ফাইনালের আগেই হয়ে গেল ফাইনাল, পেনাল্টি মিস করে ব্রিটিশদের খলনায়ক অধিনায়ক হ্যারি কেন  

Last Updated:

দিদিয়ের দেশঁর ছেলেদের আটকানো ‘‘মুশকিল নেহি, না মুমকিন হে।’’

Harry Kane misses penalty and shatters england's dream in Fifa World Cup 2022- England Football Team/Twitter
Harry Kane misses penalty and shatters england's dream in Fifa World Cup 2022- England Football Team/Twitter
#আল খোর:  ফাইনালের আগেই ফাইনাল। কাতার বিশ্বকাপের জবরদস্ত TRP-র ম্যাচ। একেবারে কাঁটায়-কাঁটায়, সেয়ানে-সেয়ানের টক্কর। আক্রমণ, প্রতি আক্রমণ। ফের আক্রমণ, ফের প্রতি আক্রমণ। ফ্রান্স-ইংল্যান্ড বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ম্যাচটা এক লাইনে বর্ণনা করতে গেলে এর থেকে ভাল আর কোন বিশেষণ খুঁজে পাওয়া কার্যত অসম্ভব। ৯০ মিনিটের লড়াই শেষে যে কোনও দলই এই ম্যাচ জিততে পারত। তবে ফুটবল দেবতা হয়ত চেয়েছিলেন গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স আবার সেমিফাইনালে উঠুক। না হলে হ্যারি কেন, দ্বিতীয় পেনাল্টিটা যেভাবে আকাশে উড়িয়ে দিলেন সেটা হয়তো তিনি অনুশীলনেও কোনদিন করেছেন কিনা সন্দেহ রয়েছে।
৮৩ মিনিটের মাথায় ১-২ গোলে পিছিয়ে থাকা অবস্থায় কেন যদি পেনাল্টি থেকে গোলটা করতে পারতেন তাহলে ম্যাচের ক্লাইম্যাক্স আরও আকর্ষণীয় হতে পারত। ক্লাব দলের সতীর্থ গোলরক্ষক হুগো লরিসের বিরুদ্ধে প্রথম পেনাল্টিতে গোল করলেও দ্বিতীয়টা বড়লোকের বাউন্ডুলে ছেলের মত হেলায় নষ্ট করলেন ব্রিটিশ অধিনায়ক। নায়ক বনে যাওয়ার ম্যাচে খেলা শেষে তিনিই খলনায়ক। ফের একবার গায়ে সেঁটে থাকা চোকর্স তকমা পরিত্যাগ করতে ব্যর্থ ইংল্যান্ড। ২-১ গোলে ফ্রান্সের জেতার পেছনে অন্যতম কারণ সুযোগের সদ্ব্যবহার আর ফরাসিদের দৃঢ় মনোভাব।
advertisement
advertisement
ম্যাচের প্রথমার্ধে ২৫ মিটার দূর থেকে চুয়ামেনির দুরন্ত শটে গোল ছাড়া ইংল্যান্ডের সমতা ফেরানোর পরে চাপের মুখে বিপক্ষ ডিফেন্ডারকে কাঁধে নিয়ে অলিভার জিরুর অসামান্য হেড। এই দুটোতেই ফ্রান্সের পক্ষে স্কোর লাইন ২-১।  এদিন দোহার সবুজ ঘাসে ফরাসিদের রুদ্ধশ্বাস লড়াই শেষে শুধুই জয় নয়, লেখা প্রতিশোধের নয়া ইতিহাস। বিশ্বকাপে এই প্রথম ইংল্যান্ডকে হারাল ফ্রান্স। বিগত দুই সাক্ষাতেই থ্রি লায়ন্সের কাছে পরাস্ত হয়েছিল ফরাসিরা। এবার চাকা নিজেদের দিকে ঘুরিয়ে দাপট দেখাল গতবারের বিশ্বজয়ীরা।
advertisement
চার বছর আগে বিশ্বকাপ জিতে যেখানে যাত্রা শেষ করেছিলেন ফরাসিরা। কাতারে এসে ঠিক তারপর থেকেই যাত্রা যেন শুরু করেছেন দিদিয়ের দেশঁ-র ছেলেরা। টুর্নামেন্টের একেকটা করে ম্যাচ যত এগোচ্ছে, ফ্রান্সকে ততো অশ্বমেধের ঘোড়া মনে হতে শুরু করেছে। চোটের জন্য বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন বেঞ্জেমা, পোগবা, কন্তেরা। প্রশ্ন উঠতে শুরু করেছিল তাহলে কী কাতারে বিপাকে পড়বে ফ্রান্স! তবে প্রথম একাদশের তিন চার জন তারকাকে ছাড়াই ফ্রান্স যে ফুটবল খেলছে তাতে সব প্রশ্নের উত্তর মিলছে সহজেই। ফ্রান্সের রিজার্ভ বেঞ্চ তৈরি। তাই দিদিয়ের দেশঁর ছেলেদের আটকানো ‘‘মুশকিল নেহি, না মুমকিন হে।’’
advertisement
এমবাপে, গ্রিজম্যানরা প্রতি মুহূর্তে যেভাবে নিজেদের প্রমাণ করছেন তাতে বোঝেই যাচ্ছে সোনালি ট্রফিটা আরও ৪ বছর ঘরে রেখে দিতে তৈরি ফরাসি ব্রিগেড। বিশ্বকাপ ট্রফি আর "টিম ফ্রান্স" এর মধ্যে তফাৎ মাত্র দুটো হার্ডেলসের। টপকাতে পারলেই আরও একবার ইতিহাসের পাতায় ফুটবল মাঠে ফরাসি বিপ্লবের জয় গাঁথা জায়গা করে নেবে।
ERON ROY BURMAN
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফাইনালের আগেই হয়ে গেল ফাইনাল, পেনাল্টি মিস করে ব্রিটিশদের খলনায়ক অধিনায়ক হ্যারি কেন  
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement