IND vs ENG: এবার কাঁপবে ইংল্যান্ড! ভারতের টেস্ট ওপেনিংয়ে বড় চমক! যে নামটা কেউ ভাবেনি!

Last Updated:
New Opening Pair For Team India For IND vs ENG Test Series: ইংল্যান্ড সফরে ভারতের ওপেনিং জুটি নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। সিমিং-সুইং-বাউন্সি সহ ইংল্যান্ডের কঠিন কন্ডিশনের কথা মাথায় রেখে নির্বাচকদের সামনে উপযুক্ত ওপেনিং কম্বিনেশন বেছে নেওয়া এক বড় চ্যালেঞ্জ।
1/7
রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর ভারতের টেস্ট দল গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ২০ জুন থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের ওপেনিং জুটি নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। সিমিং-সুইং-বাউন্সি সহ ইংল্যান্ডের কঠিন কন্ডিশনের কথা মাথায় রেখে নির্বাচকদের সামনে উপযুক্ত ওপেনিং কম্বিনেশন বেছে নেওয়া এক বড় চ্যালেঞ্জ। ভারতীয় দলের ওপেনিংয়ের জন্য কারা দাবিদার চলুন দেখে নেওয়া যাক।
রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর ভারতের টেস্ট দল গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ২০ জুন থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের ওপেনিং জুটি নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। সিমিং-সুইং-বাউন্সি সহ ইংল্যান্ডের কঠিন কন্ডিশনের কথা মাথায় রেখে নির্বাচকদের সামনে উপযুক্ত ওপেনিং কম্বিনেশন বেছে নেওয়া এক বড় চ্যালেঞ্জ। ভারতীয় দলের ওপেনিংয়ের জন্য কারা দাবিদার চলুন দেখে নেওয়া যাক।
advertisement
2/7
১. যশস্বী জয়সওয়াল: বর্তমানে ভারতের টেস্ট দলে ওপেনিংয়ের সবচেয়ে নির্ভরযোগ্য মুখ হলেন যশস্বী জয়সওয়াল। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর অসাধারণ পারফরম্যান্স এবং ২০২৫ সালের আইপিএলে ধারাবাহিক ব্যাটিং ফর্ম তাঁকে একপ্রকার নিশ্চিত করেছে ওপেনিং পজিশনে। বাঁহাতি এই ব্যাটার আক্রমণাত্মক মানসিকতা ও কন্ডিশন অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতার জন্য ইতিমধ্যে নির্বাচকদের আস্থাভাজন হয়ে উঠেছেন। যশস্বীর এটি প্রথম ইংল্যান্ড সফর। নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
১. যশস্বী জয়সওয়াল: বর্তমানে ভারতের টেস্ট দলে ওপেনিংয়ের সবচেয়ে নির্ভরযোগ্য মুখ হলেন যশস্বী জয়সওয়াল। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর অসাধারণ পারফরম্যান্স এবং ২০২৫ সালের আইপিএলে ধারাবাহিক ব্যাটিং ফর্ম তাঁকে একপ্রকার নিশ্চিত করেছে ওপেনিং পজিশনে। বাঁহাতি এই ব্যাটার আক্রমণাত্মক মানসিকতা ও কন্ডিশন অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতার জন্য ইতিমধ্যে নির্বাচকদের আস্থাভাজন হয়ে উঠেছেন। যশস্বীর এটি প্রথম ইংল্যান্ড সফর। নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
advertisement
3/7
২. কেএল রাহুল: ওপেনিংয়ের দৌড়ে সম্ভাব্য দাবিদার কেএল রাহুলও। অস্ট্রেলিয়া সফরেও রোহিতের অনুপস্থিতিতে ওপেনিং করেছেন রাহুল। সেখানে সফলও হয়েছিলেন। ঠান্ডা মাথায় কন্ডিশন অনুযায়ী ব্যাট করতে পারেন রাহুল। তাঁর টেকনিকও লাল বলের ক্রিকেটের জন্য আদর্শ। কেরিয়ারের শুরুটা ওপেনার হিসেবেই করেছিলেন কেএল রাহুল।
২. কেএল রাহুল: ওপেনিংয়ের দৌড়ে সম্ভাব্য দাবিদার কেএল রাহুলও। অস্ট্রেলিয়া সফরেও রোহিতের অনুপস্থিতিতে ওপেনিং করেছেন রাহুল। সেখানে সফলও হয়েছিলেন। ঠান্ডা মাথায় কন্ডিশন অনুযায়ী ব্যাট করতে পারেন রাহুল। তাঁর টেকনিকও লাল বলের ক্রিকেটের জন্য আদর্শ। কেরিয়ারের শুরুটা ওপেনার হিসেবেই করেছিলেন কেএল রাহুল।
advertisement
4/7
৩. বি সাই সুদর্শন: রোহিত শর্মার জায়গা পূরণে সবচেয়ে আলোচিত নাম হল বি সাই সুদর্শন। চলতি আইপিএলে ধারাবাহিকভাবে রান করে তিনি নির্বাচকদের নজরে এসেছেন। শুধু তাই নয়, তিনি আগেও সারে-র হয়ে কাউন্টি ক্রিকেটে ইংল্যান্ডে খেলেছেন। ফলে ইংলিশ কন্ডিশনের সঙ্গে তাঁর পরিচিতি রয়েছে। বাঁহাতি এই ব্যাটারের টেকনিক ও ধৈর্য টেস্ট ক্রিকেটে কার্যকর হতে পারে।
৩. বি সাই সুদর্শন: রোহিত শর্মার জায়গা পূরণে সবচেয়ে আলোচিত নাম হল বি সাই সুদর্শন। চলতি আইপিএলে ধারাবাহিকভাবে রান করে তিনি নির্বাচকদের নজরে এসেছেন। শুধু তাই নয়, তিনি আগেও সারে-র হয়ে কাউন্টি ক্রিকেটে ইংল্যান্ডে খেলেছেন। ফলে ইংলিশ কন্ডিশনের সঙ্গে তাঁর পরিচিতি রয়েছে। বাঁহাতি এই ব্যাটারের টেকনিক ও ধৈর্য টেস্ট ক্রিকেটে কার্যকর হতে পারে।
advertisement
5/7
৩. শুভমান গিল: গিল ওপেনার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, টেস্টে তাঁকে তিন নম্বরে পাঠানোই ভালো হবে। অধিনায়কত্বের দায়িত্ব থাকলে তিনে নেমে ইনিংস গড়ার ভূমিকা পালন করাটা বেশি যৌক্তিক হতে পারে। তবুও প্রয়োজনে ওপেনিংয়ে ফিরতে পারেন গিল। যদি নির্বাচকরা অভিজ্ঞ কাউকে ওপেনিংয়ে রাখতে চান।
৩. শুভমান গিল: গিল ওপেনার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, টেস্টে তাঁকে তিন নম্বরে পাঠানোই ভালো হবে। অধিনায়কত্বের দায়িত্ব থাকলে তিনে নেমে ইনিংস গড়ার ভূমিকা পালন করাটা বেশি যৌক্তিক হতে পারে। তবুও প্রয়োজনে ওপেনিংয়ে ফিরতে পারেন গিল। যদি নির্বাচকরা অভিজ্ঞ কাউকে ওপেনিংয়ে রাখতে চান।
advertisement
6/7
৪. অভিমূণ্য ঈশ্বরন: ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার অভিমন্যু ঈশ্বরন দীর্ঘদিন ধরে জাতীয় দলের দুয়ারে কড়া নাড়ছেন। তিনি ভারত 'এ' দলের নিয়মিত মুখ এবং ইংল্যান্ডে 'এ' ট্যুরের অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে। যদি নির্বাচকরা অভিজ্ঞতা ও ধৈর্যকে অগ্রাধিকার দেন, ঈশ্বরনকে জয়সওয়ালের ওপেনিং পার্টনার হিসেবে দেখা যেতে পারে।
৪. অভিমূণ্য ঈশ্বরন: ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার অভিমন্যু ঈশ্বরন দীর্ঘদিন ধরে জাতীয় দলের দুয়ারে কড়া নাড়ছেন। তিনি ভারত 'এ' দলের নিয়মিত মুখ এবং ইংল্যান্ডে 'এ' ট্যুরের অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে। যদি নির্বাচকরা অভিজ্ঞতা ও ধৈর্যকে অগ্রাধিকার দেন, ঈশ্বরনকে জয়সওয়ালের ওপেনিং পার্টনার হিসেবে দেখা যেতে পারে।
advertisement
7/7
ইংল্যান্ডের মাটিতে সফল হতে হলে শুরুটা ভালো করাটা অত্যন্ত জরুরি। যশস্বী জয়সওয়াল ওপেনিংয়ে প্রায় নিশ্চিত হলেও তাঁর পার্টনার হিসেবে সাই সুদর্শন ও অভিমন্যু ঈশ্বরন—দুজনই জোরালো দাবিদার। শুভমান গিলের ভূমিকা ওপেনার না তিন নম্বর—তা নির্ভর করবে দল কিভাবে ব্যাটিং লাইনআপ সাজায় তার ওপর। নির্বাচকদের চূড়ান্ত সিদ্ধান্তে অনেক কিছু নির্ভর করছে, তবে ভারতীয় ক্রিকেটের জন্য এটি এক নতুন অধ্যায়ের সূচনা, এবং ওপেনিং জুটি ঠিক করাটা হবে সেই যাত্রার প্রথম ধাপ।
ইংল্যান্ডের মাটিতে সফল হতে হলে শুরুটা ভালো করাটা অত্যন্ত জরুরি। যশস্বী জয়সওয়াল ওপেনিংয়ে প্রায় নিশ্চিত হলেও তাঁর পার্টনার হিসেবে সাই সুদর্শন ও অভিমন্যু ঈশ্বরন—দুজনই জোরালো দাবিদার। শুভমান গিলের ভূমিকা ওপেনার না তিন নম্বর—তা নির্ভর করবে দল কিভাবে ব্যাটিং লাইনআপ সাজায় তার ওপর। নির্বাচকদের চূড়ান্ত সিদ্ধান্তে অনেক কিছু নির্ভর করছে, তবে ভারতীয় ক্রিকেটের জন্য এটি এক নতুন অধ্যায়ের সূচনা, এবং ওপেনিং জুটি ঠিক করাটা হবে সেই যাত্রার প্রথম ধাপ।
advertisement
advertisement
advertisement