কে সলমন খান! ভাইজান হা করে তাকিয়ে, পাশ দিয়ে চলে গেলেন রোনাল্ডো
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Salman Khan: হা করে তাকিয়ে সলমন খান। পাশ দিয়ে হেঁটে চলে গেলেন রোনাল্ডো।
নয়াদিল্লি: বলিউডে তিনি দাবাং খান। তাঁর কী ক্ষমতা, তা কাউকে বোঝানোর দরকার নেই। কিন্তু সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে হাসাহাসি হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন সলমান খান। হা করে তাকিয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে।
রোনাল্ডো পাশ দিয়ে চলে গেলেন। সলমান খানের মতো বলিউড তারকাকে চিনতেও পারলেন না, কথা বলা তো দূরের কথা। ভিডিওতে দেখা যাচ্ছে, সলমান খান তাঁর দিকে হা করে তাকিয়ে ছিলেন। তবে ভাইজানকে চিনতেই পারেননি সিআরসেভেন।
আরও পড়ুন- ভারতীয় দলের জন্য মেগা সুখবর, কবে থেকে ম্যাচ খেলবেন হার্দিক এল আপডেট
কেআরকে, যিনি বলিউড সেলেবদের খোঁচা দেন মাঝেসাঝেই, তিনি ওই ভিডিও টুইটারে শেয়ার করেছেন। তিনি টুইট করে লিখেছেন- ‘ইনি বিশ্ব বিখ্যাত খেলোয়াড় ক্রিস্টিয়ানো। কিন্তু তিনি ছোটখাটো অভিনেতাদের চেনেন না।’
advertisement
advertisement
একজনএকটি ছবি শেয়ার করে লিখেছেন- ‘এটা একরকম অপমান।’ আরেকজন লিখেছেন- ‘ভাইজানকে উপেক্ষা করল?’ অন্যজন লিখেছেন- ‘মনে হচ্ছে সালমান খান এবার কাঁদবেন।’ আরেকজন লিখেছেন- ‘এটা ঠিক যেন মারিয়া শারাপোভা জানেন না সচিন তেন্ডুলকর কে, তেমন ঘটনা।’
He is a world famous player @Cristiano and he doesn’t recognise Chote – Mote actors of Bollywood. pic.twitter.com/zu6kTzmbt0
— KRK (@kamaalrkhan) October 30, 2023
advertisement
আরও পড়ুন- Rohit Sharma: ইংরেজদের উড়িয়ে জয়ের ছক্কা ভারতের,রোহিত শর্মা গড়লেন ৫ নতুন রেকর্ড
১২ নভেম্বর মুক্তি পেতে চলেছে সালমান খানের ছবি ‘টাইগার 3’। এই ছবিতে সালমানের সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমি। এই ছবিটি পরিচালনা করেছেন মনীশ শর্মা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2023 7:04 PM IST