Viral News: ক্রিকেটে এক বলে সর্বোচ্চ কত রান হতে পারে? জানলে চক্ষু চড়কগাছ হবে আপনারও

Last Updated:
Viral News: বর্তমানে দেশে সবথেকে জনপ্রিয় খেলাটির নাম ক্রিকেট। ক্রিকেটে একটি বৈধ বলে সর্বোচ্চ কত রান হতে পারে? এই প্রশ্ন করলেন অনেকেই বলবেন ৬। কিন্তু ক্রিকেটে এমন কিছু রেকর্ড রয়েছে যা জানলে চমকে যাবেন।Viral News: বর্তমানে দেশে সবথেকে জনপ্রিয় খেলাটির নাম ক্রিকেট। ক্রিকেটে একটি বৈধ বলে সর্বোচ্চ কত রান হতে পারে? এই প্রশ্ন করলেন অনেকেই বলবেন ৬। কিন্তু ক্রিকেটে এমন কিছু রেকর্ড রয়েছে যা জানলে চমকে যাবেন।
1/10
বর্তমানে দেশে সবথেকে জনপ্রিয় খেলাটির নাম ক্রিকেট। তারকা ক্রিকেটারদের এদেশে শুধু সেলিব্রেটি নয় কার্যত ভগবানের আসনে বসানো হয়। আর প্রিয় খেলার নানা খুঁটিনাটি নিয়ে ক্রিকেট প্রেমিদের মধ্যে জানার কৌতুহলও কম নয়। আজ এমন একটি বিষয় নিয়ে জানাবো যা অনেকের অজানা। একটি বৈধ বলে সর্বোচ্চ কত রান হতে পারে? এই প্রশ্ন করলেন অনেকেই বলবেন ৬। কিন্তু ক্রিকেটে এমন কিছু আজব রেকর্ড রয়েছে যা জানলে চমকে যাবেন।
বর্তমানে দেশে সবথেকে জনপ্রিয় খেলাটির নাম ক্রিকেট। তারকা ক্রিকেটারদের এদেশে শুধু সেলিব্রেটি নয় কার্যত ভগবানের আসনে বসানো হয়। আর প্রিয় খেলার নানা খুঁটিনাটি নিয়ে ক্রিকেট প্রেমিদের মধ্যে জানার কৌতুহলও কম নয়। আজ এমন একটি বিষয় নিয়ে জানাবো যা অনেকের অজানা। একটি বৈধ বলে সর্বোচ্চ কত রান হতে পারে? এই প্রশ্ন করলেন অনেকেই বলবেন ৬। কিন্তু ক্রিকেটে এমন কিছু আজব রেকর্ড রয়েছে যা জানলে চমকে যাবেন।
advertisement
2/10
ক্রিকেটের নিয়ম অনুযায়ী একটি বৈধ বলে ব্যাটার শট মারার পর যতক্ষণ তা মাঠের মধ্যে থাকবে ততক্ষণ দৌড়ে যতখুশি রান নেওয়া যাবে। অবশ্যই আম্পায় বলটি ডেড না ঘোষণা করা পর্যন্ত। আর সত্যিই ক্রিকেটে একটি বৈধ বলে ৬-এর বেশি রান করার একাধিক নজির রয়েছে।
ক্রিকেটের নিয়ম অনুযায়ী একটি বৈধ বলে ব্যাটার শট মারার পর যতক্ষণ তা মাঠের মধ্যে থাকবে ততক্ষণ দৌড়ে যতখুশি রান নেওয়া যাবে। অবশ্যই আম্পায় বলটি ডেড না ঘোষণা করা পর্যন্ত। আর সত্যিই ক্রিকেটে একটি বৈধ বলে ৬-এর বেশি রান করার একাধিক নজির রয়েছে।
advertisement
3/10
২০০৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক বলে ৮ রান নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডস। চার রান নিয়েছিলেন দৌড়ে, আর বাকি চার রান এসেছিল ওভার থ্রো থেকে। তবে সাইমন্ডস একা নন। ১৯২৮-২৯ মরসুমে ইংল্যান্ডের প্যাটি হেনড্রেন এবং ১৯৮০-৮১ মরসুমে নিউজিল্যান্ডের জন রাইটও একই ভাবে এক বলে আট রান নিয়েছিলন।
২০০৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক বলে ৮ রান নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডস। চার রান নিয়েছিলেন দৌড়ে, আর বাকি চার রান এসেছিল ওভার থ্রো থেকে। তবে সাইমন্ডস একা নন। ১৯২৮-২৯ মরসুমে ইংল্যান্ডের প্যাটি হেনড্রেন এবং ১৯৮০-৮১ মরসুমে নিউজিল্যান্ডের জন রাইটও একই ভাবে এক বলে আট রান নিয়েছিলন।
advertisement
4/10
তবে এমন একটি গল্প প্রচলিত আছে যা জানলে চমকে যাবেন। রেকর্ড বুকে না থাকলেও, ইংরেজি জার্নাল 'পাল মেল' গেজেটে এই ম্যাচের খবর ছাপা হয়েছিল। ১৮৯৪ সালে অস্ট্রেলিয়ান লিগে ভিক্টোরিয়ার এক ব্যাটসম্যান জোরাল এক শট মারেন। বল বাউন্ডারি পেরোনোর আগেই মাঠের মধ্যে থাকা একটি গাছের উঁচু ডালে আটকে যায়। এর মধ্যেই ভিক্টোরিয়ার দুই ব্যাটসম্যান রানের জন্য দৌড় শুরু করেন।
তবে এমন একটি গল্প প্রচলিত আছে যা জানলে চমকে যাবেন। রেকর্ড বুকে না থাকলেও, ইংরেজি জার্নাল 'পাল মেল' গেজেটে এই ম্যাচের খবর ছাপা হয়েছিল। ১৮৯৪ সালে অস্ট্রেলিয়ান লিগে ভিক্টোরিয়ার এক ব্যাটসম্যান জোরাল এক শট মারেন। বল বাউন্ডারি পেরোনোর আগেই মাঠের মধ্যে থাকা একটি গাছের উঁচু ডালে আটকে যায়। এর মধ্যেই ভিক্টোরিয়ার দুই ব্যাটসম্যান রানের জন্য দৌড় শুরু করেন।
advertisement
5/10
অন্যদিকে, বিপক্ষ দল বল হারিয়ে যাওয়ার সঙ্কেত দিতে আম্পায়ারের কাছে আর্জি জানায়। কিন্তু বল তো গাছের ডালে আটকে রয়েছে। আর স্পষ্ট দেখাও যাচ্ছে। তাই আম্পায়ার আর কী করে বল হারিয়ে যাওয়ার সঙ্কেত দিতে পারেন! বিপক্ষ দলের আবেদনে সাড়া না দিয়ে আম্পায়ার গাছের ডাল ছেঁটে বল পাড়ার নির্দেশ দেন গ্রাউন্ড স্টাফকে।
অন্যদিকে, বিপক্ষ দল বল হারিয়ে যাওয়ার সঙ্কেত দিতে আম্পায়ারের কাছে আর্জি জানায়। কিন্তু বল তো গাছের ডালে আটকে রয়েছে। আর স্পষ্ট দেখাও যাচ্ছে। তাই আম্পায়ার আর কী করে বল হারিয়ে যাওয়ার সঙ্কেত দিতে পারেন! বিপক্ষ দলের আবেদনে সাড়া না দিয়ে আম্পায়ার গাছের ডাল ছেঁটে বল পাড়ার নির্দেশ দেন গ্রাউন্ড স্টাফকে।
advertisement
6/10
অনেক চেষ্টা সত্ত্বেও বল তো আর গাছের ডাল ছেড়ে পড়ে না। তখন গ্রাউন্ড স্টাফ হন্তদন্ত হয়ে বন্দুক থেকে বল লক্ষ্য করে গুলি ছোড়েন। বল মাটিতে পড়ে। ততক্ষণে ভিক্টোরিয়ায় ব্যাটসম্যানরা ২৮৬ বার উইকেটের মধ্যে দৌড়ে ফেলেন। এরপর ভিক্টোরিয়া তাদের ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অর্থাৎ এক বলের পরেই ইনিংস ডিক্লেয়ারও করে দেয়া হয়। ভিক্টোরিয়াই এই ম্যাচে জয়ী হয়েছিল।
অনেক চেষ্টা সত্ত্বেও বল তো আর গাছের ডাল ছেড়ে পড়ে না। তখন গ্রাউন্ড স্টাফ হন্তদন্ত হয়ে বন্দুক থেকে বল লক্ষ্য করে গুলি ছোড়েন। বল মাটিতে পড়ে। ততক্ষণে ভিক্টোরিয়ায় ব্যাটসম্যানরা ২৮৬ বার উইকেটের মধ্যে দৌড়ে ফেলেন। এরপর ভিক্টোরিয়া তাদের ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অর্থাৎ এক বলের পরেই ইনিংস ডিক্লেয়ারও করে দেয়া হয়। ভিক্টোরিয়াই এই ম্যাচে জয়ী হয়েছিল।
advertisement
7/10
এমন এমন গল্প আছে এ নিয়ে যা বিশ্বাস করা কঠিন। কিন্তু তা যে মিথ্যে তা প্রমাণ করারও কোনো উপায় নেই। এক বলে সর্বোচ্চ রানের ফার্স্ট ক্লাস রেকর্ডটি ১০। ১৮৭৩ সালে আলবার্ট হর্নবাই করেছিলেন। ১৯০০ সালে ১ বলে ১০ রান করেছিলেন স্যামুয়েল উডও। কিন্তু কিংবদন্তি বলছে, ১ বলে এর চেয়ে অনেক বেশি রান হয়েছে।
এমন এমন গল্প আছে এ নিয়ে যা বিশ্বাস করা কঠিন। কিন্তু তা যে মিথ্যে তা প্রমাণ করারও কোনো উপায় নেই। এক বলে সর্বোচ্চ রানের ফার্স্ট ক্লাস রেকর্ডটি ১০। ১৮৭৩ সালে আলবার্ট হর্নবাই করেছিলেন। ১৯০০ সালে ১ বলে ১০ রান করেছিলেন স্যামুয়েল উডও। কিন্তু কিংবদন্তি বলছে, ১ বলে এর চেয়ে অনেক বেশি রান হয়েছে।
advertisement
8/10
১৮৯৪ সালের একটি সংবাদপত্র জানাচ্ছে, ১ বলে ৯৩ রান হয়েছিল! ২৬ মে পেকহাম পুশার্স ও ক্যামবারওয়েল আলবিয়ন খেলছিল। আলবিয়ন ১২৯ রান করলো। খেলার শেষ হতে বাকি আর ৫৫ মিনিট। তখন ড্র'ই হবে ভাবা হচ্ছিল। পুশার্স ব্যাটিংয়ে নামলো। জেএইচ ব্রাউন বড় শট নিলেন প্রথম বলেই। একটা টিলার ওপর পাখির বাসায় গিয়ে বল আটকায়। ফিল্ডার বল আনার আগেই ৯৩ রান হয়ে গেলো। পুশার্স শেষ পর্যন্ত ৪ উইকেটে জেতে।
১৮৯৪ সালের একটি সংবাদপত্র জানাচ্ছে, ১ বলে ৯৩ রান হয়েছিল! ২৬ মে পেকহাম পুশার্স ও ক্যামবারওয়েল আলবিয়ন খেলছিল। আলবিয়ন ১২৯ রান করলো। খেলার শেষ হতে বাকি আর ৫৫ মিনিট। তখন ড্র'ই হবে ভাবা হচ্ছিল। পুশার্স ব্যাটিংয়ে নামলো। জেএইচ ব্রাউন বড় শট নিলেন প্রথম বলেই। একটা টিলার ওপর পাখির বাসায় গিয়ে বল আটকায়। ফিল্ডার বল আনার আগেই ৯৩ রান হয়ে গেলো। পুশার্স শেষ পর্যন্ত ৪ উইকেটে জেতে।
advertisement
9/10
গিনেজ বুক বলছে একটি বৈধ বলে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ডটি রয়েছে অস্ট্রেলিয়ার একটি ক্লাবের। ১৯৯২ সালে ম্যাচ চলাকালীন মাঠের লম্বা ঘাসে বল হারিয়ে গেলে ব্যাটসম্যানরা শুধুমাত্র দৌড়ে ১৭ রান নেন।  অস্ট্রেলিয়ার এক ক্লাব ম্যাচে গ্যারি চ্যাপম্যান ব্যাট করছিলেন। বড় একটা শটে বলটা উপর থেকে পড়ে লম্বা ঘাসের মধ্যে হারিয়ে গেলো। বল খুঁজে পেতে যে সময় লাগলো ততক্ষণে হয়ে গেছে ১৭ রান।
গিনেজ বুক বলছে একটি বৈধ বলে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ডটি রয়েছে অস্ট্রেলিয়ার একটি ক্লাবের। ১৯৯২ সালে ম্যাচ চলাকালীন মাঠের লম্বা ঘাসে বল হারিয়ে গেলে ব্যাটসম্যানরা শুধুমাত্র দৌড়ে ১৭ রান নেন। অস্ট্রেলিয়ার এক ক্লাব ম্যাচে গ্যারি চ্যাপম্যান ব্যাট করছিলেন। বড় একটা শটে বলটা উপর থেকে পড়ে লম্বা ঘাসের মধ্যে হারিয়ে গেলো। বল খুঁজে পেতে যে সময় লাগলো ততক্ষণে হয়ে গেছে ১৭ রান।
advertisement
10/10
তবে একথা বলে রাখা ভালো যে ১ বলে ২৮৬ রান হওয়ার খবর ওই ইংরেজি জার্নালে লেখা হলেও এর কোনও প্রমাণ মেলেনি। আর ক্লাব ইতিহাস লেখার সময় চ্যাপম্যান নিজেও ১ বলে ১৭ রান হওয়ার ঘটনা উল্লেখ করেছেন। প্রমাণের অভাবে ১ বলে ২৮৬ রানকে মেনে নেয়া যায় না। গিনিজ বুক অনুযায়ী এক বলে ১৭ রান অনেক গ্রহণ যোগ্য।
তবে একথা বলে রাখা ভালো যে ১ বলে ২৮৬ রান হওয়ার খবর ওই ইংরেজি জার্নালে লেখা হলেও এর কোনও প্রমাণ মেলেনি। আর ক্লাব ইতিহাস লেখার সময় চ্যাপম্যান নিজেও ১ বলে ১৭ রান হওয়ার ঘটনা উল্লেখ করেছেন। প্রমাণের অভাবে ১ বলে ২৮৬ রানকে মেনে নেয়া যায় না। গিনিজ বুক অনুযায়ী এক বলে ১৭ রান অনেক গ্রহণ যোগ্য।
advertisement
advertisement
advertisement