Hardik Pandya Watch: একটা ঘড়ির দাম এশিয়া কাপের প্রাইজমানির আট গুণ! ভারতীয় তারকার হাত দেখে সবার চক্ষু চড়কগাছ

Last Updated:

Hardik Pandya Watch: হার্দিকের ঘড়িপ্রেম অনেকেরই জানা। বিশ্বের দামী সব ঘড়ির সংগ্রহ আছে তাঁর। সম্প্রতি তাঁর হাতে দেখা গিয়েছে রিচার্ড মিলের একটি বিশেষ সংস্করণের ঘড়ি-আরএম ২৭-০৪। সেই ঘড়ির মূল্য শুনলে অবাক হতেই হবেন।

News18
News18
কলকাতা : চরম দারিদ্র্যতা আর অভাবের মধ্য বেড়ে উঠেছিলেন তিনি। লড়াই করে সাফল্যের মুখ দেখেছেন হার্দিক পান্ডিয়া। একটা সময় কখনও অনাহারে, কখনও আবার আধপেটা খেয়ে কেটেছে দিন। সংসারে ‘নুন আনতে পান্তা ফুরোয়’ অবস্থা ছিল তাঁদের। জানা যায়, তিন বছর ধরে শুধু ম্যাগি খেয়েই দিন কাটিয়েছিলেন তিনি ও তাঁর দাদা ক্রুনাল!
ক্রিকেট বদলে দিয়েছে হার্দিকের ভাগ্য। এখন দিন বদলে গিয়েছে তাঁর। সুদিনের আলো এখন ভালমতো গায়ে মাখছেন তিনি। ছোট বেলার সব অপ্রাপ্তি, আক্ষেপ দূর করছেন। আর এই সময় তিনি হয়ে উঠেছেন বিলাসী।
হার্দিকের ঘড়িপ্রেম অনেকেরই জানা। বিশ্বের দামী সব ঘড়ির সংগ্রহ আছে তাঁর। সম্প্রতি তাঁর হাতে দেখা গিয়েছে রিচার্ড মিলের একটি বিশেষ সংস্করণের ঘড়ি-আরএম ২৭-০৪। সেই ঘড়ির মূল্য শুনলে অবাক হতেই হবেন।
advertisement
advertisement
সুইজারল্যান্ডের বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিচার্ড মিলের তৈরি করা ওই মডেলের ঘড়ি গোটা পৃথিবীতে আছে মাত্র ৫০টি। একটির দাম প্রায় ২০ কোটি টাকা।
আরও পড়ুন- হাসপাতালে রোহিত শর্মা, মাঝরাতে কী হল ভারতীয় ক্যাপ্টেনের! ওজন কমিয়ে বাড়ল বিপদ!
অবাক করা বিষয় হল, হার্দিকের এই ঘড়ির মূল্য এশিয়া কাপের মোট প্রাইজমানি থেকেও বেশি! আর সেই ঘড়ির দাম এশিয়া কাপে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানির আট গুণ! আরব আমিশাহিরাতে এশিয়া কাপ ক্রিকেট শুরু হয়েচে। আটটি দল লড়বে একটি ট্রফির জন্য। টাকার হিসাবে যে ট্রফি জিতে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে তিন কোটি ৬৪ লাখ টাকা। রানার্স দল পাবে প্রায় এক কোটি ৮০ লাখ টাকা।
advertisement
ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারের হাতে এর আগে দেখা গেছে রিচার্ড মিলের আরেকটি মডেল আরএম ২৭-০২—সেটির দাম ছিল প্রায় ৯ কোটি টাকা। বিলাসবহুল পণ্য ব্যবহার করার ব্যাপারে পান্ডিয়ার ধারে-কাছে কেউ নেই। ফ্যাশন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন পান্ডিয়া।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Hardik Pandya Watch: একটা ঘড়ির দাম এশিয়া কাপের প্রাইজমানির আট গুণ! ভারতীয় তারকার হাত দেখে সবার চক্ষু চড়কগাছ
Next Article
advertisement
SSKM নিয়ে বিরাট পরিকল্পনা মমতার! 'অন্ধকারে অনেক বদমাশ যেমন গাছতলায় বসে থাকে'... ব্যবস্থা নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
SSKM নিয়ে বিরাট পরিকল্পনা মমতার! অন্ধকারে বিপদের আশঙ্কা ঘুচবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
  • মমতা বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতালের নিরাপত্তা ও পরিষেবা উন্নতির আশ্বাস দিয়েছেন.

  • নতুন ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধন করলেন মমতা, বিনামূল্যে চিকিৎসা পাবেন মানুষ.

  • SSKM-এ অরগ্যান ব্যাঙ্ক স্থাপনের পরিকল্পনা, ভবিষ্যতে হার্ট ও কিডনির ব্যাঙ্কও হবে.

VIEW MORE
advertisement
advertisement