সেমসাইড গোলের রেকর্ড রাশিয়ায় ! অপ্রত্যাশিত এমন ভুলে বিপদে পড়ছে অনেক দলই

Last Updated:

রাশিয়া কি শেষ পর্যন্ত আত্মঘাতী গোলের বিশ্বকাপ হয়ে দাঁড়াবে ?

#মস্কো:  রাশিয়া কি শেষ পর্যন্ত আত্মঘাতী গোলের বিশ্বকাপ হয়ে দাঁড়াবে ? প্রথম রাউন্ডে ইতিমধ্যেই ৫টি সেমসাইড গোল ! অপ্রত্যাশিত এমন ভুলে অনেক টিমই বিপদে পড়েছে।
বল ক্লিয়ারের সময় ডিফেন্ডারদের ভুল যেন থামছে না। ক্লিয়ারিংয়ের গণ্ডগোলে হেরে যাচ্ছে তাদের টিম। ১৯ জুন পর্যন্ত রাশিয়া বিশ্বকাপে হয়েছে ১৭টি ম্যাচ। গোল হয়েছে ৪২টি। এর মধ্যে ৫টি আত্মঘাতী। এর আগে সবথেকে বেশি আত্মঘাতী গোল হয়েছিল ১৯৯৮-এ ফ্রান্স বিশ্বকাপে। সেবার ৬টি আত্মঘাতী গোলই দেখা গিয়েছিল ৷ এবছর বিশ্বকাপ শুরু হতে না হতেই সেই রেকর্ড ছুঁতে চলেছে টিমগুলি ৷
advertisement
এখনও গ্রুপের খেলা শেষ হয়নি। ডিফেন্ডারদের যা ফর্ম তাতে ১৯৯৮ এর রেকর্ড ভেঙে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার শুরুটা করেছিলেন মরক্কোর আজিজ বউহাডৌজ। ইরানের বিরুদ্ধে তাঁর আত্মঘাতী গোলে হেরে যায় মরক্কো। ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচে লজ্জার নায়ক অজি ডিফেন্ডার আজিজ বেহিচ। পোগবার শট তার পায়ে লেগে গোলে ঢোকে। ভার-এর মাধ্যমে গোল পায় ফ্রান্স।
advertisement
advertisement
পোল্যান্ড ম্যাচে সেনেগালের ইদ্রিসে গুইয়ে বক্সের বাইরে থেকে শট নেন। বল বাইরে যাচ্ছিল। কিন্তু বল পায়ে লাগিয়ে নিজেদের জালে তা পাঠিয়ে দেন থিয়াগো সিওনেক। বিশ্বকাপে প্রথম পোলিশ ফুটবলার হিসাবে লজ্জার নজির সিওনেকের।
advertisement
রাশিয়া-মিশর ম্যাচেও একই কাণ্ড। ক্লিয়ারের সময় নিজের গোলে বল ঢুকিয়ে ফেলেন আহমেদ ফাতাই। যে গোল খেয়ে পিছিয়ে যাওয়ার আর ম্যাচে ফিরতে পারেননি সালাহরা। ডিফেন্ডারদের এই কাণ্ডকারখানায় সোশাল মিডিয়া চলছে নানা রঙ্গ। কেউ কেউ বলছেন ওঁদের নামের পাশে স্ট্রাইকার বসিয়ে দিলেও মন্দ হয় না। যা স্ট্রাইক রেট।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সেমসাইড গোলের রেকর্ড রাশিয়ায় ! অপ্রত্যাশিত এমন ভুলে বিপদে পড়ছে অনেক দলই
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement