Video: ইন্টারভিউ দিচ্ছিলেন Hardik Pandya, মধ্যিখানে ঢুকে পড়ল সে...দেখুন ভিডিও

Last Updated:

টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (T20 World Cup 2021) আগে ইন্টারভিউ দিচ্ছিলেন৷ সেই সময়েই স্টুডিওতে ভারতীয় দলের নতুন জার্সি পরে ইন্টারভিউ দেওয়ার প্রস্তুতি চলছিল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)৷

watch cute video when papa hardik pandya had a surprise visitor
watch cute video when papa hardik pandya had a surprise visitor
#দুবাই : ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আশ্চর্যচকিত হয়ে গেলেন৷ এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলার জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল৷ সেখানেই দলের সঙ্গে রয়েছেন তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়াও৷ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (T20 World Cup 2021) আগে ইন্টারভিউ দিচ্ছিলেন৷ সেই সময়েই স্টুডিওতে ভারতীয় দলের নতুন জার্সি পরে ইন্টারভিউ দেওয়ার প্রস্তুতি চলছিল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)৷ সেখানেই হঠাৎ করে এক খুদে ঢুকে পড়ে৷
সে আর কেউ নয়, হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ছেলে অগস্ত্য৷ বাবাকে ক্যামেরার সামনে বসতে দেখে সে বাবা-বাবা বলে দৌড়ে সেখানে চলে যায়৷ হার্দিকও ছেলেকে দেখে আপ্লুত হয়ে যায়৷ আসলে বাবা ও সন্তানের সম্পর্ক একেবারে অনবদ্য এই ভিডিওতে সেটাই দেখা যাচ্ছে৷ এই অপূর্ব ভালোবাসার মুহূর্তটি নিজেদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে বিসিসিআই৷
advertisement
ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে তাতে হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়া (Indian Cricket Team) টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের (T20 World Cup 2021) জার্সি পরে রয়েছেন৷ তিনি ইন্টারভিউ দেওয়ার জন্য বসে রয়েছেন৷ লাইটস-ক্যামেরাও দেখা যাচ্ছে৷ হার্দিক পান্ডিয়া আইপিএলে মুম্বইয়ের জার্সিতে খেলেন৷ এখন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি সারছিলেন৷
advertisement
advertisement
দেখে নিন সেই কিউট ভিডিও (Video) ৷
ভারতীয় ক্রিকেট দল সোমবার দুবাইতে আইসিসি অ্যাকাডেমি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ার্মআপ ম্যাচ খেলছে৷ এই ম্যাচে হার্দিক পান্ডিয়া বোলিং করতে দেখা যেতে পারে৷ তিনি লম্বা সময় ধরে বোলিং করছেন না৷ যা সকলের চিন্তার বিষয় হয়ে রয়েছে৷ তাঁর প্লেয়িং ইলেভেনে থাকা না থাকাও এই মুহূর্তে প্রশ্নের সামনে৷ অনেকেই মনে করছেন যদি তিনি বোলিং না করেন তাহলে তাঁর প্রথম একাদশে থাকা নিয়ে অনেক সংশয় আছে৷
advertisement
উল্লেখযোগ্য যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে (ICC T20 World Cup ) ভারত প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে৷ ২৪ অক্টোবর সেই ম্যাচ হবে৷ এই ম্যাচ দুবাই ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Video: ইন্টারভিউ দিচ্ছিলেন Hardik Pandya, মধ্যিখানে ঢুকে পড়ল সে...দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement