Asian Games 2023: মেলায় বেলুন ফাটানো দিয়ে শুরু, এখন সেই মেয়ে বন্দুক হাতে দেশকে এনে দিচ্ছে পদক
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Asian Games 2023: ঠাকুমার কাছে বায়না করে প্রথম এয়ার রাইফেল কেনা। বাড়ির কেউ তখনও ভাবেন নি তাদের সেই ছোট্ট মেয়ে আজ বন্দুক হাতে দরে দেশের হয়ে একের পর এক পদক জয় করে আনবে।
হুগলি: ছোটবেলায় মেলায় বেলুন ফাটানো খুব পছন্দ ছিল। ঠাকুরমার কাছে বায়না করে প্রথম এয়ার রাইফেল কেনা। বাড়ির কেউ তখনও ভাবেননি তাঁদের সেই ছোট্ট মেয়ে আজ বন্দুক হাতে ধরে দেশের হয়ে একের পর এক পদক জয় করে আনবে। মেহুলিদের হাত ধরেই এশিয়ান গেমসে রবিবার প্রথম পদক জয় করল ভারত। রবিবার বৈদ্যবাটির তাঁদের বাড়িতে টিভির পর্দায় বসে মেয়ের সাফল্য দেখল গোটা পরিবার।
এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক এলো শ্যুটিং থেকে। দলগত ভাবে ১০ মিটার এয়ার রাইফেল -এ রুপো পায় মেহুলি ঘোষ, অশি চোকসে ও রমিতা ক্লিঞ্চ। খুশি মেহুলির মা মিতালি ঘোষ ও বাবা নিমাই ঘোষ।
আরও পড়ুন – Asian Games 2023: হাউহাউ করে কাঁদছেন পাকিস্তান কোচ, সুপার ভাইরাল, কিন্তু কেন, সেটাই রহস্য
advertisement
advertisement
,
ব্যক্তিগত ইভেন্টে একটুর জন্য পদক হাতছাড়া হয় মেহুলির। ফাইনালে চতুর্থ স্থানে শেষ করে মেহুলি। তবে তাঁর পারফরমেন্সে খুশি বৈদ্যবাটির রায় দম্পতি৷
ছোটবেলায় মেলায় বেলুন ফাটিয়ে শ্যুটিংয়ের ঝোঁক চাপে, মেহুলির দিদা মঞ্জুু পাল রাইফেল কিনে দেন। সেই মেয়েই দেশের হয়ে একের পর এক পদক নিয়ে আসছে। এর আগে কমনওয়েলথে রুপো,ইয়ুথ অলিম্পিক্সেও রুপো পান তিনি। এবার লক্ষ অলিম্পিক। মেহুলির পদক জয়ের স্বাক্ষি হতে সকাল থেকেই টিভিতে চোখ রেখেছিলেন মা বাবা, এখন মেয়ের সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে আছেন তারা।
advertisement
রাহী হালদার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 2:35 PM IST