Turkey Earthquake: তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ ছিলেন, ধ্বংসস্তূপের নীচে খোঁজ মিলল ঘানার তারকা ফুটবলার আতসুর

Last Updated:

ভূমিকম্পের পর পরই হাতায়স্পোর ক্লাবের বাকি ফুটবলার এবং সদস্যদের ধ্বংসস্তূপের ভিতর থেকে উদ্ধার করা হয়৷ কিন্তু খোঁজ মিলছিল না আতসু এবং ক্লাবের এক ফুটবল কর্তার৷

তুরস্ক ফুটবল লিগে খেলতেন ক্রিস্টিয়ান আতসু৷
তুরস্ক ফুটবল লিগে খেলতেন ক্রিস্টিয়ান আতসু৷
ইস্তানবুল: তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর খোঁজ মিলল৷ তুরস্কের ফুটবল লিগে খেলা ঘানার এই ফুটবলার গতকাল ভূমিকম্পের পর থেকেই নিখোঁজ ছিলেন৷ শেষ পর্যন্ত ধ্বংসস্তূপের নীচ থেকে তাঁর খোঁজ মেলে৷ যদিও ৩১ বছর বয়সি ওই ফুটবলারের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি৷
তবে দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ার ফলে আতসুর ডান পায়ে চোট লেগেছে৷ পাশাপাশি তাঁর শ্বাসকষ্টেরও সমস্যা রয়েছে৷
advertisement
তুরস্ক সুপার লিগে আনতাকিয়া শহরের ক্লাব হাতায়স্পোরের হয়ে খেলেন আতসু৷ অতীতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউ ক্যাসল ইউনাইটেড, এভার্টনের মতো ক্লাবেও খেলেছেন ঘানার এই তারকা ফুটবলার৷ খেলেছেন এফ সি পোর্তোতেও৷ আনতাকিয়া শহর সিরিয়া সীমান্তের কাছেই অবস্থিত৷ ফলে সেখানেও ভূমিকম্পের যথেষ্ট প্রভাব পড়েছে৷
advertisement
ভূমিকম্পের পর পরই হাতায়স্পোর ক্লাবের বাকি ফুটবলার এবং সদস্যদের ধ্বংসস্তূপের ভিতর থেকে উদ্ধার করা হয়৷ কিন্তু খোঁজ মিলছিল না আতসু এবং ক্লাবের এক ফুটবল কর্তার৷ ফলে উদ্বিগ্ন হয়ে পড়েন ফুটবল অনুরাগীরা৷ নিউ ক্যাসলের পক্ষ থেকে আতসুর সুস্থতা কামনা করে একটি ট্যুইট করা হয়৷ শেষ পর্যন্ত এই ফুটবলার জীবিত অবস্থায় উদ্ধার হওয়ায় স্বস্তি ফেরে ফুটবল মহলে৷
advertisement
তুরস্ক এবং সিরিয়ার এই ভয়াল ভূমিকম্পে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গিয়েছে৷ ভূমিকম্পের জেরে ২০ হাজার মৃত্যুর আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
বাংলা খবর/ খবর/খেলা/
Turkey Earthquake: তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ ছিলেন, ধ্বংসস্তূপের নীচে খোঁজ মিলল ঘানার তারকা ফুটবলার আতসুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement