UEFA Euro 2020: রাতে দুই ইউরোপ সেরার টক্কর, রোনাল্ডোর পর্তুগাল না বেলজিয়াম এগিয়ে কে

Last Updated:

সব তথ্য জেনে নিন এক ক্লিকে৷

#কলকাতা: বেলজিয়াম বনাম পর্তুগাল (Belgium-Portugal) - ইউরোর শেষ ষোলর (Round of 16) এই ম্যাচ এই পর্বের অন্যতম কঠিন ম্যাচ হতে চলেছে৷ এছাড়াও অবশ্য যে ম্যাচে সকলের নজর থাকবে সেটা ইংল্যান্ড বনাম জার্মানি  ( England-Germany)৷ এই ম্যাচে জিতে তবেই শেষ আটে যেতে পারে ইউরোপের এই দুই পাওয়ার হাউসের যে কোনও একটি৷ তা হতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল আর নয়তো রোমেলু লুকাকু-র বেলজিয়াম৷
গ্রুপ পর্বে বেলজিয়াম খুবই ভালো খেলেছে ৷ নিজেদের তিনটি ম্যাচের তিনটিতেই জিতেছে তারা৷ অন্যদিকে গ্রুপ অফ ডেথে ফ্রান্স , জার্মানি, হাঙ্গেরির সঙ্গে কঠিন লড়াইয়ে শেষ ষোলর টিকিট পর্তুগালের৷ পর্তুগালের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সামনে থেকে লড়েছেন৷ তৈরি করেছেন গোলের নতুন নজির৷ তিনি ইউরো ২০২০ (Euro 2020) সর্বোচ্চ গোলস্কোরার৷ তিনি ফ্রান্সের বিরুদ্ধে ২ টি গোল করেন৷ তাতে আন্তর্জাতিক ম্যাচে তাঁর মোট গোল হল ১০৯৷  ইরানের স্ট্রাইকার আলি দেইয়ের সঙ্গে সম সংখ্যক গোল তাঁর৷
advertisement
বেলজিয়ামে চোট থেকে ফিরেছে ইডেন হ্যাজার্ড৷ যা শেষ ১৬ -র ম্যাচের আগে তাঁদের বড় চান্স৷ পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস বেলজিয়ামকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন৷ তবে ডেনমার্কের বিরুদ্ধে যেভাবে পিছন থেকে ফিরে এসেছে তা বলেছেন৷ ফিফা ক্রমতালিকার এক নম্বর দল ৬ বার এরকম হয়েছে৷
advertisement
যে কোনও বড় টুর্নামেন্টে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও পর্তুগাল৷
advertisement
শেষ পাঁচ ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে অপরাজিত রয়েছে পর্তুগাল৷
শেষ পাঁচটি ইউরোপিয় টুর্নামেন্টের রাউন্ড অফ সিক্সটিনে বেলজিয়াম পৌঁছেছে৷
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সর্বোচ্চ গোলকারী ইউরোপিয় প্লেয়ার৷
কেভিন ডে ব্রুয়েন ১৩৪ মিনিট খেলে তিনটি  গোলে অ্যাসিস্ট করেছেন৷ তিনি একটি গোল করেছেন , ২ টি তে সাহায্য করেছেন৷
এ পর্যন্ত দুটি দল ১৮ বার মুখোমুখি হয়েছে৷ পর্তুগাল ৬ বার জিতেছে, আর বেলজিয়াম ৫ বার জিতেছে৷ ৭টি ম্যাচ ড্র হয়েছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
UEFA Euro 2020: রাতে দুই ইউরোপ সেরার টক্কর, রোনাল্ডোর পর্তুগাল না বেলজিয়াম এগিয়ে কে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement