কেলেঙ্কারির একশেষ! টয়লেটের জলই পান করতেন রোগী থেকে কর্মী ‘এই’ হাসপাতালে

Last Updated:

একদিন বা দু দিনের জন্য নয় একেবারে ৩০ বছর ধরে এই জল (Water) খাচ্ছিল হাসপাতালের কর্মচারী এমনকি রোগীরাও৷

Hospital in Japan used toilet water for drinking- Photo-Representative
Hospital in Japan used toilet water for drinking- Photo-Representative
#টোকিও: প্রচণ্ড ভয়ানক খবর  সামনে এল, যা শুনে মাথার চুল খাড়া হয়ে যাবে৷ জাপানের (Japan) হাসপাতালে (Hospital) নাকি অ্যাক্সিডেন্টালি বাথরুমের (Toilet) জল (Water) খাওয়া হচ্ছিল৷ আর একদিন বা দু দিনের জন্য নয় একেবারে ৩০ বছর ধরে এই জল (Water) খাচ্ছিল হাসপাতালের কর্মচারী এমনকি রোগীরাও৷
জাপানের নিউজ আউটলেট Yomiuri Shimbun -প্রকাশিত ২০ অক্টোবরের খবর অনুযায়ি জাপানের (Japan) বিশেষ কিছু অঞ্চলের স্কুল ডিপার্টমেন্টে জলের পাইপ সঠিক ভাবে বসানো নেই, অর্থাৎ পানীয় জলের কানেকশনের সঙ্গে টয়লেটের (Bathroom) কানেকশন যুক্ত হয়ে গিয়েছিল৷ এই ঘটনা আরও বাড়তি দৃষ্টি আকর্ষণ করে কারণ এখানের একটি হাসপাতাল যা ১৯৯৩ সালে তৈরি হয়েছিল তার ১২০ টি কলও এই কানেকশনের আওতায় রয়েছে৷
advertisement
advertisement
এই দীর্ঘ সময় ধরে হাসপাতালে কর্মীরা, রোগীরা এই জলই পান করে, পরিষ্কার করে এবং গার্গলও করে৷ এই ঘটনাটি সকলের অজান্তেই এতদিন হয়ে যাচ্ছিল৷ এই ঘটনা ধরা পড়ে যথন নতুন রোগ নির্ণায়ক এবং চিকিৎসার জন্য বিল্ডিং তৈরি হওয়ার কথা শুরু হয়৷ এই বিল্ডিং তৈরির ইন্সপেকশনের সময়ে এই ঘটনাটি খুঁজে পাওয়া যায়৷
advertisement
 রিপোর্ট অনুযায়ি এই হাসপাতালে জলের রঙ, গন্ধ, স্বাদ প্রতি সপ্তাহেই পরীক্ষা করে দেখা হয়৷ ২০১৪ থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ি এতে কোনও সমস্যাই ছিল না৷ বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ি কোনওরকম শারীরিক অসুবিধার কোনও প্রমাণ কখনও পাওয়া যায়নি৷ সাংবাদিক সম্মেলনে ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট কাজুহিকো নাকাতানি এই বাথরুমের জল ব্যবহার করার জন্য ক্ষমা চেয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘আমি খুবই দুঃখিত এই বিশ্ববিদ্যালয় হাসপাতাল যেখানে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাওয়া যায় তা সকলের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল৷
advertisement
তিনি আশ্বাস দিয়েছে এখানের ১০৫ টি  বিল্ডিংয়ে জল পরিশ্রুত হয় ,এবং স্কুলেরও  জলের পাইপের কানেকশন চেক করা হবে৷
এই ঘটনা ঘটার খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে৷ প্রচুর মানুষের মধ্যে এর জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
কেলেঙ্কারির একশেষ! টয়লেটের জলই পান করতেন রোগী থেকে কর্মী ‘এই’ হাসপাতালে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement