Thomas Cup 2022: সচিন-বিরাট থেকে সাইনা সকলেই মুগ্ধ ভারতের সোনার ছেলেদের পারফরম্যান্সে

Last Updated:

ইতিহাসে ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল৷ পুরো দেশ তাঁদের সাফল্যের জোয়ারে ভাসছে৷

 From pm to sports and bollywood fraternity all wishes indian badminton team
From pm to sports and bollywood fraternity all wishes indian badminton team
#ব্যাঙ্কক: প্রতিষ্ঠিত থমাস কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম খেতাব জিতেছে৷ রবিবার ভারত সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ দারুণ আনন্দে ভেসে যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর সকলেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন খেতাব জয়ী শাটলারের দলকে৷
ম্যাচের আগে ভারত মাতা কি জয় স্লোগান তুলে কোর্টে আসেন ভারতীয় খেলোয়াড়রা। লক্ষ্য সেন ও কিদাম্বি শ্রীকান্ত একক ম্যাচ জিতেছেন। অন্যদিকে, সাত্ত্বিক সাইরাজ এবং চিরাগ শেঠির জুটি ডাবলস ম্যাচ জিতে নেয়। এর আগে, ভারতীয় দল সেমিফাইনালে রোমাঞ্চকর ম্যাচে ২০১৬ সালের চ্যাম্পিয়ন ডেনমার্ককে ৩-২ ব্যাবধানে হারিয়েছিল। একইসঙ্গে কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরেছিল পাঁচবারের চ্যাম্পিয়ন মালয়েশিয়া। আর ফাইনালে হারল  ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া৷
advertisement
advertisement
advertisement
advertisement
বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক জয়ী লক্ষ্য সেন এবং কিদম্বি শ্রীকান্ত ছাড়াও সাত্বিক সাইরাজ রংকিরেড্ডি এবং চিরাগ শেট্টি দুনিয়ার অষ্টম নম্বর জুটিকে ব্যাঙ্ককে আয়োজিত ফাইনালে হারিয়ে দেয়৷ এরফলে ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া হেরে যায়৷ এই দুরন্ত সাফল্যের পরেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলকে নিয়ে উচ্ছ্বাসে ভাসেন সকলেই৷
ইতিহাসে ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল৷ পুরো দেশ তাঁদের সাফল্যের জোয়ারে ভাসছে৷ তাঁদের বর্তমান পারফরমেন্সে শুভেচ্ছার পাশাপাশি ভবিষ্যতের জন্য আগাম শুভকামনা এসেছে৷ তাঁদের এই পারফরম্যান্স আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Thomas Cup 2022: সচিন-বিরাট থেকে সাইনা সকলেই মুগ্ধ ভারতের সোনার ছেলেদের পারফরম্যান্সে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement