ম্যাচ চলাকালীন বিকট শব্দ ও আলো! মুহূর্তে শেষ সবকিছু, ভিডিও দেখলে শিউড়ে উঠবেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Footballer dead by lightning: ফুটবল ম্যাচ চলাকালীন মর্মান্তিক ঘটনা। যেই ভিডিও দেখে শিউড়ে উঠছেন সকলেই। ম্যাচ চলার সমায় হঠাৎই বাজ পড়ে ফুটবলারের মৃত্যু। ভিডিও দেখলে শিউড়ে উঠবেন।
ফুটবল ম্যাচ চলাকালীন মর্মান্তিক ঘটনা। যেই ভিডিও দেখে শিউড়ে উঠছেন সকলেই। ম্যাচ চলার সমায় হঠাৎই বাজ পড়ে মাঠে। সেই বাজ পড়ে এক ফুটবলারের উপর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ফুটবলার। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে সব শেষ। ডাক্তার ওই ফুটবলারকে মৃত বলে ঘোষণা করেন।
এই দুর্ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়া পশ্চিম জাভার সিলিওয়াঙ্গি স্টেডিয়ামে। স্থানীয় দুটি ক্লাব ফসি বান্দুং এবং এফবিআই শুভাংয়ের মধ্যে প্রীতি ম্যাচ চলছিল। খারাপ আবহাওয়ার মধ্যেই চলছিল ম্যাচ। খেলার সময় তখন সবে ১৫ মিনিট অতিক্রান্ত হয়েছে। সেই সময়ই হঠাৎই বিকট শব্দ। মাঠের মাঝে বাজ পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা বিদ্যুৎ সরাসরি ওই ফুটবলারের গায়ে পড়ে। সেকেন্ডের মধ্যেই মাঠে পড়ে যান তিনি।
advertisement
Lightning ⚡ kills a footballer in Indonesia while on field.
Buhari. Mc Tommy. Soso. Afghanistan. Urhobo. Zaidu. No Light. Kenyans. Kessie. pic.twitter.com/laW3Aj48E5
— SAVAGE REPLIES 😦👿 (@barywyte) February 12, 2024
advertisement
advertisement
ঘটনার আকস্মিকতায় মাঠে হইচই পড়ে যায়। ভয়ে প্রথমে অন্য প্লেয়াররা পালাতে শুরু করে। কেউ নিজেদের রক্ষা করতে মাঠে শুয়ে পড়েন। পরে দেখেন সতীর্থকে মাঠে পড়ে থাকতে। কিছু সময়ের মধ্যেই ওই ফুটবলারকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা খেলোয়াড়কে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে ফুটবলারের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ ফুটবল মহল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2024 11:03 AM IST