কাঁদছেন রোনাল্ডো, যে ছবি আজ গোটা পৃথিবীতে হয়তো কেউ দেখতে চাননি!

Last Updated:
Cristiano Ronaldo crying: একটা গোটা প্রজন্মের মন খারাপ আজ। রোনাল্ডোর শেষটা এভাবে না হলেও পারত...।
1/6
এমন ছবি, যা হয়তো অতি বড় মেসি ভক্তও দেখতে চাননি। হয়তো সারা পৃথিবীতে কেউ আজ এই ছবিটা দেখতে চাননি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কাঁদছেন। তাঁর প্রিয় পর্তুগাল বিশ্বকাপ থেকে বিদায় নিল। রোনাল্ডো মাঠ ছাড়লেন চোখের জলে।
এমন ছবি, যা হয়তো অতি বড় মেসি ভক্তও দেখতে চাননি। হয়তো সারা পৃথিবীতে কেউ আজ এই ছবিটা দেখতে চাননি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কাঁদছেন। তাঁর প্রিয় পর্তুগাল বিশ্বকাপ থেকে বিদায় নিল। রোনাল্ডো মাঠ ছাড়লেন চোখের জলে।
advertisement
2/6
তিনি ছিলেন বলেই হয়তো লিওনেল মেসিকে অনেকের আরও বেশি সুন্দর মনে হত। তিনি ছিলেন বলেই ফুটবলের ময়দানে ডুয়েল শব্দের আমদানি। তিনি ছিলেন, এই কথাটাও আজকের দিনে সারা দুনিয়ায় কে-ই বা লিখতে চেয়েছিল!
তিনি ছিলেন বলেই হয়তো লিওনেল মেসিকে অনেকের আরও বেশি সুন্দর মনে হত। তিনি ছিলেন বলেই ফুটবলের ময়দানে ডুয়েল শব্দের আমদানি। তিনি ছিলেন, এই কথাটাও আজকের দিনে সারা দুনিয়ায় কে-ই বা লিখতে চেয়েছিল!
advertisement
3/6
কেরিয়ারের শেষ বিশ্বকাপ। দুচোখ ভরা স্বপ্ন নিয়ে তিনি এবার এসেছিলেন কাতারে। ঠিক যেমনভাবে তিনি প্রথমবার মাঠে নেমেছিলেন! দুচোখ ভরা স্বপ্ন...। সব পড়ে রইল মাঠে। সবুজ ঘাসে দুহাতে মুখ ঢেকে বসে রইলেন রোনাল্ডো। ওলটপালট হয়ে গেল তাঁর পৃথিবী।
কেরিয়ারের শেষ বিশ্বকাপ। দুচোখ ভরা স্বপ্ন নিয়ে তিনি এবার এসেছিলেন কাতারে। ঠিক যেমনভাবে তিনি প্রথমবার মাঠে নেমেছিলেন! দুচোখ ভরা স্বপ্ন...। সব পড়ে রইল মাঠে। সবুজ ঘাসে দুহাতে মুখ ঢেকে বসে রইলেন রোনাল্ডো। ওলটপালট হয়ে গেল তাঁর পৃথিবী।
advertisement
4/6
কেরিয়ারের শেষবেলায় এসে তাঁকে কোচের সঙ্গে ইগোর লড়াইও লড়তে হল। তিনি এদিন বেশ কয়েকটা সুযোগ পেয়েছিলেন। আগের রোনাল্ডো হলে হয়তো শেষ যে সুযোগটা পেয়েছিলেন তাতে নেট ছিঁড়ে দিতেন। কিন্তু কাতারে আসার পর থেকেই তিনি ফর্মে নেই। তার উপর কোচ স্যান্তোসের সঙ্গে ঠাণ্ডা যুদ্ধ। রোনাল্ডোর শেষটা ভাল হল না।
কেরিয়ারের শেষবেলায় এসে তাঁকে কোচের সঙ্গে ইগোর লড়াইও লড়তে হল। তিনি এদিন বেশ কয়েকটা সুযোগ পেয়েছিলেন। আগের রোনাল্ডো হলে হয়তো শেষ যে সুযোগটা পেয়েছিলেন তাতে নেট ছিঁড়ে দিতেন। কিন্তু কাতারে আসার পর থেকেই তিনি ফর্মে নেই। তার উপর কোচ স্যান্তোসের সঙ্গে ঠাণ্ডা যুদ্ধ। রোনাল্ডোর শেষটা ভাল হল না।
advertisement
5/6
একটা গোটা প্রজন্মের আজ তাঁর সঙ্গেফ কেঁদে ভাসানোর দিন। একটা আস্ত প্রজন্ম হয়তো আর মেসি বনাম রোনাল্ডোর ডুয়েল দেখতে পারবে না। জীবনের শেষ বিশ্বকাপ হয়তো খেলে ফেললেন রোনাল্ডো। তাঁকে ফিরতে হচ্ছে খালি হাতে। কাঁদতে কাঁদতে
একটা গোটা প্রজন্মের আজ তাঁর সঙ্গেফ কেঁদে ভাসানোর দিন। একটা আস্ত প্রজন্ম হয়তো আর মেসি বনাম রোনাল্ডোর ডুয়েল দেখতে পারবে না। জীবনের শেষ বিশ্বকাপ হয়তো খেলে ফেললেন রোনাল্ডো। তাঁকে ফিরতে হচ্ছে খালি হাতে। কাঁদতে কাঁদতে
advertisement
6/6
যে কেউ আজ এক কথায় বলবেন, রোনাল্ডোর কেরিয়ারের শেষটা এভাবে না হলেও পারত...। মরক্কোর কাছে হেরে  পর্তুগালের বিশ্বজয়ের স্বপ্ন শেষ। রোনাল্ডোকে আজ কি বলে স্বান্তনা দেবেন পর্তুগালের কোচ স্যান্তোস!
যে কেউ আজ এক কথায় বলবেন, রোনাল্ডোর কেরিয়ারের শেষটা এভাবে না হলেও পারত...। মরক্কোর কাছে হেরে পর্তুগালের বিশ্বজয়ের স্বপ্ন শেষ। রোনাল্ডোকে আজ কি বলে স্বান্তনা দেবেন পর্তুগালের কোচ স্যান্তোস!
advertisement
advertisement
advertisement