Hasin Jahan: স্নানের পোশাকে পুল ডান্স হাসিন জাহানের! হট অবতারে ফের ভাইরাল শামির বউ
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কলকাতা: আবার হট অবতারে দেখা গেল মহম্মদ শামির বউ হাসিন জাহানকে। ইন্টারনেটে আবার আগুন লাগালেন তিনি। হাসিনের আকর্ষণীয় শরীর দেখে ঘায়েল হয়ে যাবেন যে কোনও পুরুষ। জাগতে পারে সুপ্ত কামনা বাসনা। তবে প্রশ্ন হচ্ছে হঠাৎ এমন ভিডিও কেন দিলেন তিনি? অনেকেই মনে করছেন দুদিন আগে প্রীতি জিন্টার সঙ্গে শামির একটি ছবি ভাইরাল হওয়ার পর নানা মহলে নানা আলোচনা হচ্ছিল।
তার জবাব দিতেই হয়তো এমন পুলে স্নান করার ভিডিও দিয়েছেন হাসিন। জলে ভেজা গা, চুল থেকে ঝরছে জল। সুইমিং পুলের পাশে বসেই নাচ শুরু হাসিনের, এরপর জলে ঝাঁপ দিয়েও লাফালাফি চলল পুরোদমে। হাসিনের এমন কীর্তি দেখে কটাক্ষ করতে ছাড়েনি নেটিজেনরা। বরের সঙ্গে প্রায় দেখাদেখি নেই হাসিনের!
advertisement
advertisement
দুজনের সম্পর্কের তিক্ততা কারুর অজানা নয়। থানা-পুলিশ থেকে আদালত পর্যন্ত গড়িয়েছে মামলা। কিন্তু এখনও পর্যন্ত আইনি বিচ্ছেদ হয়নি দুজনের। ইনস্টাগ্রামে বেজায় অ্যাক্টিভ হাসিন, সাহসী অবতারে নিজেকে মেলে ধরতে পিছপা হন না তিনি। ফের একবার স্নানপোশাকে জলকেলির ভিডিয়ো ও ছবি পোস্ট করে ভাইরাল হাসিন।
নীল রঙা শরীরচাপা সুইমস্যুটে ভোজপুরী গানে নাচলেন হাসিন। যাকে দেখানোর জন্য আসলে তিনি এই ভিডিও করেছেন সেই মহম্মদ শামি দেখেছেন কিনা কেউ জানে না। আর হাসিনের জীবনে নতুন কোনও পুরুষের আগমন ঘটেছে কিনা সেটাও জানা নেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 4:20 PM IST