Copa America: মাঠ থেকে স্ত্রী আন্তোনেলাকে ফোন মেসির, পরিবারের সঙ্গে সেলিব্রেশন, Viral Video

Last Updated:

এদিন ম্যাচ জয়ের পর টুকরো, টুকরো সেলিব্রেশনের মুহূর্ত যোগ হল৷ পরিবারের সঙ্গে ফোনকলে আবেগের চিৎকার এল তাঁর গলা থেকে৷

Viral video how lionel messi celebrates copa america final victory with family - Photo Courtesy- Instagram
Viral video how lionel messi celebrates copa america final victory with family - Photo Courtesy- Instagram
#রিও ডি জেনেইরো: আবেগ সকলকেই ছুঁয়ে যায় কারো ক্ষেত্রে সেটার বহিঃপ্রকাশ কিছুটা বেশি, আরও কিছুটা কম৷ মেসির ক্ষেত্রেও অনেকটাই সেরকম৷ দেশের জার্সিতে এত বছরের ট্রফি খরা , অনেক সমালোচনা হজম করতে হয়েছে লিও মেসিকে৷ সব কিছুর জবাব দিলেন আজ৷ কোপা ফাইনাল জিতে নিজের ক্যাবিনেট ট্রফিতে দেশের জার্সিতে প্রথম ট্রফি জিতে নিলেন৷
এদিন ম্যাচ জয়ের পর টুকরো, টুকরো সেলিব্রেশনের মুহূর্ত যোগ হল৷ তা সোশ্যাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে৷ তার মধ্যে সবার নজর কাড়ল যেটা সেটা হল ফোনে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া৷
advertisement
advertisement
এর আগেই ফাইনালে আরও একটা গোল হলে নিঃসন্দেহে ছবিটা আরও পারফেক্ট হতে পারত , কিন্তু কোপা আমেরিকা ফাইনালে (Copa America Final) নিজের নামের পাশে গোল না থাকলে কি হবে, টুর্নামেন্টে তাঁর নামের পাশে চার গোল, টুর্নামেন্ট সেরা Lionel Messi৷ তবে সবচেয়ে বড় প্রাপ্তি জাতীয় দলের জার্সিতে তাঁর প্রথম ট্রফি৷ ২০১৬ -তে কোপা ফাইনালে খালি হাতে ফিরতে হয়েছিল এল এম টেনকে (Lionel Messi), কিন্তু এবার ডি মারিয়ার (Di Maria) সৌজন্যে ফাইনালের গোল তাঁর ও দেশের নামে কোপা আমেরিকা তুলে দিল৷
advertisement
এদিন ফাইনাল বাঁশি বাজার পরেই মাঠে দু হাতে মুখ ঢেকে মাঠে বসে পড়েন৷ ফুটবল রাজপুত্রের বিরুদ্ধে চিরকালীন অভিযোগ যে জাতীয় দলেক জার্সিতে ফ্লপ  মেসি , তাঁর পারফরম্যান্সের সব ঔজ্জ্বল্যই ক্লাব জার্সিতে৷ এর আগে তাঁর সমসাময়িক আরও দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের হয়ে ইউরো জিতেছেন অন্যদিকে নেইমার জাতীয় দলের জার্সিতে কোপা জিতেছেন৷
advertisement
তাই এদিন মেসি কী প্রচণ্ড ভাবে এই জয় চেয়েছিলেন তা ম্যাচ শেষে তাঁর তাৎক্ষণিক ভাবপ্রকাশে প্রমাণিত৷ দেখে নিন মেসির আবেগের সেই ভাইরাল ভিডিও৷
advertisement
সাধারণত মেসিকে বলা হয় তার আবেগের প্রকাশ কম, আসলে এখানেও তাঁর দেশের আরেক লেজেন্ড মারাদোনার সঙ্গে তাঁর তুলনা হয়৷ তাঁর আবেগের বহিঃপ্রকাশ এতটাই বেশি যে মেসি তাঁর থেকে অনেক সংযত আবেগ সকলের সামনে তুলে ধরেন৷ এদিন ম্যাচের পর কোচ লিওনেল স্যাকালোনিকে কোলে তুলে নেন৷
advertisement
আসলে শাপমোচনের এ় এক নতুন অধ্যায়৷ কোপা আমেরিকার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে খেলায় বাজিমাত মেসির আর্জেন্টিনার৷
বাংলা খবর/ খবর/খেলা/
Copa America: মাঠ থেকে স্ত্রী আন্তোনেলাকে ফোন মেসির, পরিবারের সঙ্গে সেলিব্রেশন, Viral Video
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement