আফ্রিদির সঙ্গে দেখা, চোখ তুলে তাকালেন না গম্ভীর! ভাইরাল ছবিতে মিম-এর বন্যা

Last Updated:

Gautam Gambhir: গৌতম গম্ভীরের সঙ্গে দেখা শাহিদ আফ্রিদির! এমন ছবি রোজ রোজ দেখা যায় না কিন্তু।

কাতার: মাঠে হোক বা মাঠের বাইরে, তাঁদের লড়াই লেগেই থাকে। সাপে-নেউলে সম্পর্ক বললেও ভুল বলা হবে না হয়তো! শাহিদ আফ্রিদি ও গৌতম গম্ভীরের যে কতবার বাকযুদ্ধ হয়েছে তা গুণে বলা মুশকিল।
ক্রিকেট অদ্ভুত। সেই আফ্রিদি ও গম্ভীরকে আবার এক ফ্রেমে এনে ফেলল। আফ্রিদি অবশ্য বেশ হাসিখুশি ছিলেন। তবে গম্ভীর তাঁর নামের মাহাত্ম্য বোঝালেন। আফ্রিদির দিকে চোখ তুলে তাকালেন না পর্যন্ত!
তিনি বর্তমানে বিজেপি সাংসদ। ফলে পাকিস্তান নিয়ে মাঝেসাঝে কড়া বক্তব্য রাখতে হয় গৌতম গম্ভীরকে। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার ও অধিনায়ক শাহিদ আফ্রিদি অবশ্য টিভি শো-তে বসে একাধিকবার গম্ভীরকে পাল্টা জবাব দিয়েছেন। গম্ভীরও ছেড়ে কথা বলেননি।
advertisement
advertisement
আরও পড়ুন- শুভমনের দুর্দান্ত সেঞ্চুরি, আউট পূজারা! আহমেদাবাদ টেস্ট লড়ছে ভারত
লাইভ টিভিতেও গম্ভীর ও আফ্রিদির ঝামেলা বেঁধেছে। সেই ঝামেলা অন্য মাত্রা পেত। তবে এবার ক্রিকেটের জন্য আবার মাঠে দেখা দুই কিংবদন্তির। লেজেন্ডস ক্রিকেট লিগে আফ্রিদির দিকে তাকালেন না গম্ভীর। আফ্রিদি অবশ্য হাত বাড়িয়ে দিলেন। গম্ভীর করমর্দন করলেন না তাকিয়েই।
advertisement
টসের সময় দুই তারকার দেখা হয়েছিল। এর পরও অবশ্য আফ্রিদি সৌহার্দ্য বজায় রাখেন। আবদুর রজ্জাকের একটি ডেলিভারি খেলতে গিয়ে হালকা চোট পান গম্ভীর। তার পরই সিঙ্গলস নেন তিনি। তখন আফ্রিদি এগিয়ে এসে গম্ভীরের সঙ্গে কথা বলেন। গম্ভীর হাবভাবে বুঝিয়ে দেন, চোট গুরুতর নয়।
advertisement
আরও পড়ুন- ক্রিকেটে এক বলে সর্বোচ্চ কত রান হতে পারে? জানলে চক্ষু চড়কগাছ হবে আপনারও
দুই তারকার মাঠে দেখা হওয়া নিয়ে অবশ্য সোশ্যাল মিডিয়ায় মিম-এর বন্যা। দুজনের আদায়-কাঁচ কলায় সম্পর্কের ব্যাপারে কে না জানে! তাই এই ছবি নিয়ে মশকরা চলল দিনভর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আফ্রিদির সঙ্গে দেখা, চোখ তুলে তাকালেন না গম্ভীর! ভাইরাল ছবিতে মিম-এর বন্যা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement