India vs Pakistan: এশিয়া কাপ-বিশ্বকাপ নয়, তার আগেই ভারত বনাম পাকিস্তান মেগা ম্যাচ

Last Updated:

এমার্জিং এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড: সাই সুদর্শন, অভিষেক শর্মা, যশ ধুল (সি), নিকিন জোশ, প্রদোষ রঞ্জন পল, রিয়ান পরাগ, নিশান্ত সান্ধু, প্রভসিমরান সিং, ধ্রুব জুরেল, মানব সুথার, আকাশ সিং, নীতীশ কুমার রেড্ডি, রাজবর্ধন হেঙ্গারগকর , যুবরাজ সিং দোদিয়া, হর্ষিত রানা।

ভারত বনাম পাকিস্তান
ভারত বনাম পাকিস্তান
কলম্বো: যখন যেখানেই ভারত বনাম পাকিস্তান ক্রিকেট দল (IND vs PAK) মাঠে মুখোমুখি হয়, তখনই সেই ম্যাচে নজর থাকে সব ক্রিকেটপ্রেমীদের৷ দুই চির প্রতিদ্বন্দ্বী দলের এই লড়াই সব সময়েই একইরকম উত্তেজনা ও উন্মাদনা তৈরি করে৷ এশিয়া কাপ ও একদিনের ক্রিকেটের বিশ্বকাপ এই বছরেই৷ কিন্তু এই দুই মেগা টুর্নামেন্টের আগেও ভারত বনাম পাকিস্তান হতে চলেছে৷  দুই দলই মুখোমুখি হতে যাচ্ছে এমার্জিং এশিয়া কাপে (মেনস এমার্জিং টিমস এশিয়া কাপ)। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সূচি প্রকাশ করেছে যেখানে ভারত ও পাকিস্তান গ্রুপ পর্বেই একে অপরের মুখোমুখি হবে।
এসিসির প্রকাশিত সূচি অনুযায়ি ১৯ জুলাই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এমার্জিং এশিয়া কাপ আসর বসছে শ্রীলঙ্কায়। প্রথম ম্যাচ  ১৩ জুলাই। এই টুর্নামেন্টে ভারত-এ, পাকিস্তান-এ, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহি,  শ্রীলঙ্কা-এ, বাংলাদেশ-এ, আফগানিস্তান-এ এবং ওমান-এ সহ মোট ৮টি দল অংশগ্রহণ করবে। ২৩ জুলাই অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল।
১৯ জুলাই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান ১৯ জুলাই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান
advertisement
advertisement
৮ টি দল ২ গ্রুপে বিভক্ত
৮ টি দল ২ গ্রুপে ভাগ করা হয়েছে৷  ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে  পাকিস্তান, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি৷ এই গ্রুপটি  বি গ্রুপ৷  অন্যদিকে গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং ওমান। ১৩ জুলাই বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এক একটি দল গ্রুপ পর্বে ৩ টি করে ম্যাচ খেলবে৷
advertisement
কবে কার সঙ্গে লড়বে টিম ইন্ডিয়া?
ভারতীয় দল ১৪ জুলাই সংযুক্ত আরব আমিরশাহিতে বিরুদ্ধে অভিযান শুরু করবে। এরপর ১৭ জুলাই নেপাল ও ১৯ জুলাই পাকিস্তানের মুখোমুখি হবে।
এমার্জিং এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড: সাই সুদর্শন, অভিষেক শর্মা, যশ ধুল (সি), নিকিন জোশ, প্রদোষ রঞ্জন পল, রিয়ান পরাগ, নিশান্ত সান্ধু, প্রভসিমরান সিং, ধ্রুব জুরেল, মানব সুথার, আকাশ সিং, নীতীশ কুমার রেড্ডি, রাজবর্ধন হেঙ্গারগকর , যুবরাজ সিং দোদিয়া, হর্ষিত রানা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: এশিয়া কাপ-বিশ্বকাপ নয়, তার আগেই ভারত বনাম পাকিস্তান মেগা ম্যাচ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement