Video: ইন্টারভিউ দিচ্ছিলেন Hardik Pandya, মধ্যিখানে ঢুকে পড়ল সে...দেখুন ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (T20 World Cup 2021) আগে ইন্টারভিউ দিচ্ছিলেন৷ সেই সময়েই স্টুডিওতে ভারতীয় দলের নতুন জার্সি পরে ইন্টারভিউ দেওয়ার প্রস্তুতি চলছিল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)৷
#দুবাই : ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আশ্চর্যচকিত হয়ে গেলেন৷ এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলার জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল৷ সেখানেই দলের সঙ্গে রয়েছেন তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়াও৷ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (T20 World Cup 2021) আগে ইন্টারভিউ দিচ্ছিলেন৷ সেই সময়েই স্টুডিওতে ভারতীয় দলের নতুন জার্সি পরে ইন্টারভিউ দেওয়ার প্রস্তুতি চলছিল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)৷ সেখানেই হঠাৎ করে এক খুদে ঢুকে পড়ে৷
সে আর কেউ নয়, হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ছেলে অগস্ত্য৷ বাবাকে ক্যামেরার সামনে বসতে দেখে সে বাবা-বাবা বলে দৌড়ে সেখানে চলে যায়৷ হার্দিকও ছেলেকে দেখে আপ্লুত হয়ে যায়৷ আসলে বাবা ও সন্তানের সম্পর্ক একেবারে অনবদ্য এই ভিডিওতে সেটাই দেখা যাচ্ছে৷ এই অপূর্ব ভালোবাসার মুহূর্তটি নিজেদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে বিসিসিআই৷
advertisement
ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে তাতে হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়া (Indian Cricket Team) টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের (T20 World Cup 2021) জার্সি পরে রয়েছেন৷ তিনি ইন্টারভিউ দেওয়ার জন্য বসে রয়েছেন৷ লাইটস-ক্যামেরাও দেখা যাচ্ছে৷ হার্দিক পান্ডিয়া আইপিএলে মুম্বইয়ের জার্সিতে খেলেন৷ এখন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি সারছিলেন৷
advertisement
advertisement
দেখে নিন সেই কিউট ভিডিও (Video) ৷
That awwdorable moment when papa @hardikpandya7 had a surprise visitor during his interview. 🎤😊👨👦🎥 #T20WorldCup pic.twitter.com/Yy8RcNPbPp
— BCCI (@BCCI) October 18, 2021
ভারতীয় ক্রিকেট দল সোমবার দুবাইতে আইসিসি অ্যাকাডেমি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ার্মআপ ম্যাচ খেলছে৷ এই ম্যাচে হার্দিক পান্ডিয়া বোলিং করতে দেখা যেতে পারে৷ তিনি লম্বা সময় ধরে বোলিং করছেন না৷ যা সকলের চিন্তার বিষয় হয়ে রয়েছে৷ তাঁর প্লেয়িং ইলেভেনে থাকা না থাকাও এই মুহূর্তে প্রশ্নের সামনে৷ অনেকেই মনে করছেন যদি তিনি বোলিং না করেন তাহলে তাঁর প্রথম একাদশে থাকা নিয়ে অনেক সংশয় আছে৷
advertisement
উল্লেখযোগ্য যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে (ICC T20 World Cup ) ভারত প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে৷ ২৪ অক্টোবর সেই ম্যাচ হবে৷ এই ম্যাচ দুবাই ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2021 7:35 PM IST