Weather Forecast: ঘূর্ণিঝড় 'দিতওয়া' এগিয়ে আসছে! শীতেও তাপমাত্রা পরিবর্তন, বাংলায় কী প্রভাব? জেনে নিন বিশদে
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Tias Banerjee
Last Updated:
Weather Forecast: ঘূর্ণিঝড় Ditwah শ্রীলঙ্কায় ১৫৩ জনের মৃত্যু, ২০০ নিখোঁজ। Ditwah দ্রুত তামিলনাড়ু, পুঁদুচেরি, অন্ধ্র উপকূলের দিকে. কলকাতায় তাপমাত্রা ১৭-২৮°C, শীতের আমেজ বজায়।
advertisement
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দিতওয়া (Ditwah) উপকূলের খুব কাছাকাছি এলেও আজ, রবিবার, স্থলভাগে আছড়ে পড়ছে না। এটি উত্তর–উত্তরপশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু–পুদুচেরি উপকূলের ২৫ থেকে ৬০ কিলোমিটার দূরে সমুদ্রের উপর দিয়ে চলবে। ঘূর্ণিঝড়টির বাংলায় কোনও প্রত্যক্ষ প্রভাব নেই, তবে বাতাসের গতিবেগ বদলানোর ফলে তাপমাত্রায় ওঠানামা শুরু হয়েছে।
advertisement
ভদক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে পারদ থাকবে স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি। সোমবার পর্যন্ত তাপমাত্রার তেমন পরিবর্তন নেই। মঙ্গলবার থেকে ধীরে ধীরে নামবে তাপমাত্রা। আপাতত শুষ্ক আবহাওয়া। সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। এক-দু’টি জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। ভোর ও রাতে হালকা শীতের অনুভূতি বজায় থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ১৪ ডিগ্রির ঘরে। আজ রবিবার সকাল–রাতে শীতের আমেজ থাকলেও দুপুরে কিছুটা কমবে সেই অনুভূতি। কিছু জেলায় সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েইছে।
advertisement
advertisement
advertisement
advertisement







