Virat Kohli: কোহলি এবার বাদ পড়বেন টিম ইন্ডিয়া থেকে! দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন হরভজন
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বই: অক্টোবর নভেম্বর মাসে চলতি বছরে খড়ের মাঠে একদিনের বিশ্বকাপ খেলবে ভারত। সেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মোটামুটি দলে থাকা বাকি সিনিয়র ক্রিকেটাররা জায়গা পাবেন তাতে সন্দেহ নেই। কিন্তু তারপর বাদ পড়তে পারেন বিরাট কোহলি। এমনটাই মনে করছেন হরভজন সিং। ভাজ্জি জানিয়েছেন ভারতীয় নির্বাচকরা ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে কি ধরনের প্ল্যানিং নিয়ে এগচ্ছেন সেটা আমি জানি না।
তবে যেটাই করুন তারা যেন সিনিয়র ক্রিকেটারদের সম্মান দেন। আমাদের সময় আগে আমাদের বাদ দেওয়া হত। সেটা সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানতে পারতাম। একজন সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে এটা খারাপ লাগার মতই ব্যাপার। তাই আমাদের সঙ্গে যেটা হয়েছে সেটা যেন বিরাট কোহলির সঙ্গে না হয় সেদিকে দেখতে হবে।
"Don’t think he can be side-lined on the basis of form" Harbhajan Singh has some advice for BCCI on how not to treat Virat Kohlihttps://t.co/ESzra7XA9C
— Firstpost Sports (@FirstpostSports) May 3, 2023
advertisement
advertisement
শুধু বিরাট নয়, রোহিত থেকে শুরু করে যে কয়েকজন সিনিয়র আছে প্রত্যেকের ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য। যদি নির্বাচকরা ভেবে থাকেন তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণ ক্রিকেটারদের নিয়ে দল করবেন করতেই পারেন। কিন্তু আমার ব্যক্তিগত মত ফর্মের বিচারে বিরাট কোহলির বাদ পড়ার কথা নয়। তবে সিদ্ধান্ত যেন দিনের আলোর মত পরিষ্কার হয়।
advertisement
ক্রিকেটারদের দিকে পরিষ্কার বার্তা দেওয়া উচিত। ভাজ্জি মনে করেন হার্দিক পান্ডিয়া একজন যথেষ্ট পরিণত অধিনায়ক হিসেবে উঠে এসেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে তিনি সঠিক লোক। হার্দিক তরুণ ক্রিকেটারদের নিয়ে চলতে পারেন। তাই এক্ষেত্রে তার একটা ভূমিকা আশা করেন হরভজন। তবে কোহলির টি-টোয়েন্টি দলে থাকা আর না থাকার সঙ্গে আইপিএলে গৌতম গম্ভীরের ঝামেলা মিলিয়ে ফেলা উচিত নয়। দুটো সম্পূর্ণ আলাদা ক্ষেত্র।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 6:23 PM IST