গিয়েছিল৷
সম্প্রচারকারী চ্যানেলের বিজ্ঞাপন থেকে রাজস্বও গিয়েছিল তলানিতে৷ একাধিক বিজ্ঞাপনী সংস্থা যাঁরা আগের থেকে স্লট বুক করেছিল তারা টাকা ফেরত থেকে টাকার পরিমাণ কমানো এরকম নানা প্রস্তাব দিচ্ছিলেন৷
আরও পড়ুন - কেলেঙ্কারির একশেষ! টয়লেটের জলই পান করতেন রোগী থেকে কর্মী ‘এই’ হাসপাতালে
এবার সেই ক্ষতির ছায়া ফের একবার টি টোয়েন্টি বিশ্বকাপে৷ ভারতীয় ফ্যানদের হৃদয় ভাঙে যখন নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচে জিতে যায় কিউয়িরা৷ ফলে ভারতীয়দের এবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শেষ হয়ে যায়৷ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে হারতে হয় ভারতকে৷ আর সেই ধাক্কার চেয়েও বড় ধাক্কা হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপেই ভারতের অভিযান শেষ হয়ে যাওয়ায়৷
আরও পড়ুন - ICC T20 World Cup: সানিয়ার সঙ্গে শোয়েবের বিয়ে কি ভাঙছে, আয়েশার সঙ্গে উষ্ণ ফটো ভাইরাল
টি টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতের অধিনায়ক হিসেবে বিরাট কোহলির পর্বের শেষ হয়ে গেল, কিন্তু এর সঙ্গে বড় ক্ষতির সামনে আইসিসি, বিজ্ঞাপনদাতা সংস্থা, দুবাই টুরিজিম ও সম্প্রচারকারী সংস্থা৷
২০১৯ -র বিশ্বকাপ ইংল্যান্ড বৃষ্টি বিঘ্নিত হওয়ায় বাজার ভালো হয় নি আইসিসি-র এদিকে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ থেকে দেদার রোজগার সেরে নিয়েছিল সম্প্রচারকারী সংস্থা৷ সেই ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনী স্লটের দাম ছিল ২৫ লক্ষ টাকা, লাভ হয়েছিল ১০০ কোটি টাকার বেশি৷
এমনিতে ইংল্যান্ড বিশ্বকাপে আইসিসি বেশি লাভ করতে পারেনি। বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার জন্য ২০১৯ বিশ্বকাপে বিজ্ঞাপনী মহল থেকে খুব বেশি আয় করতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সর্বভারতীয় সংবাদ সংস্থা টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ি এক কর্মকর্তা জানিয়েছেন ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ হলে যে উন্মাদনা থাকে সেটার ধারেকাছে নেই আমিরশাহি৷
সব ঠিক করে এগোলে ভারত বনাম পাকিস্তান ফাইনাল হওয়ার সম্ভবনা ছিল৷ সেই ধরে বিজ্ঞাপন রেট উঠবে অনলাইন কিম্বা টিভি ভিউয়ারশিপেও নতুন নজির হবে এমনটা মনে হয়েছিল৷ কিন্তু সে সব আশায় জল৷ এখন যে সব স্লটে বুকিং হয়নি সেখানে রেট অনেক কম দিচ্ছে বিজ্ঞাপনদাতা সংস্থা৷
সম্প্রচারকারী সংস্থা যেখানে এভাবে ধাক্কা খাবে সেখানে আইসিসি-র ক্ষতি হবে কোটি কোটি রেভিনিউতে৷ পাশাপাশি দুবাই টুরিজম ক্ষতিগ্রস্ত হবে কারণ ভারত ফাইনালে উঠলে প্রচুর মানুষ সেখানে পৌঁছতেন আর সেখানেই খেলা দেখতেন৷ এখন আর সেখানে সেই উদ্দেশ্যে কেউ পাড়ি জমাবেন না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।