Happy Birthday Virat Kohli: শুভ জন্মদিন বিরাট কোহলি, ৩৫ তম জন্মদিনে আসুক বিরাট শতরান, একই আসনে সচিন-কোহলিকে দেখার অপেক্ষায় ফ্যানেরা

Last Updated:

Happy Birthday Virat Kohli Fans wants to see 49th ODI hundred From Virat Kohli on his 35th Birthday in India v South Africa match at Eden Gardens in ICC World Cup 2023: দেড় দশকের বেশি সময় ধরে ২২ গজে একের পর এক ম্যাচ উইনিং ইনিংস খেলে সকলের নয়ণের মণি হয়ে উঠেছেন বিরাট কোহলি। বর্তমানে কোট কোটি কোহলি ভক্তের কাছে ৫ নভেম্বর বিরাট দিন।

শুভ জন্মদিন বিরাট কোহলি
শুভ জন্মদিন বিরাট কোহলি
কলকাতা: একদিকে এবারের বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। অপরদিকে, ৫ নভেম্বর ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলির জন্মদিন। ফলে আজকের দিনটাকে সুপার সানডে বললেও কম বলা হবে। ৩৫ তম জন্মদিনের রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিরাট কোহলি।
দেড় দশকের বেশি সময় ধরে ২২ গজে একের পর এক ম্যাচ উইনিং ইনিংস খেলে সকলের নয়ণের মণি হয়ে উঠেছেন বিরাট কোহলি। বর্তমানে কোট কোটি কোহলি ভক্তের কাছে ৫ নভেম্বর বিরাট দিন। স্পেশাল দিনে ভারতীয় দল তথা বিশ্ব জুড়ে প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার থেকে তার কোটি কোটি ফ্যানেরা শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিকে।
advertisement
বিসিসিআইয়ের তরফ থেকে সোশ্যাস মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানানো হয়েছে কিং কোহলিকে। শুভেচ্ছা জানিয়ে আইসিসিও। বিরাট কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকেও দলের প্রাক্তন অধিনায়ক ও অন্যতম সফল ব্যাটারকে শুভেচ্ছা জানানো হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, বর্তমানে বিশ্বকাপখেলতে ব্যস্ত রয়েছেন বিরাট কোহলি। তাই ভারতীয় দলের সতীর্থদের সঙ্গেই বিশেষ দিনটি এবার পালন করবেন। ইডেনেও কোহলির জন্মদিন সেলিব্রেশনের পরিকল্পনা রয়েছে। জন্মদিনেই কোহলির ব্যাটে কলকাতার মাঠে সচিনের শতরানের রেকর্ড স্পর্শ করা দেখার অপেক্ষায় ফ্যানেরা।
বাংলা খবর/ খবর/খেলা/
Happy Birthday Virat Kohli: শুভ জন্মদিন বিরাট কোহলি, ৩৫ তম জন্মদিনে আসুক বিরাট শতরান, একই আসনে সচিন-কোহলিকে দেখার অপেক্ষায় ফ্যানেরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement