Hardik Pandya: নেটে জোরকদমে অনুশীলন হার্দিকের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কি তিনি খেলতে পারবেন ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Hardik Pandya Fitness Update: নেটে হার্দিক বোলিং করার পর ব্যাট করতে এসে যে ভাবে পুল শট খেলছিলেন, সেটা দেখে প্রত্যেকে অনেকটাই নিশ্চিত যে পিঠের সমস্যা তাঁর আর নেই।
আবু ধাবি: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এখন কতটা ফিট ? রবিবার তিনি কি খেলবেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ? এই সব প্রশ্ন গত রবিবারের পর থেকেই উঠছে ৷ আপাতত যা খবর, নেটে এখন ভালোমতোই অনুশীলনে নেমে পড়েছেন হার্দিক পান্ডিয়া ৷ বোলিং ১০ মিনিটের মতো করলেও ব্যাটিং প্র্যাকটিস চলছে পুরোদমে ৷ মেন্টর ধোনির (MS Dhoni) পরামর্শে নেটে আলাদাভাবে ব্যাটিং অনুশীলনও করেছেন হার্দিক (Hardik Pandya Fitness) ৷
হার্দিক পান্ডিয়াকে ম্যাচে খেলালে শুধু ব্যাটসম্যান নয় ৷ টিম চাইবে তিনি বলও করুন ৷ কারণ তাহলেই একজন অতিরিক্ত বোলারের অপশন হাতে থাকবে টিম ইন্ডিয়ার কাছে ৷ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে যে অভাব ভালোমতোই টের পাওয়া গিয়েছিল ৷ অধিনায়ক বিরাটের হাতে ছিল না কোনও বিকল্প বোলার ৷ বোর্ডের অন্দরমহলের খবর, বৃহস্পতিবারের অনুশীলনের পর হার্দিকের উন্নতি দেখে খুশি টিম ম্যানেজমেন্ট।
advertisement
advertisement
■■■■■■■■■■■□□□ LOADING@hardikpandya7 | #TeamIndia | #T20WorldCup pic.twitter.com/hlwtrGDfNR
— BCCI (@BCCI) October 28, 2021
সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, আগে বোলিং করতে গেলে হার্দিকের পিঠের পেশি শক্ত হয়ে যাচ্ছিল। কিন্তু সেই সমস্যা এখন প্রায় নেই বললেই চলে। হেড কোচ রবি শাস্ত্রী থেকে শুরু করে মেন্টর ধোনি, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, প্রত্যেকেই নেটে হার্দিককে আলাদা ভাবে সময় দিয়েছেন ৷ সবার চোখই এখন টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডারের দিকেই ৷
advertisement
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বিরাটদের কাছে মরণ-বাঁচনের ম্যাচ হতে চলেছে ৷ কারণ ওই ম্যাচ যে দলই হারবে, গ্রুপ বি থেকে সেমিফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে তারা ৷ বলা যেতে পারে, হারলেই শেষ চারে যাওয়ার আশা শেষ ৷ তাই ওই ম্যাচে কোনও ঝুঁকি না নিয়ে নিজেদের সেরা প্রথম একাদশের খোঁজেই কোহলি ব্রিগেড ৷
advertisement
নেটে হার্দিক বোলিং করার পর ব্যাট করতে এসে যে ভাবে পুল শট খেলছিলেন, সেটা দেখে প্রত্যেকে অনেকটাই নিশ্চিত যে পিঠের সমস্যা তাঁর আর নেই। কারণ না হলে এই ধরনের শট তিনি খেলতে পারতেন না ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2021 7:34 AM IST