নরেন্দ্র মোদি সম্পর্কে কোন টুইট শেয়ার করে ক্ষমা চাইতে হল আইসিসি-কে ! দেখে নিন
Last Updated:
আসারাম ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও একটি টুইট ব্যাপকভাবে ট্রোলড হতে শুরু করে ৷
#নয়াদিল্লি: কিশোরী ধর্ষণ কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আসারাম বাপুর ৷ তারপর থেকেই আসারামকে নিয়ে একের পর এক ‘মিম’ বা টুইট পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ আসারাম ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও একটি টুইট ব্যাপকভাবে ট্রোলড হতে শুরু করে ৷ যা রিটুইট করা হয় আইসিসি-র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও ৷ যা দেখে স্বভাবতই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ এরপরেই টুইট করে এই ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ৷
advertisement
প্রতীক সিং নামের এক ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে আসারামের একটি পুরোনো ভিডিও পোস্ট করেন ৷ সেখানে লেখা হয়, ‘‘ মোদি ও আসারামের কিছু পুরনো মধুর স্মৃতি সবার সঙ্গে শেয়ার করছি।’’ কিন্তু এই টুইট যে শেষপর্যন্ত আইসিসি-র সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হবে, তা কেউ কল্পনাও করতে পারেননি ৷ ঘটনার পরেই তীব্র ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি ক্ষমাও চেয়ে নেওয়া হয় আইসিসি-র তরফে ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2018 9:56 AM IST