Asian Games 2023: মেলায় বেলুন ফাটানো দিয়ে শুরু, এখন সেই মেয়ে বন্দুক হাতে দেশকে এনে দিচ্ছে পদক

Last Updated:

Asian Games 2023: ঠাকুমার কাছে বায়না করে প্রথম এয়ার রাইফেল কেনা। বাড়ির কেউ তখনও ভাবেন নি তাদের সেই ছোট্ট মেয়ে আজ বন্দুক হাতে দরে দেশের হয়ে একের পর এক পদক জয় করে আনবে।

+
মধ্যিখানে

মধ্যিখানে দাঁড়িয়ে হুগলির বৈদ্যবাটির মেয়ে মেহুলি ঘোষ

হুগলি: ছোটবেলায় মেলায় বেলুন ফাটানো খুব পছন্দ ছিল। ঠাকুরমার কাছে বায়না করে প্রথম এয়ার রাইফেল কেনা। বাড়ির কেউ তখনও ভাবেননি তাঁদের সেই ছোট্ট মেয়ে আজ বন্দুক হাতে ধরে দেশের হয়ে একের পর এক পদক জয় করে আনবে। মেহুলিদের হাত ধরেই এশিয়ান গেমসে রবিবার প্রথম পদক জয় করল ভারত। রবিবার বৈদ্যবাটির তাঁদের বাড়িতে টিভির পর্দায় বসে মেয়ের সাফল্য দেখল গোটা পরিবার।
এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক এলো শ্যুটিং থেকে। দলগত ভাবে ১০ মিটার এয়ার রাইফেল -এ রুপো পায় মেহুলি ঘোষ, অশি চোকসে ও রমিতা ক্লিঞ্চ। খুশি মেহুলির মা মিতালি ঘোষ ও বাবা নিমাই ঘোষ।
advertisement
advertisement
,
ব্যক্তিগত ইভেন্টে একটুর জন্য পদক হাতছাড়া হয় মেহুলির। ফাইনালে চতুর্থ স্থানে শেষ করে মেহুলি। তবে তাঁর পারফরমেন্সে খুশি বৈদ্যবাটির রায় দম্পতি৷
ছোটবেলায় মেলায় বেলুন ফাটিয়ে শ্যুটিংয়ের ঝোঁক চাপে, মেহুলির দিদা মঞ্জুু পাল রাইফেল কিনে দেন। সেই মেয়েই দেশের হয়ে একের পর এক পদক নিয়ে আসছে। এর আগে কমনওয়েলথে রুপো,ইয়ুথ অলিম্পিক্সেও রুপো পান তিনি। এবার লক্ষ অলিম্পিক। মেহুলির পদক জয়ের স্বাক্ষি হতে সকাল থেকেই টিভিতে চোখ রেখেছিলেন মা বাবা, এখন মেয়ের সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে আছেন তারা।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: মেলায় বেলুন ফাটানো দিয়ে শুরু, এখন সেই মেয়ে বন্দুক হাতে দেশকে এনে দিচ্ছে পদক
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement