হোম /খবর /খেলা /
ম্যাচের মাঝে প্রকৃতির ডাক! বাথরুম গেল ক্রিকেটার, অপেক্ষা করল দুই দল

Sai Sudarshan: ম্যাচের মাঝে প্রকৃতির ডাক! বাথরুম গেল ক্রিকেটার, অপেক্ষা করল দুই দল

Sai Sudarshan: অভিষেক ম্যাচ ছিল তাঁর। এমন ম্যাচে নেমেই কি না প্রকৃতির ডাকে সাড়া দিতে হল!

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: আইপিএল ২০২২-এ শুক্রবার পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটানসের মধ্যে ম্যাচে গুজরাট জিতেছে। গুজরাটের জয়ের নায়ক রাহুল তেওতিয়া। শেষ ২ বলে ২টি ছক্কায় দলকে রোমাঞ্চকর জয় এনে দেন তিনি। এই ম্যাচে ২০ বছর বয়সী ব্যাটার সাই সুদর্শন গুজরাটের হয়ে আইপিএলে অভিষেক হয়েছে।

৩০ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাই। কিন্তু ম্যাচ চলাকালীন তাঁকে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। প্রকৃতির ডাকে সাড়া দিতে ম্যাচের মাঝেই মাঠের বাইরে যেতে হয় তাঁকে। গুজরাটের ইনিংসের চতুর্থ ওভার শেষ হওয়ার পর এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন- অনবদ্য গিল, তেওয়াতিয়ার জোড়া ছক্কায় প্রায় হারা ম্যাচ জয় গুজরাতের

শুভমন গিলের সঙ্গে ব্যাট করা সাই সুদর্শন হঠাৎই মাঠ ছাড়েন। সেই কারণে কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়। পরে দেখা যায় শৌচাগারের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। তবে এক ওভারের পর টাইম আউট নেওয়া হয়।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে বিজয় শঙ্করের জায়গায় গুজরাট টাইটান্সের হয়ে অভিষেকের সুযোগ পান সাই সুদর্শন। অভিষেক ম্যাচেই তিনি ৩০ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৫ রান করেন। শুভমান গিলের সঙ্গে দ্বিতীয় উইকেটে 101 রানের পার্টনারশিপ খেলেন। তাঁর ইনিংসের সাহায্যে গুজরাট শেষ ১৯০ রানের লক্ষ্যে পৌঁছয়।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগের গত মরসুমে এই বাঁহাতি ব্যাটার দুর্দান্ত পারফরর্ম করেছিলেন। তিনি 8 ইনিংসে 358 রান করেন। লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকারী ছিলেন। সৈয়দ মুশতাক আলি টি-টোয়েন্টি ট্রফি এবং বিজয় হাজারে টুর্নামেন্টের জন্য তামিলনাড়ু দলে জায়গা পান তিনি।

সাঁইয়ের পরিবার খেলাধুলার সঙ্গে যুক্ত। তাঁর বাবা একজন ক্রীড়াবিদ ছিলেন। সাউথ এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। মা ঊষা ভরদ্বাজও ভলিবলে তামিলনাড়ুর হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আইপিএল ২০২২-এ পৌঁছানোর আগে সাই চেন্নাইতে বয়স গ্রুপ এবং লিগ ক্রিকেটে প্রচুর রান করেছেন। তিনি যশস্বী জয়সওয়ালের সঙ্গে ২০১৯-২০ অনূর্ধ্ব-১৯ চ্যালেঞ্জার ট্রফিতে ভারত-এ-র হয়ে ভাল খেলেছিলেন। সেই টুর্নামেন্টে প্রিয়ম গর্গ, তিলক ভার্মা এবং রবি বিষ্ণোইয়ের মতো খেলোয়াড়রাও খেলেছিলেন।

আরও পড়ুন- ১৫ তলার বারান্দা থেকে কোন মদ্যপ ক্রিকেটার ঝুলিয়েছিল, নামটা বলুক চাহাল- সেহওয়াগ

প্রয়োজনে লেগ স্পিনও করতে পারেন সাঁই। এম অশ্বিনের অনুপস্থিতিতে বিজয় হাজারে ট্রফির একটি ম্যাচে বাংলার বিরুদ্ধে উইকেট নেন তিনি।

Published by:Suman Majumder
First published:

Tags: Gujrat Titans, IPL 2022