Barcelona vs Dynamo Kyiv preview : দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বার্সেলোনার কঠিন লড়াই আজ কিয়েভের বিরুদ্ধে

Last Updated:

FC Barcelona injury crisis before important match against Dynamo Kyiv. মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ-ই’র লড়াইয়ে ডায়নামো কিয়েভের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এই ম্যাচে পয়েন্ট খোয়ালেই গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে

বার্সেলোনার বড় ভরসা ফাতি
বার্সেলোনার বড় ভরসা ফাতি
#কিয়েভ: লিও মেসি ক্লাব ছেড়েছেন। ছেড়েছেন লুইস সুয়ারেজ। এরপর থেকেই বার্সেলোনা সর্মথকরা ভেতরে ভেতরে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছিলেন। বার্সেলোনার শনির দশা কোনওমতেই কাটছে না। ক্রমাগত খারাপ পারফরম্যান্সের জেরে চাকরি খুইয়েছেন কোচ রোনাল্ড কোম্যান। দায়িত্ব সামলাচ্ছেন অম্তবর্তীকালীন কোচ সের্গে বারহুয়ান। তা সত্ত্বেও দলের হাল ফেরেনি। গত ম্যাচে আলাভেসের মতো দুর্বল প্রতিপক্ষের কাছেও আটকে গিয়েছে কাতালন ক্লাবটি। লা লিগা পয়েন্ট টেবিলে নবম স্থানে ধুঁকছে তারা।
চ্যাম্পিয়ন্স লিগেও তিন ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছেন সের্গিও বুস্কেতসরা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ-ই’র লড়াইয়ে ডায়নামো কিয়েভের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এই ম্যাচে পয়েন্ট খোয়ালেই গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে তাদের। যা গত দু’দশকে হয়নি। তবে ঘরের মাঠে ক’দিন আগেই এই ডায়নামো কিয়েভকে হারিয়েছিল বার্সেলোনা। সেই আত্মবিশ্বাসই এই ম্যাচে ভরসা জোগাচ্ছে মেম্ফিস ডিপেদের।
advertisement
advertisement
তবে এই ম্যাচে নামার আগে বার্সেলোনার সবচেয়ে চিন্তার কারণ চোট সমস্যা। অনিশ্চিত মার্টিন ব্রেথওয়েট, পেদ্রি, সের্গি রবার্তো। খেলতে পারবেন না জেরার্ড পিকে ও সের্গিও আগুয়েরো। ভাঙাচোরা দল নিয়েই তাই ডায়নামো কিয়েভের চ্যালেঞ্জ সামলাতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। পক্ষান্তরে, ডায়নামো কিয়েভের অবস্থা আরও খারাপ। গ্রুপ পর্বে তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলে সবার শেষে রয়েছে তারা। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় গোলের মুখ খুলতে পারেনি ইউক্রেনের ক্লাবটি।
advertisement
তা সত্ত্বেও পচা শামুকে পা কাটতে দিতে নারাজ বার্সেলোনা। গ্রুপ-ই’র অপর ম্যাচে ঩ঘরের মাঠে বেনফিকার মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচেই জয় পেয়েছে জুলিয়ান নাগেলসম্যানের দল। ধারাবাহিকতা বজায় রাখাই এখন লক্ষ্য তাদের। উল্লেখ্য, চলতি মরশুমে অনবদ্য ছন্দে রয়েছে জার্মান জায়ান্টরা। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে বুন্দেশলিগাতেও শীর্ষে রয়েছে তারা।
advertisement
তবে গত সপ্তাহে মনচেনগ্লাডবাখ সবাইকে দেখিয়ে দিয়েছে, এই বায়ার্নকেও হারানো সম্ভব। জার্মান কাপে রবার্ট লিওয়ানডস্কিদের ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল তারা। তবে অপেক্ষাকৃত দুর্বল বেনফিকা স্বপ্নেও এমনটা ভাবছে না বলেই বিশেষজ্ঞদের ধারণা। বার্সেলোনাকে জয় এনে দেওয়ার দায়িত্ব থাকবে অনসু ফাটি, গাভী, দেস্টদের ওপর।
বাংলা খবর/ খবর/খেলা/
Barcelona vs Dynamo Kyiv preview : দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বার্সেলোনার কঠিন লড়াই আজ কিয়েভের বিরুদ্ধে
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement