Hardik Pandya, IPL final : বল হাতে তুলে নিলেন বাটলার, সঞ্জুর উইকেট! ফাইনালে হার্দিক পুরো আগুন

Last Updated:

Hardik Pandya brilliant bowling performance for Gujarat Titans in IPL final. বল হাতে তুলে নিলেন বাটলার, সঞ্জুর উইকেট! ফাইনালে হার্দিক পুরো আগুন

তিনটি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া
তিনটি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া
#আমেদাবাদ: এই মঞ্চটা যেন তৈরি ছিল তার জন্য। আমেদাবাদের খেলা আইপিএল ফাইনাল। গুজরাত টাইটানস অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার কাছে এর থেকে বড় প্ল্যাটফর্ম অন্য কিছু হতে পারত না। টস ভাগ্য এদিন তার সঙ্গে ছিল না। কিন্তু তাতে কি? আজ জবাব দেওয়ার জায়গা ছিল হার্দিক পান্ডিয়ার। গোটা টুর্নামেন্টে তিনি পারফর্ম করে এসেছেন।
ফাইনালে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন এবং টুর্নামেন্টের সবচেয়ে ভয়ংকর ধ্বংসাত্মক ব্যাটসম্যান জস বাটলারকে বল হাতে ফিরিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া। সঞ্জুকে পরাস্ত করলেন পেস দিয়ে। বাটলারকে বোকা বানালেন লেট সুইংয়ে। শুধু দুটো উইকেট নেওয়া নয়। বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব করলেন হার্দিক।
advertisement
advertisement
বোলিং থেকে ফিল্ডিং পরিবর্তন করলেন নিখুঁত পরিস্থিতি যাচাই করে। ম্যাচে কখনই রাজস্থানকে দাপট দেখাতে দিলেন না। যারা একটা সময় তার ফিটনেস, অস্ত্রোপচার, অল রাউন্ডদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাদের আবার জবাব দিলেন হার্দিক। গুজরাত টাইটানস রান তাড়া করে জেতার ব্যাপারে পারদর্শী। ফাইনালে অঘটন না ঘটলে গুজরাতের চ্যাম্পিয়ন হওয়া কেউ আটকাতে পারবে না।
advertisement
এই টুর্নামেন্টে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার পুনর্জন্ম ঘটাল। ভারতীয় ক্রিকেটের প্রাসঙ্গিকতায় তিনি ফুরিয়ে যাননি বোঝা গেল। বরং প্রবলভাবে ফিরে আসেন সেই ইঙ্গিত স্পষ্ট। যখন মনে হচ্ছিল দুটো উইকেট নিয়ে শেষ হবে হার্দিকের স্পেল, ঠিক তখন আবার চমক।
থ্রি কোয়ার্টার লেন্থ বলে তুলে নিলেন হেটমায়ারকে (১১)। কট অ্যান্ড বোল্ড করলেন। বল হাতে রশিদ খান এদিন নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে না পারলেও তাকে সারাক্ষণ মোটিভেট করে গেলেন হার্দিক। একটা সময় বখাটে, বিতর্কিত ক্রিকেটার আজ দায়িত্ববান অধিনায়ক।
advertisement
তার মধ্যে একটা দুর্দান্ত অধিনায়ক সত্তা লুকিয়ে আছে কে জানত? তিনি বোলিং করতে পারবেন কিনা সন্দেহ ছিল। এই টুর্নামেন্টের পর যাবতীয় জবাব দিয়ে দিয়েছেন গুজরাত অধিনায়ক।
বাংলা খবর/ খবর/খেলা/
Hardik Pandya, IPL final : বল হাতে তুলে নিলেন বাটলার, সঞ্জুর উইকেট! ফাইনালে হার্দিক পুরো আগুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement