#টোকিও: প্রচণ্ড ভয়ানক খবর সামনে এল, যা শুনে মাথার চুল খাড়া হয়ে যাবে৷ জাপানের (Japan) হাসপাতালে (Hospital) নাকি অ্যাক্সিডেন্টালি বাথরুমের (Toilet) জল (Water) খাওয়া হচ্ছিল৷ আর একদিন বা দু দিনের জন্য নয় একেবারে ৩০ বছর ধরে এই জল (Water) খাচ্ছিল হাসপাতালের কর্মচারী এমনকি রোগীরাও৷
জাপানের নিউজ আউটলেট Yomiuri Shimbun -প্রকাশিত ২০ অক্টোবরের খবর অনুযায়ি জাপানের (Japan) বিশেষ কিছু অঞ্চলের স্কুল ডিপার্টমেন্টে জলের পাইপ সঠিক ভাবে বসানো নেই, অর্থাৎ পানীয় জলের কানেকশনের সঙ্গে টয়লেটের (Bathroom) কানেকশন যুক্ত হয়ে গিয়েছিল৷ এই ঘটনা আরও বাড়তি দৃষ্টি আকর্ষণ করে কারণ এখানের একটি হাসপাতাল যা ১৯৯৩ সালে তৈরি হয়েছিল তার ১২০ টি কলও এই কানেকশনের আওতায় রয়েছে৷
আরও পড়ুন - ICC T20 World Cup: সানিয়ার সঙ্গে শোয়েবের বিয়ে কি ভাঙছে, আয়েশার সঙ্গে উষ্ণ ফটো ভাইরাল
এই দীর্ঘ সময় ধরে হাসপাতালে কর্মীরা, রোগীরা এই জলই পান করে, পরিষ্কার করে এবং গার্গলও করে৷ এই ঘটনাটি সকলের অজান্তেই এতদিন হয়ে যাচ্ছিল৷ এই ঘটনা ধরা পড়ে যথন নতুন রোগ নির্ণায়ক এবং চিকিৎসার জন্য বিল্ডিং তৈরি হওয়ার কথা শুরু হয়৷ এই বিল্ডিং তৈরির ইন্সপেকশনের সময়ে এই ঘটনাটি খুঁজে পাওয়া যায়৷
এই ঘটনা ঘটার খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে৷ প্রচুর মানুষের মধ্যে এর জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।