India vs Pakistan: এশিয়া কাপ-বিশ্বকাপ নয়, তার আগেই ভারত বনাম পাকিস্তান মেগা ম্যাচ

Last Updated:

এমার্জিং এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড: সাই সুদর্শন, অভিষেক শর্মা, যশ ধুল (সি), নিকিন জোশ, প্রদোষ রঞ্জন পল, রিয়ান পরাগ, নিশান্ত সান্ধু, প্রভসিমরান সিং, ধ্রুব জুরেল, মানব সুথার, আকাশ সিং, নীতীশ কুমার রেড্ডি, রাজবর্ধন হেঙ্গারগকর , যুবরাজ সিং দোদিয়া, হর্ষিত রানা।

ভারত বনাম পাকিস্তান
ভারত বনাম পাকিস্তান
কলম্বো: যখন যেখানেই ভারত বনাম পাকিস্তান ক্রিকেট দল (IND vs PAK) মাঠে মুখোমুখি হয়, তখনই সেই ম্যাচে নজর থাকে সব ক্রিকেটপ্রেমীদের৷ দুই চির প্রতিদ্বন্দ্বী দলের এই লড়াই সব সময়েই একইরকম উত্তেজনা ও উন্মাদনা তৈরি করে৷ এশিয়া কাপ ও একদিনের ক্রিকেটের বিশ্বকাপ এই বছরেই৷ কিন্তু এই দুই মেগা টুর্নামেন্টের আগেও ভারত বনাম পাকিস্তান হতে চলেছে৷  দুই দলই মুখোমুখি হতে যাচ্ছে এমার্জিং এশিয়া কাপে (মেনস এমার্জিং টিমস এশিয়া কাপ)। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সূচি প্রকাশ করেছে যেখানে ভারত ও পাকিস্তান গ্রুপ পর্বেই একে অপরের মুখোমুখি হবে।
এসিসির প্রকাশিত সূচি অনুযায়ি ১৯ জুলাই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এমার্জিং এশিয়া কাপ আসর বসছে শ্রীলঙ্কায়। প্রথম ম্যাচ  ১৩ জুলাই। এই টুর্নামেন্টে ভারত-এ, পাকিস্তান-এ, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহি,  শ্রীলঙ্কা-এ, বাংলাদেশ-এ, আফগানিস্তান-এ এবং ওমান-এ সহ মোট ৮টি দল অংশগ্রহণ করবে। ২৩ জুলাই অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল।
১৯ জুলাই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান ১৯ জুলাই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান
advertisement
advertisement
৮ টি দল ২ গ্রুপে বিভক্ত
৮ টি দল ২ গ্রুপে ভাগ করা হয়েছে৷  ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে  পাকিস্তান, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি৷ এই গ্রুপটি  বি গ্রুপ৷  অন্যদিকে গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং ওমান। ১৩ জুলাই বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এক একটি দল গ্রুপ পর্বে ৩ টি করে ম্যাচ খেলবে৷
advertisement
কবে কার সঙ্গে লড়বে টিম ইন্ডিয়া?
ভারতীয় দল ১৪ জুলাই সংযুক্ত আরব আমিরশাহিতে বিরুদ্ধে অভিযান শুরু করবে। এরপর ১৭ জুলাই নেপাল ও ১৯ জুলাই পাকিস্তানের মুখোমুখি হবে।
এমার্জিং এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড: সাই সুদর্শন, অভিষেক শর্মা, যশ ধুল (সি), নিকিন জোশ, প্রদোষ রঞ্জন পল, রিয়ান পরাগ, নিশান্ত সান্ধু, প্রভসিমরান সিং, ধ্রুব জুরেল, মানব সুথার, আকাশ সিং, নীতীশ কুমার রেড্ডি, রাজবর্ধন হেঙ্গারগকর , যুবরাজ সিং দোদিয়া, হর্ষিত রানা।
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: এশিয়া কাপ-বিশ্বকাপ নয়, তার আগেই ভারত বনাম পাকিস্তান মেগা ম্যাচ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement