Heartbreaking Story: সচিনকে আউট করেছেন, জাতীয় দলে ছিলেন তারকা, এখন পেট চালাতে গ্রামে-স্কুলে-রাস্তায় গাইছেন গান

Last Updated:

Henry Olonga heartbreaking story: জিম্বাবুয়ের প্রাক্তন পেসার হেনরি ওলঙ্গার জীবন এখন এক ভিন্ন সুরে বাঁধা। কিন্তু এখন তিনিই গান গাইছেন ক্রুজ জাহাজে, অবসরপ্রাপ্তদের গ্রামে, স্কুলে এবং ছোট ছোট বারে।

News18
News18
জিম্বাবুয়ের প্রাক্তন পেসার হেনরি ওলঙ্গার জীবন এখন এক ভিন্ন সুরে বাঁধা। এক সময়ের জিম্বাবুয়ের গতিময় পেসার সচিন তেন্ডুলকরকে  আউট করে এসেছিলেন শিরোনামে।  ২২ গজে দাপটের সঙ্গে খেলেছেন বেশ কিছু বছর। কিন্তু এখন তিনিই গান গাইছেন ক্রুজ জাহাজে, অবসরপ্রাপ্তদের গ্রামে, স্কুলে এবং ছোট ছোট বারে—যেখানে কখনো মাত্র তিনজন শ্রোতাও থাকেন। ক্রিকেট থেকে অবসরের পর ওলঙ্গার জীবনে এসেছে নাটকীয় পরিবর্তন।
সবসময় সঙ্গীতের প্রতি ভালবাসা ছিল ওলঙ্গার। ২৪ বছর আগে মুক্তি পাওয়া তার গান ‘Our Zimbabwe’ এক সময়ের রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে রচিত হয়। সেই গানেই তিনি গেয়েছিলেন, “যদিও আমি দূরবর্তী সীমানায় যেতে পারি, আমার আত্মা এই আমার বাড়ির জন্য আকুল হবে।” আজ তার নিজের জীবনই যেন এই গানের প্রতিচ্ছবি।
advertisement
২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ওলঙ্গা ও অ্যান্ডি ফ্লাওয়ার কালো আর্মব্যান্ড পরে জিম্বাবুয়ের ‘গণতন্ত্রের মৃত্যু’র প্রতিবাদ জানান। সেই সাহসী পদক্ষেপের কারণে ওলঙ্গা মৃত্যুর হুমকি পান, দল থেকে বাদ পড়েন এবং শেষমেশ জিম্বাবুয়ে ত্যাগ করতে বাধ্য হন।
advertisement
ওলঙ্গা জানান, “আমি শুধু মানুষকে দোষারোপ করিনি। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে আরও ভালো হতে পারি—একজন নাগরিক, রাজনীতিবিদ ও মানুষ হিসেবে।” তার গান ও প্রতিবাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া।
advertisement
বর্তমানে তিনি বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালের উপস্থাপক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। ইংল্যান্ডে জিম্বাবুয়ের ২২ বছর পর প্রথম টেস্ট ম্যাচে উপস্থাপক তিনি। জীবনের কঠিন সময়, দেশান্তর ও অপবাদ সহ্য করেও ওলঙ্গা তার বিশ্বাস থেকে সরে যাননি। এখনো তিনি তার কণ্ঠে বহন করছেন জিম্বাবুয়ের কথা—একটি দেশ, যা তিনি ভালোবেসেছেন, আর স্বপ্ন দেখেছেন ভালোবাসা ও গণতন্ত্রে গড়া এক ভবিষ্যতের।
বাংলা খবর/ খবর/খেলা/
Heartbreaking Story: সচিনকে আউট করেছেন, জাতীয় দলে ছিলেন তারকা, এখন পেট চালাতে গ্রামে-স্কুলে-রাস্তায় গাইছেন গান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement