Happy Birthday: বিশেষ আন্দাজে বার্থডে উইশ, ধোনির জন্মদিনে যা করছেন ক্রিকেটাররা

Last Updated:

Happy Birthday Dhoni: আজ ৭ জুলাই এমএস ধোনি ৪২৷ মহেন্দ্র সিং ধোনির জন্মদিন উপলক্ষ্যে সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর ফ্যানরা একেবার দারুণ উচ্ছ্বসিত৷

 রায়না, রবীন্দ্র জাদেজা দিয়েছেন বিশেষ শুভেচ্ছা বার্তা৷
রায়না, রবীন্দ্র জাদেজা দিয়েছেন বিশেষ শুভেচ্ছা বার্তা৷
কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বয়স আরও একটু বেড়ে গেল৷ আজ ৭ জুলাই এমএস ধোনি ৪২৷ মহেন্দ্র সিং ধোনির জন্মদিন উপলক্ষ্যে সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর ফ্যানরা একেবার দারুণ উচ্ছ্বসিত৷ প্রিয় তারকাকে জানাচ্ছেন শুভেচ্ছা৷ পাশাপাশি মাহির জন্মদিনে  তারকা ক্রিকেটাররাও তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷  তাঁর ভারতীয় দলের সতীর্থ ও চেন্নাই সুপার কিংসের সহ খেলোয়াড় সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা দিয়েছেন বিশেষ শুভেচ্ছা বার্তা৷
সুরেশ রায়না তার ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ধোনির বার্থডে স্পেশাল ভিডিও পোস্ট করেছেন৷ তার পাশাপাশি তিনি এক বিশেষ বার্তাও দিয়েছিলেন৷
advertisement
তিনি সেই পোস্টে লিখেছেন, “আমার বড় ভাই এমএস ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা, পিচে একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে আমাদের স্বপ্ন পূরণ পর্যন্ত, আমরা যে বন্ধন তৈরি করেছি তা কখনো ভাঙা যাবে না। বন্ধু এবং নেতা হওয়ার শক্তি আপনার আছে। তিনি আমাকে জীবনে অনেক পথ দেখিয়েছেন।  আপনি অনেক উপভোগ করুন, খুব সফল হন এবং সুস্বাস্থ্য পান। এইভাবে নেতৃত্ব দিন, জ্বলতে থাকুন এবং সর্বত্র আপনার জাদু ছড়িয়ে দিন।’’
advertisement
দেখে নিন রায়নার পোস্ট করা সেই স্পেশাল ভিডিও
advertisement
চেন্নাই সুপার কিংসের আরও এক  তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজাও ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন। জাদ্দু তাঁর অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছেন, “আমি ২০০৯ সাল থেকে আপনার সঙ্গে আছি এবং সবসময় থাকব। শুভ জন্মদিন মাহি ভাই। শীঘ্রই দেখা হবে হলুদ জার্সিতে।’’
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের  তিলক ভার্মাও  ধোনিকে অভিনন্দন জানিয়েছেন। তিলক লিখেছেন, ‘‘মাহি ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার সঙ্গে হাওয়া কথোপকথন আমার মনে আছে, আপনাকে আগামী শুভেচ্ছা৷’’
এমএস ধোনিকে তাঁর দক্ষিণী ভক্তরা দারুণ উপহার দিয়েছেন৷ হায়দরাবাদে মাহির ৫২ ফুট কাট আউট তৈরি করেছেন৷ এ ছাড়া অন্ধ্রপ্রদেশে ফ্যানরা  মাহির ৭৭ ফুট বানানো হয়, যা এখনও অবধি ভারতে বানানো কোনও ক্রিকেটারের সবচেয়ে বড় কাটআউট৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Happy Birthday: বিশেষ আন্দাজে বার্থডে উইশ, ধোনির জন্মদিনে যা করছেন ক্রিকেটাররা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement